প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অত্যন্ত ব্যাপক এবং পৌরাণিক সংস্কৃতির অংশ। বাংলার প্রাচীন ইতিহাস প্রায় ২,৫০০ বছরের বেশির দীর্ঘকাল ধরে পর্যাপ্ত রূপে প্রকট হয়নি। তবে, কিছু ঐতিহাসিক উল্লেখ এবং প্রাচীন সংস্কৃতির উপস্থিতি অনুসারে বাংলার প্রাচীন ইতিহাস অনুশীলন করা হয়েছে।
ইতিমধ্যেই প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস ১ম পর্ব।
গুরুত্বপূর্ণ প্রশ্নত্তরঃ প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
-
- জৈন ধর্মের প্রবর্তক কে?- মহাবীর
- সোমপুর বিহারে বাস করতেন কে?- বোধিভদ্র
- শালবন বিহার কে নির্মাণ করেন?- শ্রীভবদেব
- ‘উমা’ শব্দের অর্থ কী?- দুর্গার অর্চনা
- শেরশাহ কাকে পরাজিত করে বাংলা দখল করেন?- গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে
- বাংলায় শেষ আফগান শাসক কে ছিলেন?- দাউদ খান
- কররানী বার শব্দটি কেন ব্যবহার করা হতো?- অনির্দিষ্ট সংখ্যক জমিদারদের বোঝাতেই ‘বার’ শব্দটি ব্যবহার করা হতো।
- কোন মুসলমান শাসক বাংলায় নৌবাহিনীর গোড়াপত্তন করেন?- সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি
- ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি কোন দেশের অধিবাসী ছিলেন?-আফগানিস্তানের
- কোন শাসনের সূচনাকালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয়? -মুসলমান শাসনের
- তুর্কি বীর ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বখতিয়ার খলজি সেন শাসনের অবসান ঘটিয়ে- মুসলমান শাসনের সূচনা করেন। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- বর্তমানে ১২০৪ খ্রিষ্টাব্দ বখতিয়ার খলজির নদিয়া জয়ের তারিখ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- তিব্বত অভিযান ছিল বখতিয়ার খলজির জীবনের শেষ সময়ের অভিযান ।
- ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন- ‘বুলগাকপুর’
- সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি বসনকোট নামক স্থানে দুর্গ নির্মাণ করেন ।
- শাসনকর্তা তুঘরিল মামলুক তুর্কিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন।
- ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে বাংলা প্রথম স্থিতিশীলতা লাভ করে ।
- একজন স্বাধীন সুলতান হিসেবে ফখরুদ্দিন নিজ নামে মুদ্রা জারি করেছিলেন ।
- ইলিয়াস শাহ ১৩৫২ খ্রিষ্টাব্দে বাংলায় প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন।
- ইলিয়াস শাহ ‘শাহ-ই-বাঙালা’ ও ‘শাহ-ই-বাঙালি’ উপাধি গ্রহণ করেছিলেন।
- রিয়াজ-উস-সালাতীন গ্রন্থে গিয়াসউদ্দিন আযম শাহের ন্যায় বিচারের কাহিনি বর্ণিত আছে।
- ‘ইউসুফ-জোলেখা’ কাব্য কবি শাহ্ মুহম্মদ সগীর রচনা করেন ।
- ‘গীতগোবিন্দ টীকা’ গ্রন্থের লেখক ছিলেন- বৃহস্পতি মিশ্র
- ‘শ্রীকৃষ্ণ বিজয়’ নামক বাংলা কাব্যের লেখক- মালাধর বসু
- বাংলা রামায়ণের রচয়িতা- কৃত্তিবাস। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- বাংলার হাবসি শাসন মাত্র ছয় বছর স্থায়ী ছিল ।হাবসি শাসন উচ্ছেদ করে সৈয়দ হোসেন বাংলার সিংহাসনে বসেন।
- হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ।
- পুরন্দর খান’ হুসেন শাহের মন্ত্রী গোপীনাথ বসুর উপাধি ছিল । বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্য ছিলেন।
- ‘ছোট সোনা সমজিদ’ হুসেন শাহের আমলে নির্মিত হয়।
- হুসেন শাহের শাসনকালকে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসের ‘স্বর্ণযুগ” বলা হয় ৷
- বাগেরহাটের ‘মিঠা পুকুর’ সুলতান নুসরত শাহের আমলে খনন করা হয়।
- মুঘল সম্রাট হুমায়ুন গৌড়ের ‘জান্নাতবাদ’ নামকরণ করেন।
- ১৫৫৬ খ্রিষ্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- তাজ খান বাংলায় কররানী বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন । প্রথম দিকে ঈসা খান বারোভূঁইয়াদের নেতা ছিলেন। প্রথম ১৬১০ খ্রিষ্টাব্দে ঢাকা বাংলার রাজধানী হয়।
- মুঘল প্রদেশগুলো ‘সুবা’ নামে পরিচিত ছিল।
- হুসেন শাহী যুগ হতে বাংলায় পর্তুগিজরা বাণিজ্য করত।
- শায়েস্তা খান মগদের উৎপাত হতে বাংলার জনগণের জানমাল রক্ষা করেন।
- শায়েস্তা খানের সময়ে টাকায় আট মণ চাউল পাওয়া যেত।
- রাজস্ব সংস্কার মুর্শিদকুলী খানের সর্বাধিক স্মরণীয় কীর্তি।
- আলীবর্দী খান বর্দীদের দেশ ছাড়া করতে সক্ষম হন।
- ১৭৫৭ খ্রিষ্টাব্দে ২৩ জুন পলাশি যুদ্ধ সংঘটিত হয়।
- এ প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর তাঁর প্রণয়নমূলক কাব্য ইউসুফ-জোলেখা রচনা করেন ।
- সুলতান হুসেন শাহ ও নাসিরউদ্দিন নুসরত শাহের পৃষ্ঠপোষকতায় কবিন্দ্র পরমেশ্বর ‘মহাভারত’ বাংলায় অনুবাদ করেন। বালীকি বল চৌদ্দ শতকে মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে ভ্রমণে আসেন ।
- কৌলিন্য প্রথার ফলে সমাজে বহু বিবাহ প্রথা প্রচলিত হয়।
- মধ্যযুগে হিন্দু সমাজে চারটি বর্ণ ছিল। যেমন- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
- বড় সোনা মসজিদের অপর নাম ‘বারদুয়ারী মসজিদ।
- আদিনা মসজিদ নির্মাণ করেন সুলতান সিকান্দার শাহ ।
- নারগাঁয়ে সুলতান গিয়াসউদ্দিনের কবর আছে।
- একলাখী মসজিদ সুলতান জালালউদ্দীনের শাসনকালের উল্লেখযোগ্য কীর্তি ।
- ১৪৫৯ খ্রিষ্টাব্দে খানজাহান আলীর মৃত্যু হয় । কদম রসুল গৌড়ে অবস্থিত ।
- কদম রসুল নসরৎ শাহ নির্মাণ করেছিলেন। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- বাবা আদমের মসজিদ মালিক কাফুর ফতেহ শাহের রাজত্বকালে নির্মিত ।
- দাখিল দরওয়াজা রুকনউদ্দীন বরবক শাহ নির্মাণ করেন ।
- মুঘল যুগে ‘কাটরা’ নামে বেশ কয়েকটি দালান তৈরি করা হয়েছিল। ঢাকার বড় কাটরা শাহ সুজা নির্মাণ করেন। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- সুবাদার শাহজাদা আজমের আমলে লালবাগের শাহী মসজিদ তৈরি হয়।
- লালবাগ দুর্গের ভেতর শায়েস্তা খানের কন্য পরী বিবির সমাধিসৌধ রয়েছে।
- ১৬৬৭ খ্রিষ্টাব্দে শায়েস্তা খান হোসেনী দালান নির্মাণ করেন।
- বেগম বাজার মসজিদ মুর্শিদ কুলী খানের আমলে নির্মিত হয়।
- চেহেল সেতুন’ ছিল একটি প্রকাণ্ড দরবার ভবন।
- মাঘী সপ্তমী স্নানকে হিন্দুরা পবিত্র বলে মনে করত। শৈব ধর্মের মূল উৎস শিব ।
- ‘ইউসুফ-জোলেখা’ প্রণয়মূলক কাব্য ।
- ইলিয়াস শাহী বংশের সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের শাসনকালে ‘ইউসুফ-জোলেখা’ কাব্য রচনা করা হয়। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- বাংলা সাহিত্যের প্রথম পদাবলি কাব্যের স্রষ্টা ছিলেন চাঁদ কাজী।
- বাংলা সাহিত্যে সংগীতবিদ্যার ওপর রচিত প্রথম গ্রন্থ ‘রাগমালা” ।
- ‘শূন্য পুরাণ’ কাব্যের রচয়িতা ছিলেন- কানাহরি দত্ত
- ‘পদ্মাবতী’ কাব্য গ্রন্থের রচয়িতা- আলাওল
- দৌলত কাজী আরাকান রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন।
- একলাখী মসজিদের শিল্পকলায় কোন স্থাপত্য রীতির প্রতিফলন লক্ষ করা যায়?- হিন্দু স্থাপত্য রীতি
- ‘ইস্ট ইন্ডিয়া’ পত্রিকার প্রকাশক ছিলেন হেনরি লুই ডিরোজিও।
- ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?- হেনরি লুই ডিরোজিও
বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
-
- ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?- পর্তুগালের নাবিক ছিলেন
- কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল?— ভাগীরথী নদীর তীরে
- বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কত সালে?- ১৭৬৪
- ‘ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কোন দেশের?- হল্যান্ডের
- পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন?- ১৭৫৭ খ্রিষ্টাব্দের ২৩ জুন
- কত খ্রিষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?- ১৬৬৪
- ভাস্কো-দা-গামা কত খ্রিষ্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন?- ১৪৯৮
- কত খ্রিষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?- ১৬৬৪
- স্যার টমাস রো কত খ্রিষ্টাব্দে ভারতবর্ষ ত্যাগ করেন?— ১৬১৯
- সুরাটে ইংরেজরা কত খ্রিষ্টাব্দে বাণিজ্য কুঠি স্থাপন করে?- ১৬১২ শওকত জঙ্গ পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন ।
- ইউরোপিয়ান সংঘটিত সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অজুহাতে ইংরেজরা ফরাসিদের ‘চন্দননগর দখল করেন ।
- রানির সুপারিশ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট আকবরের সাথে সাক্ষাৎ করেন ।
- ১৭৫৭ খ্রিষ্টাব্দে বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যায় ।
- চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন- লর্ড কর্নওয়ালিস। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- ১৪৫৩ খ্রিষ্টাব্দে কনস্টান্টিনোপল অটোমান তুর্কিয়া দখল করে নেয়।
- পর্তুগিজদের মধ্যে ভাস্কো-দা-গামা প্রথম সমুদ্রপথে উপমহাদেশে আসেন ।
- ১৫৩৮ খ্রিষ্টাব্দে পর্তুগিজরা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে ।
- ১৫৭৯ খ্রিষ্টাব্দে পর্তুগিজরা হুগলি নামক স্থানে উপনিবেশ গড়ে তোলে।
- বিদারার যুদ্ধে ওলন্দাজরা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়।
- দিনেমার বা ডেনমার্কের অধিবাসী একদল বণিক ‘ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে ।
- দিনেমাররা ১৬৭৬ খ্রিষ্টাব্দে বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপনু করে।
- দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে ।
- ক্যাপ্টেন হকিন্স ১৬০৮ খ্রিষ্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ
- ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে হয় ।
- ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চন্দননগর শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয়।
- সিরাজউদ্দৌলার মায়ের নাম আমেনা বেগম।
- ১৭৫৬ খ্রিষ্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে নেন।
- হলওয়েলের মিথ্যা কাহিনি ‘অন্ধকূপ হত্যা’ নামে পরিচিত।
- নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সন্ধি আলীনগর সন্ধি নামে খ্যাত।
- ইংরেজ গভর্নর ভান্সিটার্ট মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাশিমকে সিংহাসনে বসান ।
- ১৭৬৩ খ্রিষ্টাব্দে পাটনা কুঠির অধ্যক্ষ এলিস পাটনা দখল করে । ১৭৬৩ খ্রিষ্টাব্দে কলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- বক্সারের যুদ্ধে পরাজিত হয় অযোধ্যার নবাব রোহিলাখণ্ডে পালিয়ে যান।
- ১৭৭৭ খ্রিষ্টাব্দে মীল কাশিমের মৃত্যু হয়।
- বক্সারের যুদ্ধের পর বাংলায় ইংরেজ শাসনের পথ সুগম হয়। অযোধ্যার নবাবের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করা হয় ।
- ছিয়াত্তরের সন্বন্তর বাংলা ১১৭৬ খ্রিষ্টাব্দে সংঘটিত হয় ।
- ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনব্যবস্থায়র অবসান ঘটান ।
- ওয়ারেন হেস্টিংস ১৭৭২ খ্রিষ্টাব্দে পাঁচসালা বন্দোবস্ত চালু করেন।
- ১৭৮৪ খ্রিষ্টাব্দে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্টে গৃহীত হয় ।
- চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয় ।
- ভাস্কো-দা-গামা কখন ভারতে আসেন?- ১৪৯৮ সালের ২৭ মে
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কত সালে প্রাচ্যে বাণিজ্য করার জন্য রাজকীয় সনদ লাভ করে?- ১৬০০
- ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কখন?- ১৬৬৪ খ্রিষ্টাব্দে
- সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন?- ২২
- কোন সালটির ছিয়াত্তরের মন্বন্তরের সাথে সাদৃশ্য রয়েছে?- ১৭৭০
- কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়?- ১৭৯৩
- কে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন?- কর্ণওয়ালিস
- ওয়ারেন হেস্টিংস কর্তৃক পাঁচসালা বন্দোবস্ত চালুর যথার্থ কারণ কোনটি?- রাজস্ব আদায়
- কোন বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘোষণা করা হয়?- দশসালা
- পুলিন বিহারি দাস ছিলেন ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক।
- বঙ্গভঙ্গ হয়েছিল ১৯০৫ সালের ১৬ অক্টোবর ।
- ১৮৫৭ খ্রিষ্টাব্দে সংঘটিত হওয়া বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়।
- হিন্দু-মুসলমান উভয় সিপাহিদের ব্যবহারের জন্য ‘এনফিল্ড রাইফেলের প্রচলন করা হয় ।
- ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে বোম্বাই শহর লাভ করেন ।
- সিপাহি বিদ্রোহের সূচনা করেন মঙ্গলপাণ্ডে নামক এক সিপাহি।
- মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়।
- চার্লস পঞ্চাশ হাজার পাউন্ডের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বোম্বাই শহর বিক্রি করে দেয়।
- ১৬৭৩ খ্রিষ্টাব্দে পণ্ডিচেরীতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে।
- বড় লাট লর্ড কার্জন ১৯০৫ সালে বাংলা ভাগ করেন।
- ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতী পণ্য বর্জন।
- ১৯১৯ সালে সরকার রাওলাট আইন পাস করে।
- জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি বর্জন করেন।
- চৌরিচৌরা থানায় আগুন দিলে ২১ জন পুলিশ পুড়ে মারা যায়।
- ক্ষুদিরাম ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা হামলা চালান ।
- বিপ্লবী রাসবিহারি বসুর পলিকল্পনায় লর্ড হার্ডিংকে হত্যার জন্য বোমা হামলা চালানো হয়।
- ১৯২৪ সালে অক্টোবর মাসে ইংরেজ সরকার বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে ।
- প্রীতিলতাওয়াদ্দেদারকে ‘পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব’ আক্রমণের নেতৃত্ব দেওয়া হয়।
- চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ পার্টি গঠিত হয়।
- চিত্তরঞ্জন দাস ১৯২৫ সালে মৃত্যুবরণ করেন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড সমস্যা সমাধানের জন্য ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন।
- দ্বিজাতি তত্ত্বের ঘোষক ছিলেন মুহম্মদ আলী জিন্নাহ।
- ১৯৪০ খ্রিষ্টাব্দে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়।
- ১৯৪৩ সালে দুর্ভিক্ষে ৩০ লক্ষাধিক লোক মৃত্যুবরণ করে বলে ধারণা করা হয় ।
- শরৎচন্দ্র বসু বাংলাকে ‘সোস্যালিস্ট রিপাবলিক’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান ৷
- হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ যুক্তবাংলার চরম বিরোধী ছিলেন।
- গান্ধীজীর ডাকে ‘ভারত ছাড়’ আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়ে।
- নেতাজী সুভাষ চন্দ্র বসু ‘India National Army’র নেতৃত্বে ছিলেন ।
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান নামে এক মুসলিম রাষ্ট্রের জন্ম হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে শ্রমিক দল জয়লাভ করে ।
- ৩ জুন মাউন্টব্যাটেন সুস্পষ্টভাবে ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন ।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলায় নবাবি শাসন
-
- পলাশী যুদ্ধ ১৭৫৭ সালের কোন তারিখে অনুষ্ঠিত হয়?- ২৩ জুন
- বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?- পলাশী যুদ্ধে
- কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?- পলাশীর যুদ্ধ
- পলাশীর যুদ্ধ কখন হয়েছিল?- ২৩ জুন ১৭৫৭। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে?— ভাগীরথী নদী
উপমহাদেশে ইউরোপীয়দের আগমন
-
- কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মাণের অনুমতি দেয়?— সম্রাট জাহাঙ্গীর
- সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত- ক্যাপ্টেন হকিন্স
- ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে? – ১৪৮৭
- উরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিষ্কৃত হয়- ১৪৯৮
- ওলন্দাজরা কোন দেশের নাগরিক?- হল্যান্ড
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ সরকারের ভারত শাসন (১৭৫৭-১৯৪৭)
- বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’ এর সময়কাল- ১৭৭০ খ্রিষ্টাব্দ
- ‘লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন- ১৭৭৪ সালে
- ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটে? বাংলা ১১৭৬
- ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়?- ১৮০
- বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা করা হয় কোন সালে?- ১৭৯৩
- বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?- পলাশী যুদ্ধে
- সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?- লর্ড বেন্টিংক
- চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়- ১৭৯৩। (প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস)
- ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কোন সালে সংঘটিত হয়?- ১১৭৬
- ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে?— ১৮৫৮
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? – ১৬০০
- ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেন- কার্ল মার্কস
- উপমহাদেশে বিভিন্ন বিদ্রোহ ও সংস্কার আন্দোলন সতীদাহ প্রথা বিলোপ করেন কে এবং কত সালে?- লর্ড বেন্টিংক, ১৮২৯ সালে
- তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?- ইলা মিত্র
- ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?- জ্ঞানান্বেষণ
- ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?- মজনু শাহ
- বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়?- ১৭৯৩
- লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কী?— হান্টার কমিশন
- ‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?- ডিরোজিও
- কোন মনীষী সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন?- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ভারতবর্ষে কোন সনে সিপাহি বিদ্রোহ হয়?- ১৮৫৭
- কোন আন্দোলনটি ব্রিটিশবিরোধী ছিল না?- আলীগড়
- কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়?- ১৮৫৬
- জাতীয়তাবাদী আন্দোলন, বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি
- কত তারিখে বঙ্গবিভাগ রদ ঘোষণা করা হয়?- ১২ ডিসেম্বর ১৯১১
- কার সময়ে বঙ্গভঙ্গ হয়?- লর্ড কার্জন
- কোন বাঙালি নেতার নামের আগে নেতাজী বলা হয়?- সুভাসচন্দ্র বসু
- বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?- ১৯১১
- বঙ্গভঙ্গের সুপারিশ করেন- লর্ড কার্জন
- বঙ্গভঙ্গ আইন পাস করা হয় কত সালে?- ১৯০৫
One comment
Pingback: Recent GK Bangladesh 2024 For 47 BCS - Sopner BCS