কোনো শব্দের বিপরীত অর্থবোধক শব্দকে সে শব্দের বিপরীতার্থক শব্দ বলে। যেমন : আলো-আঁধার, উঁচু-নিচু । • তৎসম শব্দের বিপরীতার্থক তৎসম এবং তদ্ভব শব্দের বিপরীতার্থক তদ্ভব শব্দই হওয়া উচিত । বিপরীত শব্দ বিভিন্ন উপায়ে গঠিত হতে পারে । যেমন : ভিন্ন শব্দযোগে : উত্তম-অধম, আগা-গোড়া ৷

বিপরীতার্থক শব্দ; সর্বশেষ সংশোধিত ২০২৩

বিপরীতার্থক শব্দ এর সংজ্ঞা ও উদাহরণ

কোনো শব্দের বিপরীত অর্থবোধক শব্দকে সে শব্দের বিপরীতার্থক শব্দ বলে। যেমন : আলো-আঁধার, উঁচু-নিচু ।

• তৎসম শব্দের বিপরীতার্থক তৎসম এবং তদ্ভব শব্দের বিপরীতার্থক তদ্ভব শব্দই হওয়া উচিত । বিপরীত শব্দ বিভিন্ন উপায়ে গঠিত হতে পারে । যেমন : ভিন্ন শব্দযোগে : উত্তম-অধম, আগা-গোড়া ৷

  • নঞ চিহ্নযোগে : ন্যায়-অন্যায়, খাদ্য-অখাদ্য ।
  • ভিন্নার্থক প্রত্যয়যোগে : শাসক-শাসিত, চালক-চালিত ।
  • উপসর্গযোগে : মান-অপমান, বাদী-বিবাদি।
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
অপ্রতিভ সপ্রতিভ আশ্লেষ বিশ্লেষ
অণু বৃহৎ আবৃত অনাবৃত
অনুগ্রহ নিগ্রহ আনকোরা পুরানো
অনির্বাণ নির্বাণ আস্তিক নাস্তিক
অনুলোম প্রতিলোম আদিষ্ট নিষিদ্ধ
অসীম সসীম আকর্ষণ বিকর্ষণ
অমৃত গরল আগমন নির্গমন/প্রস্থান
অনুরাগ বিরাগ আরোহণ অবরোহণ
অনুরক্ত বিরক্ত আদিম অন্তিম
অনাবিল আবিল আকস্মিক চিরন্তন
অধিত্যকা উপত্যকা আস্থা অনাস্থা
অর্থী প্রত্যর্থী আহূত অনাহৃত
অজ্ঞান জ্ঞান/জ্ঞানী উচাটন প্ৰশান্ত
অনুমোদিত অননুমোদিত উষ্ণ শীতল
অধমর্ণ উত্তমর্ণ উদ্ধত বিনীত
অবতরণ উত্তরণ উড্ডয়ন উগ্র সৌম্য/নম্র
অগ্রজ অনুজ উত্তাপ শৈত্য
অপচয় উপচয়/সঞ্চয়; উন্মুখ বিমুখ
অশন অনশন উল্লেখ অনুল্লেখ
অর্বাচীন প্রাচীন উড়ন্ত পড়ন্ত
অগ্রগামী পশ্চাৎগামী উদ্ধৃত ঘাটতি
অপাঙ্ক্তেয় অতুলনীয় উৎরাই চড়াই
অহ্ন/দিন রাত্রি উদয় অস্ত
অমরাবতী (স্বর্গ) নরক উদার সংকীর্ণ
আকুঞ্চন প্রসারণ উতরানো তলানো
আকাশ পাতাল উজান ভাটি
আবাহন বিসর্জন উর্বর অনুর্বর/ঊষর
আকর্ষণ বিকর্ষণ উদ্যত বিরত
আঁটি শাঁস উদীয়মান অপস্রিয়মাণ
আবদ্ধ মুক্ত/উন্মুক্ত উৎকৃষ্ট নিকৃষ্ট/অপকৃষ্ট
আগা গোড়া উন্নতি অবনতি
আশ্রয় নিরাশ্রয় উপচিকীর্ষা অপচিকীর্ষা
আচার অনাচার অনুরোধ অনুরোধ
আসক্তি বৈরাগ্য/নিরাসক্তি উম্মীলন নিমীলন
আর্দ্র/সিক্ত শুষ্ক ঋজু বক্র
আহার অনাহার ঊহ্য স্পষ্ট
আগম লোপ/নির্গম ঊর্ধ্বগামী নিম্নগামী
আবির্ভূত তিরোহিত ঋদ্ধি অবনতি
এক অনেক একমত দ্বিমত/বহুমত
এঁড়ে বকনা এপিঠ ওপিঠ
ঐশ্বর্য দারিদ্র্য একাল সেকাল
ঐচ্ছিক আবশ্যিক এলোমেলো গোছানো
ঐতিহাসিক অনৈতিহাসিক একা সম্মিলিত
একূল ওকূল ঐক্য বিভেদ/অনৈক্য
একতা বিচ্ছিন্নতা ঐকমত্য মতভেদ
ওঠা নামা/বসা ওস্তাদ শাগরেদ
ওপিঠ এপিট ওকূল একূল
ঔদার্য কার্পণ্য ঔদ্ধত্য বিনয়
ঔজ্জ্বল্য ম্লানিমা ঔৎসুক অনাগ্রহ
ঔচিত্য অনৌচিত্য ঔদাসীন্য আসক্তি
কুটিল সরল কৃত্রিম স্বাভাবিক
ডুবন্ত ভাসন্ত ডুবা ভাসা
কপটতা সরলতা ক্ষীণ পুষ্ট
ক্রন্দন হাস্য কুলীন অন্ত্যজ
কুঁড়ে কুঠি ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু
ক্ষতি ফায়দা ক্ষিপ্ত শান্ত/প্রকৃতিস্থ
ক্ষুদ্র বৃহৎ কুঞ্চন প্রসারণ
কনিষ্ঠ জ্যেষ্ঠ কপট অকপট/সরল
কৃতজ্ঞ অকৃতজ্ঞ কুৎসা প্ৰশংসা
কৃষ্ণ শুভ্র/শুরু কৃশ স্থুল
কৌতূহলী নিস্পৃহ কল্যাণ অকল্যাণ
কুমেরু সুমেরু ক্ষীয়মাণ বর্ধমান
কুশাসন সুশাসন কড়ি কোমল
কদাচার সদাচার ঢলঢলে আঁটসাঁট
ঢালু সমতল অল্প ঢের
বিপরীতার্থক শব্দ

গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ পড়ুন এখানে

 

Check Also

ধ্বনি ও ধ্বনির পরিবর্তন

ধ্বনি পরিবর্তন কত প্রকার।

ধ্বনি ও ধ্বনির পরিবর্তন নিয়ে লেখা এই নিবন্ধে আলোচনা করা হয়েছে ধ্বনির সংজ্ঞা, ধ্বনি পরিবর্তন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *