বাংলাদেশর জাতীয় বিষয়াবলি
46 BCS Preparation: বাংলাদেশ বিষয়াবলি সাধারণ জ্ঞান এর আজকের আলোচনায় থাকবে বিসিএস পরিক্ষায় আগত প্রশ্ন সমূহ, বাংলাদেশের জাতীয় বিষয়াবলি এবং বাংলার শাসনকাল। বাংলাদেশ বিষয়াবলি সাধারণ জ্ঞান এর আর্টিকেল ধারাবাহিকভাবে চলমান থাকবে।
৪৪ তম বিসিএস (43 BCS Question) প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নোত্তর
46 BCS Preparation
- ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল → জয় বাংলা
- ঢাকা গেইটের নির্মাতা কে? → মীর জুমলা
- বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? → পুণ্ড্র
- ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুণ্ডু
- বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? → বঙ্গ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় কত সালে? ২০১২
- কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে পরিচিত হয়ে ওঠে? → মুসলিম
- কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? → হুলিয়া
- রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? → তমদ্দুন মজলিস
- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? → মুর্শিদ কুলি খান
- চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন? → ফা হিয়েন
- বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? → পূর্ববঙ্গ ও আসাম
- ‘তমদ্দুন মজলিশ” কে প্রতিষ্ঠা করেন? → আবুল কাশেম
- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’— গানটি কে রচনা করেন? → আবদুল গাফফার চৌধুরী
- কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? → সিয়েরা লিওন
- বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? → ২৩ মার্চ ১৯৬৬
- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- জাতির পিতা কবে এই ঘোষণা দেন? → ৭ মার্চ ১৯৭১
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়? → ১৭৫ জন
- মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? → এ এইচ এম কামারুজ্জামান
- UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? → ১৭ নভেম্বর ১৯৯৯
৪৩ তম বিসিএস 43 BCS Question
- প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? → কুমিল্লা ও নোয়াখালী
- বাংলার প্রাচীন জনপদ কোনটি? → পুণ্ড্র
- আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল? → বেদ
- মুজিবনগর সরকারের অর্থনীতিবিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? → তাজউদ্দীন আহমদ
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? → ৮ নম্বর
- বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? → পূর্ববঙ্গ ও আসাম
- মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? → ১৯৯৬
৪১ তম বিসিএস 41 BCS Question
- ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না → বিচার ব্যবস্থা
- মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? → ৭ম-৮ম শতক
- বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? → আলাউদ্দিন হোসেন শাহ
- বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন? → কেশব সেন
- বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? → পুণ্ড্র
- কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় → সন্তোষে
- মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়? → ১২ এপ্রিল, ১৯৭১
- পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? → ২২ ফেব্রুয়ারি ১৯৭৪
- অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? → অশোক কে এ
- বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? → রাজা পঞ্চম জর্জ
- ঢাকা শহরের গোড়াপত্তন হয় → মুঘল আমলে
- এ কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? → সিপাহি হামিদুর রহমান
- কে বীরশ্রেষ্ঠ নন? → মুন্সী আব্দুর রহিম
- ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? → খাজা নাজিম উদ্দীন
৪০তম বিসিএস 40 BCS Question
- ১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতিবিষয়ক ছিল? → ৩টি
৪২তম বিসিএস 42 BCS Question
- ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? → লর্ড কার্জন
- আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? → ১৪৯৮-১৫১৯ খ্রিষ্টাব্দ
- নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ এর প্রতিষ্ঠাতা কে? → ধর্মপাল
- ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিনটি পালন করা হতো? → ১১ই মার্চ
- ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন → পর্তুগিজরা
- প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? → চন্দ্ৰগুপ্ত মৌর্য
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল? → সোভিয়েত ইউনিয়ন
- আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল → ১৯৬৬ সালে
৩৯তম বিসিএস (বিশেষ : BCS Health) BCS Question
- পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? → ২৩ জুন ১৭৫৭
- প্রতাপ আদিত্য কে ছিলেন? → বাংলার বারোভূঁইয়াদের একজন
- বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? ১৯১১
- স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব হলেন → সৈয়দ শামসুল হক
- কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ (Poet of Politics) উপাধি দিয়েছিলেন? → নিউজউইকস
- মুজিবনগর সরকার কখন গঠিত হয়? → ১০ এপ্রিল, ১৯৭১
- মুক্তিযুদ্ধের সময় নৌকমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? → ১০নং
৩৮তম বিসিএস 38 BCS Question
- প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা → চট্টগ্রাম
- মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? → বাবর
- মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী কে ছিলেন? → এএইচএম কামারুজ্জামান
- কীসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? → বাঙালি জাতীয়তাবাদ
- ১৯৫৪ সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না → নবাব স্যার সলিমুল্লাহ
- ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের → ফেব্রুয়ারিতে
৩৭তম বিসিএস 37 BCS Question
- পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন → লর্ড কার্জন
- বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব → মুর্শিদ কুলী খান
- ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল → নৌকা
- ঐতিহাসিক ৬-দফাকে তুলনা করা হয় → ম্যাগনাকার্টার সাথে
- বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ → সেনেগাল
- বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব → বীরবিক্রম
- বাঙালি জাতির প্রধান অংশ যে মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত → অস্ট্রিক
- বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম → পুণ্ড্র
- বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি যে গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে → আইন-ই-আকবরী
- ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন → শায়েস্তা খান
- বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’ এর সময় → ১৭৭০ খ্রিষ্টাব্দ,
- ঢাকার ‘ধোলাই খাল’ খনন করেন → ইসলাম খান
- সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় → ৩১ জানুয়ারি ১৯৫২
- ৬-দফা দাবি পেশ করা হয় → ১৯৬৬ সালে
- বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময় পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল → পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
- ২৬ মার্চ ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন → ওয়্যারলেসের মাধ্যমে
- বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় → ৯ মে ১৯৫৪
- মুক্তিযুদ্ধকালীন বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়→ ১৪ ডিসেম্বর ১৯৭১
- বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ → পূর্ব জার্মানি
- বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় ১৭ জানুয়ারি ১৯৭২
- কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের বাজানো হয় → প্রথম ৪টি চরণ
৩৫তম বিসিএস 36 BCS Question
- চীনা পরিব্রাজক হিউয়েন সাঙের দীক্ষাগুরু ছিলেন → শিলভদ্র
- মহাস্থবীর শিলভদ্র যে মহাবিহারের আচার্য ছিলেন → নালন্দা বিহার
- লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম যে ব্যবস্থা চালু করেন → পুলিশ ব্যবস্থা
- বাংলাদেশের যে অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় → সিলেট
- পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন → ধীরেন্দ্রনাথ দত্ত
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন → বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শিষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। উপরে পরস্পর সংযুক্ত পাট গাছের ৩টি পাতা এবং উভয় পাশে ২টি করে মোট ৪টি তারকা।
- জাতীয় প্রতীকের রূপকার/ডিজাইনার- শিল্পী কামরুল হাসান
- জাতীয় প্রতীক সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ-৪(৩)
- জাতীয় প্রতীক ব্যবহার করতে পারেন- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে, তা দিয়ে বোঝানো হয়েছে— বাহাত্তরের সংবিধানের মূলনীতিসমূহ
- জাতীয় প্রতীকে পানির ঢেউ আছে- ৫টি
জাতীয়/রাষ্ট্রীয় মনোগ্রাষ BCS Preparation
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম হলো- লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের ওপর দিকে লেখা, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’, নিচে লেখা ‘সরকার’ এবং বৃত্তের দুপাশে দুটি করে মোট ৪টি তারকা।
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম বা লোগোটি ডিজাইন করেন- এএন সাহা
- ব্যবহারের ক্ষেত্র : সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র ও বিজ্ঞপ্তিতে
জাতীয় পতাকা National Flug (BCS Preparation)
- জাতীয় পতাকা দিবস- ২ মার্চ
- রূপকার/ডিজাইনার- চিত্রশিল্পী কামরুল হাসান
- জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন/মানচিত্র খচিত পতাকার ডিজাইনার- শিব নারায়ণ দাস
- জাতীয় পতাকার নকশা তৈরির সময়- ৬ জুন ১৯৭০ জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি হয়- ৪ জানুয়ারি ১৯৭২
- মানচিত্র বাদ দেওয়া হয়- ১ই জানুয়ারি, ১৯৭২
- বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন- মেজর জেমস রেনেল
- জাতীয় পতাকা গৃহীত হয়- ১৭ জানুয়ারি ১৯৭২
- জাতীয় পতাকা বিধি জারি করা হয়- ১৯৭২ সালে সংবিধানের ৪(২) অনুচ্ছেদে বর্ণিত আছে।
- রং- সবুজ ক্ষেত্রের ওপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। প্রথম উত্তোলন করা হয়- ২ মার্চ ১৯৭১
- জাতীয় সংগীতের সাথে প্রথম পতাকা উত্তোলন- ৩ মার্চ, ১৯৭১ (পল্টন ময়দান)
- যে বাউল গানটির সুরের অনুকরণে ‘আমার সোনার বাংলা’ গানটি রচিত হয়েছে- গগন হরকরার ‘আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে’
- যিনি সর্বপ্রথম সংগীতটির চলচ্চিত্রায়ন করেন- জহির রায়হান (জীবন থেকে নেওয়া) কাহিনি চিত্রে
- বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছে- ভারত
- সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়- ২৩ মার্চ ১৯৭১
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্থানে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন- ঢাকার ধানমন্ডির নিজ বাসভবনে
- বাংলাদেশের বাইরে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়- কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে
- দেশের বাইরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন ও উত্তোলনকারী- ১৮ এপ্রিল, ১৯৭১, এম হোসেন আলী
- জাতীয় পতাকা অর্ধনমিত থাকে- ২১ ফেব্রুয়ারি/১৫ আগস্ট (জাতীয় শোক দিবসে)
- দৈর্ঘ্য : প্রস্থ- ১০ : ৬ (৫ঃ৩)
- মিল রয়েছে— জাপান ও পালাউ, লাওস এবং গ্রিনল্যান্ডের জাতীয় পতাকার সাথে
- আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক সম্মেলনের জন্য টেবিল পতাকার আকার- ১০” x ৬”
- জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার পর বর্তমান জাতীয় দেওয়ার পতাকা গৃহীত হয়- ১৭ জানুয়ারি ১৯৭২
জাতীয় সংগীত BCS Preparation
- আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ঘোষণা হয়- ৩ মার্চ ১৯৭১
- জাতীয় সংগীতের রচয়িতা ও সুরকার- রবীন্দ্রনাথ ঠাকুর
- জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবাদক- সৈয়দ আলী আহসান কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের বাজানো হয়— প্রথম ৪টি চরণ
- জাতীয় সংগীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়- বঙ্গদর্শন
- জাতীয় সংগীত সর্বপ্রথম প্রকাশিত হয়- ১৯০৫ সালে (বাংলা ১৩১২)
- ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ‘আমার সোনার বাংলা’ কবিতাটি রচনা করেন— বঙ্গভঙ্গের পটভূমিতে
- বাংলাদেশের ‘জাতীয় সংগীত’ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর বিতান কাব্য থেকে (গীতবিতান কাব্যগ্রন্থ) স্বদেশ নামক পর্যায়ের ১টি গানের অংশ থেকে নেওয়া হয়েছে
- বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত গাওয়া হয়- ৭ মার্চ, ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে
- বাংলাদেশের জাতীয় সংগীতে যে বিষয়টি প্রধানভাবে স্থান পেয়েছে- বাংলার প্রকৃতির কথা । [১৬তম বিসিএস]
- যে দেশের জাতীয় সংগীত গাওয়ার সাথে কোনো শব্দ ব্যবহৃত হয় না- স্পেনের
রণ সংগীত (BCS Preparation)
- ‘চল্ চল্ চল্’ গানটির প্রথম ২১ লাইন
- সুরকার ও রচয়িতা- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
- ‘চল্ চল্ চল্/ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ বাংলাদেশের রণসংগীত হিসেবে গৃহীত হয়- ১৩ জানুয়ারি ১৯৭২
- আমার সোনার বাংলা কবিতাটির মোট চরণ রয়েছে- ২৫টি
- প্রথম ১০ লাইন— কণ্ঠসংগীত এবং প্রথম ৪ লাইন যন্ত্রসংগীত হিসেবে পরিবেশনের বিধান রয়েছে
- প্রথম প্রকাশিত হয়- ১৯২৮ সালে (বাংলা ১৩৩৫)
- উৎসব/রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়- ২১ চরণ
- রণসংগীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়- শিখা পত্রিকায় (দ্বিতীয় বার্ষিক সংখ্যায়)
- রণসংগীত প্রথম প্রকাশিত হয়- নতুনের গান শিরোনামে
- সংকলিত হয়েছে— ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থ থেকে
ক্রীড়া সংগীত (BCS Preparation)
- রচয়িতা/গীতিকার- সেলিমা রহমান
- সুরকার- খন্দকার নুরুল আলম
- বাংলাদেশের ক্রীড়া সংগীত ১০ চরণবিশিষ্ট
- শেষ চরণ : ‘বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম হবে গৌরবময়’
জাতীয় খেলা (BCS Preparation)
- কাবাডি খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয়— ১৯৭২ সালে
জাতীয় মসজিদ (BCS Preparation)
- বায়তুল মোকাররম মসজিদ
- অবস্থান : পুরানা পল্টন
- স্থপতি : আবুল হুসাইন মুহাম্মদ থারিয়ানি (পাকিস্তান) মসজিদ কমপ্লেক্সটির জমির পরিমাণ ৮.৩০ একর আটতলা ভবন
জাতীয় বিমানবন্দর (BCS Preparation)
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থান : কুর্মিটোলা, ঢাকা
- উদ্বোধন : ১৯৮০
জাতীয় মন্দির (BCS Preparation)
- বাংলাদেশের জাতীয় মন্দির- ঢাকেশ্বরী মন্দির
- এ জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ‘ঢাকেশ্বরী মন্দিরের’ প্রতিষ্ঠাতা একজন রাজা। তাঁর নাম- বল্লাল সেন
- অবস্থান : লালবাগ, ঢাকা অবস্থান
- ঢাকা শহরের সবচেয়ে বড় মন্দির- ঢাকেশ্বরী মন্দির
জাতীয় কবি (BCS Preparation)
- জাতীয় কবি- কাজী নজরুল ইসলাম
- জন্মগ্রহণ- ১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে
- ডাক নাম- দুখু মিঞা
- জাতীয় কবির মর্যাদা দান- ২৪ মে ১৯৭২
- জাতীয় কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়- ১৯৭৬ সালে
- নজরুল চত্বর- বাংলা একাডেমি প্রাঙ্গণে
- নজরুল সমাধি/মাজার- ঢা.বি. কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন
জাতীয় বন (BCS Preparation)
- বাংলাদেশের জাতীয় বন- সুন্দরবন
- সুন্দরবনের অবস্থান- বঙ্গোপসাগরের সাথে গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপে (বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী এবং বরগুনা জেলায়)
- পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন- সুন্দরবন
- বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল (সোতজ) বন- সুন্দরবন
- সুন্দরবনের প্রধান বৃক্ষ- সুন্দরী গাছ
- ইন্তেকাল- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ)
জাতীয় চিড়িয়াখানা (BCS Preparation)
- জাতীয় চিড়িয়াখানা- ঢাকা চিড়িয়াখানা
- প্রতিষ্ঠা : ১৯৬৪
- অবস্থান : মিরপুর, ঢাকা
- ঢাকা চিড়িয়াখানা মিরপুরে স্থানান্তর করা হয়- ১৯৭৪ সালে (পূর্বে ছিল হাইকোর্ট চত্বরে)
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন
জাতীয় জাদুঘর (BCS Preparation)
- পূর্বনাম- ঢাকা জাদুঘর
- প্রতিষ্ঠিত হয়- ২০ মার্চ ১৯১৩
- জাতীয় জাদুঘরভিত্তিক ত্রৈমাসিক পত্রিকা- জাদুঘর সমাচার
- স্থপতি- মোস্তফা কামাল
- ইতিহাসখ্যাত ‘মসলিন’ এর একটি ছোট টুকরো এখন জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে ।
জাতীয় স্মৃতিসৌধ (BCS Preparation)
- অবস্থান : সাভারের নবীনগরে
- অন্যনাম : সম্মিলিত প্রয়াস
- ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২
- এ স্থপতি- সৈয়দ মাইনুল হোসেন [১৪তম বিসিএস]
- ২ উচ্চতা- ১৫০ ফুট বা ৪৬.৫ মিটার
- ফলক সংখ্যা- ৭টি (১৯৫২, ১৯৫৪, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সালকে প্রকাশ করেছে)
- জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গণসমাধি রয়েছে- ১০টি
- জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি বা রেপ্লিকার ভাস্কর— হামিদুজ্জামান খান
- জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়- ১০৮.৭ একর জমির উপর ‘ভাওয়াল জাতীয় উদ্যান’ প্রতিষ্ঠিত হয়— ১৯৮২ সালে
জাতীয় উদ্যান (BCS Preparation)
- ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন (জাতীয় উদ্ভিদ উদ্যান) স্থাপিত হয়- ১৯৬১ সালে
- অবস্থান : মিরপুর, ঢাকা
- বলধা গার্ডেনের অবস্থান- ওয়ারী, ঢাকা
- বলধা গার্ডেন স্থাপিত হয়- ১৯০৯ সালে
- বঙ্গবন্ধু জাতীয় উদ্যান অবস্থিত- টাঙ্গাইল
জাতীয় বন (BCS Preparation)
- সুন্দরবনের অপর নাম- গরান বনভূমি
- সুন্দরবনকে বন্যপ্রাণীর জন্য অভয়ারণ্য ঘোষণা করা হয়- ৬ এপ্রিল ১৯৯৬
- সুন্দরবন ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য
- ইউনেস্কো World heritage ঘোষণা করে- ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর
- সুন্দরবনের দর্শনীয় স্থান- হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট, দুবলার চর, কাটকা, পুটনী দ্বীপ, নীল কমল ইত্যাদি
জাতীয় গ্রন্থাগার (BCS Preparation)
- অবস্থান : আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা, নিজস্ব ভবনে। & সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে।
- আইএসবিএন (ISBN) যে উপকরণটি চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়- বই
- ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নম্বর (ISBN) প্রদান করা জাতীয় গ্রন্থাগারের কাজ ।
জাতীয় গ্রন্থকেন্দ্র (BCS Preparation)
- অবস্থান : বঙ্গবন্ধু অ্যাভিনিউ (গুলিস্তান)।
- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ।
- বাংলাদেশ জাতীয় আর্কাইভস- আগারগাঁও
- গণগ্রন্থাগার অধিদপ্তর- শাহবাগ
- সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার- শাহবাগ
জাতীয় সংবাদ সংস্থা (BCS Preparation)
- নাম : বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS বা বাসস)
- বাসসকে জাতীয় সংবাদ সংস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়- ১৯৭২ সালের জানুয়ারিতে
- বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা (বাসস)
- তথ্য মন্ত্রণালয়ের অধীনে ।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র (BCS Preparation)
- স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১০ বছর
- NIRW এর পূর্ণরূপ- National Identity Registration Wing.
- বাংলাদেশে স্মার্টকার্ড সরবরাহ করছে যে প্রতিষ্ঠান- ফ্রান্সের অবার্থর টেকনোলজি
জাতীয় সংসদ এবং সংসদ ভবন
- জাতীয় সংসদের প্রতীক- শাপলা
- ২ মোট আসন- ৩৫০টি (নির্বাচিত ৩০০টি + সংরক্ষিত ৫০টি)
- সংবিধান সংশ্লিষ্ট অনুচ্ছেদ— ৬৫
- ১নং আসন- পঞ্চগড়
- ৩০০নং আসন- বান্দরবান
- জাতীয় সংসদ ভবনের অবস্থান- শেরে বাংলানগর
- স্থপতি- লুই আই কান
- আয়তন- ২১৫ একর
অন্যান্য
- জাতীয় ফুল : সাদা শাপলা
- বাংলাদেশ ব্যাংকের সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতি- আজিজুল জলিল পাশা
- জাতীয় ফল: কাঁঠাল
- জাতীয় মাছ : ইলিশ
- জাতীয় পাখি : দোয়েল
- জাতীয় পশু : রয়েল বেঙ্গল টাইগার
- জাতীয় বৃক্ষ : আম গাছ
- আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা- ১৫ নভেম্বর ২০১০
- জাতীয় উদ্যান : সোহরাওয়ার্দী উদ্যান (রেসকোর্স ময়দান )
- জাতীয় প্যারেড গ্রাউন্ড : শেরেবাংলা নগর প্যারেড গ্রাউন্ড
- বাংলাদেশের জাতীয় উৎসব : বাংলা নববর্ষ বরণ উৎসব
- জাতীয় বৃক্ষমেলা শুরু হয়— ১৯৯৪ সালে
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠিত হয়— ১৯৭৭ সালে
- জাতীয় নাট্যশালা অবস্থিত- সেগুনবাগিচায়
- নন্দন মঞ্চ অবস্থিত- শিল্পকলা একাডেমিতে
- ‘জাতীয় অধ্যাপক’ সম্মাননাটি প্রবর্তিত হয়— ১৯৭৫ সালে
- জাতীয় চার নেতার মিউজিয়াম- ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত
- জাতীয় ৪ নেতা হলেন- ১. তাজউদ্দীন আহমদ ২. সৈয়দ নজরুল ইসলাম ৩. এম মনসুর আলী ৪. আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান – H.M
- জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়- ১৯৫৪ সালে
- দেশের বাইরে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি রয়েছে- জাপানে
- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মঈনুল হোসেন মারা যান- ২০০৪ সালে
- জাতীয় কৃষি দিবস- ১ অগ্রহায়ণ
- পর্যটন বর্ষ- ২০১১ ও ২০১৬
- জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) প্রতিষ্ঠিত- ১৯৬১
- জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি- ক্রীড়ামন্ত্রী
- জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়- ২৮ জানুয়ারি, ১৯৮২
- জাতীয় বৃক্ষমেলা প্রবর্তন করা হয়- ১৯৯৪ সালে
- জাতীয় বীজ পরীক্ষাগার অবস্থিত – গাজীপুর
- দেশের প্রথম জাতীয় বাঁশ উদ্যান অবস্থিত- সিলেট (উদ্বোধন-৬ জুন ২০১৩)
- জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত – আজিমপুর, ঢাকা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE)- ময়মনসিংহে অবস্থিত (প্রতিষ্ঠা-১৯৭৭)
- বাংলাদেশের এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা- জনসংখ্যা বৃদ্ধি
- জাতীয় কন্যাশিশু দিবস- ৩০ সেপ্টেম্বর
- জাতীয় আইন সহায়তা দিবস- ২৮ এপ্রিল
- জাতীয় জন্মনিবন্ধন দিবস- ৩ জুলাই (২০০৭ সালে প্রথমবারের মতো পালিত হয়)
জাতীয় দিবস
- ১ জানুয়ারি- জাতীয় গ্রন্থ দিবস
- ১০ জানুয়ারি- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৯ জানুয়ারি- জাতীয় শিক্ষক দিবস
- ২০ জানুয়ারি- শহিদ আসাদ দিবস
- ২৪ জানুয়ারি- গণঅভ্যুত্থান দিবস 1969
- ১ ফেব্রুয়ারি- জাতীয় কবিতা দিবস
- ২ ফেব্রুয়ারি- জাতীয় জনসংখ্যা দিবস ১৪ ফেব্রুয়ারি- সুন্দরবন দিবস
- ২১ ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১ ২৫ ফেব্রুয়ারি- পিলখানা হত্যা দিবস
- ২৮ ফেব্রুয়ারি- জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস
- ১ মার্চ- জাতীয় ভোটার দিবস
- ২ মার্চ- জাতীয় পতাকা দিবস
- ৬ মার্চ- জাতীয় পাট দিবস
- ৭ মার্চ— বঙ্গবন্ধুর ভাষণ দিবস
- ১১ মার্চ— প্রথম ভাষা দিবস বা জাতীয় দিবস
- ১৭ মার্চ- জাতীয় শিশু দিবস/বঙ্গবন্ধুর জন্ম দিন
- ১৯ মার্চ— স্বাধীনতার সশস্ত্র প্রতিরোধ দিবস
- ২৫ মার্চ- কালো রাত/গণহত্যা দিবস
- ২৬ মার্চ— স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস
- ২৬ মার্চকে ‘জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস’ ঘোষণা করা হয়- ১৯৮০ সালে
- ৩১ মার্চ— জাতীয় দুর্যোগ মোকাবিলা দিবস
- ১৭ এপ্রিল- মুজিবনগর দিবস
- ২৮ মে- নিরাপদ মাতৃত্ব দিবস
- ৭ জুন- ৬-দফা দিবস
- ২৩ জুন- পলাশি দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস
- ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
- ৩ জুলাই- জাতীয় জন্মনিবন্ধন দিবস
- ১০ জুলাই- মূসক দিবস
- ১৫ আগস্ট- জাতীয় শোক দিবস
- ১ সেপ্টেম্বর- বাংলাদেশ সিভিল সার্ভিস দিবস
- ১৫ সেপ্টেম্বর- জাতীয় আয়কর দিবস হয়
- ১৭ সেপ্টেম্বর- জাতীয় শিক্ষা দিবস
- ২৪ সেপ্টেম্বর- মীনা দিবস
- ২২ অক্টোবর- জাতীয় নিরাপদ সড়ক দিবস
- ২ নভেম্বর- জাতীয় মরণোত্তর ও স্বেচ্ছায় রক্ত দান দিবস
- ৩ নভেম্বর- জাতীয় জেলহত্যা দিবস
- ৪ নভেম্বর- সংবিধান দিবস
- ১২ নভেম্বর- জাতীয় দুর্যোগ দিবস
- ১৫ নভেম্বর- জাতীয় কৃষি দিবস (১ অগ্রহায়ণ)
- ২১ নভেম্বর- সশস্ত্র বাহিনী দিবস
- ১ ডিসেম্বর- মুক্তিযোদ্ধা দিবস
- ৩ ডিসেম্বর- বাংলা একাডেমি দিবস
- ৬ ডিসেম্বর— স্বৈরাচার পতন দিবস
- ৯ ডিসেম্বর- বেগম রোকেয়া দিবস
- ১৪ ডিসেম্বর- শহিদ বুদ্ধিজীবী দিবস [১৯তম বিসিএস]
- ১৬ ডিসেম্বর- বিজয় দিবস
FAQ
How to start BCS preparation?
Preparing for the Bachelor of Computer Science (BCS) program requires a combination of academic readiness, technical skills, and a strong foundation in computer science concepts. Here are some steps you can take to start your BCS preparation:
1. Understand BCS Requirements:
- Review the specific requirements for the BCS program at the institution you are interested in. Understand the core subjects and any prerequisites.
2. Develop Strong Mathematical Skills:
- Computer science often involves complex mathematical concepts. Strengthen your math skills, particularly in areas like algebra, calculus, and discrete mathematics.
3. Build a Strong Foundation in Programming:
- Start learning programming languages commonly used in computer science, such as Python, Java, or C++. Online platforms like Codecademy, Khan Academy, and freeCodeCamp offer introductory courses.
4. Learn Data Structures and Algorithms:
- Gain a solid understanding of fundamental data structures (arrays, linked lists, trees) and algorithms. Books like “Introduction to Algorithms” by Cormen, Leiserson, Rivest, and Stein can be helpful.
5. Explore Computer Science Concepts:
- Familiarize yourself with key computer science concepts like computer architecture, operating systems, databases, and networks. Online courses on platforms like Coursera, edX, and Udacity can provide in-depth coverage.
6. Engage in Coding Projects:
- Apply your programming skills by working on coding projects. This could include building simple applications, contributing to open-source projects, or solving programming challenges on websites like HackerRank or LeetCode.
7. Stay Informed:
- Follow industry news and trends in computer science. Subscribe to relevant blogs, podcasts, and journals to stay updated on the latest advancements.
8. Join Coding Communities:
- Participate in coding communities, both online and offline. Engage in forums like Stack Overflow, join coding meetups, and connect with fellow learners and professionals.
9. Practice Problem Solving:
- Develop problem-solving skills by regularly practicing coding challenges and puzzles. This helps improve your ability to think critically and logically.
10. Take Online Courses and MOOCs:
- Enroll in online courses and Massive Open Online Courses (MOOCs) related to computer science topics. Platforms like Coursera, edX, and Khan Academy offer a variety of courses.
11. Prepare for Entrance Exams (if applicable):
- Some institutions may require you to take entrance exams. Understand the exam format and content, and practice with sample questions if available.
12. Consider Internships or Work Experience:
- Gain practical experience through internships or work in related fields. This provides hands-on experience and enhances your resume.
13. Stay Organized:
- Create a study plan and set realistic goals. Break down your preparation into manageable tasks, and track your progress.
14. Seek Guidance:
- If possible, consult with current students, alumni, or professors in the BCS program for advice and insights.
15. Review and Revise:
- Regularly review what you’ve learned and revisit challenging topics. Practice is key to mastery.
Remember that the specific requirements and recommended preparation may vary based on the institution and the BCS program. Adjust your preparation plan accordingly and seek guidance from academic advisors if needed.