Renaissance Age
Renaissance Age

Age of Enlightenment in English Literature

Explore the Age of Enlightenment in English literature, a period marked by intellectual and cultural advancements, emphasizing reason, science, and humanism, profoundly influencing literary works and philosophical ideas in the 17th and 18th centuries. Discover key authors, themes, and their impact on modern thought.

Age of Enlightenment in English Literature or The Anglo-Saxon Period

Anglo-Saxon Period ইংরেজি সাহিত্যের প্রাচীনতম যুগ । একে Old English Periodও বলা হয় । ইংরেজি সাহিত্যের ঊষাকাল (The dawn of English Literature) হিসেবেও পরিচিত ।

বৈশিষ্ট্য (Key Features) 1. Heroic deeds (দুঃসাহসিক কাজকর্ম)
2. Love for sea adventure (সমুদ্র অভিযানের প্রতি ভালোবাসা)
3. Savagery (বর্বরতা)
4. Intense love for glory (গৌরবের প্রতি প্রচণ্ড ভালোবাসা)
5. Strong belief in Fate (ভাগ্যে প্রচণ্ড বিশ্বাস)
Old English Period
The Old Age এর
গুরুত্বপূর্ণ সাহিত্যিকবৃন্দ
1. Caedmon
2. Cynewulf
3. Adam Bede
4. King Alfred the Great
Old English Period

Old English Period এর প্রধান সাহিত্যিকবৃন্দ এবং তাদের রচনাবলি

Writers (সাহিত্যিকবৃন্দ) Works (রচনাবলি) Other information (অন্যান্য তথ্য)
Caedmon (কীডমন) 1. Genesis
2. Exodus
3. Judith
4. The Fall of Angels
5. The Temptation
6. The Harrowing of Hell
৭ম শতকের কবি ।
Anglo-Saxon যুগের মিল্টন হিসেবে পরিচিত ।
এই সাহিত্য কর্মগুলো Caedmon এর রচিত বলে ধারণা করা হয় ।
তিনি একজন Shepherd ছিলেন ।
Cynewulf (কেনেউলফ) 1. Christ II
2. The Lives of Saints
3. The Fates of Apostles
4. The Dream of the Rood
5. The Phoenis
 
Adam Bede (অ্যাডাম বেডে) 1. The Ecclesiastical History of the English People 1. তাকে Father of learning বলা হয় ।
2. First Historian in English (ইংরেজি সাহিত্যের প্রথম ঐতিহাসিক)
King Alfred the Great
(কিং আলফ্রেড দ্য গ্রেড)
1. Anglo-Saxon Chronicle (অ্যাংলো স্যাক্সন যুগের উল্লেখযোগ্য গদ্য)
2. The Consolution of Philosophy
1. King Alfred the Great কে Founder of English Prose বলা হয়।
Anonymous (অজ্ঞাতনামা) (Poems) 1. Beowulf
2. The Wanderer
3. The Seafarer
4. The Wife’s Complaint ( অভিযোগ)
5. Nibelungenlied (বীরোচিত কাব্য)
Beowulf was one of the first long poems in English (দীর্ঘতম ইংরেজি কবিতা ! এই কবিতার ৩,১৮২ লাইন ছিল) [Elegy]
Old English Period
The Middle English Period (1066-1500) মধ্যযুগ (১০৬৬-১৫০০) • এই যুগকে ৩ ভাগে ভাগ করা হয় ।
(a) Anglo-Norman Period (1066-1340)
(b) Age of Chaucer (1340-1400)
(c) Dark Age (1400-1485)
Middle English Period 1400-1485 পর্যন্ত তেমন কোন তথ্য পাওয়া যায় না বলে এই সময়কে Dark Age / Barren Age বলা হয় ।
বৈশিষ্ট্য (Key Features) 1. Love (ভালবাসা)
2. Chivalry (বীরধর্ম)
3. Religion (ধর্ম) এবং Church কেন্দ্রিক সাহিত্য
4. অনুবাদ নির্ভর সাহিত্য
The Middle English Period এর গুরুত্বপূর্ণ সাহিত্যিকবৃন্দ 1. Geoffrey Chaucer
2. Sir Thomas Malory
3. William Langland
4. Jhon Wycliffe
5. Dante
6. Jhon Gower
Middle English Period

Mystery play (Play on Biblical stories), Morality play (Allegorical play on Christian life) এবং Interlude (short entertaining play) লেখা শুরু হয় ।

Geoffrey Chaucer জিওফ্রে চসার (১৩৪৩-১৪০০) # Chaucer 14th century (১৪ শতক) এর বিখ্যাত কবি ছিলেন ।
# The social condition of the Age of Chaucer was Famine Stricken (পর্যায়ক্রমিক দুর্ভিক্ষ ও কালাজ্বরের ব্যাপক মৃত্যুহারের ফলে এ যুগের সামাজিক অবস্থা অনুকূলে ছিল না) ।
Chaucer এর উপাধিগুলো হল:
1. Father of English Poem/ Poetry.
2. Father of English Language.
3. Father of English Literature.
4. Morning Star of Renaissance.
সাহিত্যকর্ম 1. The Canterbury Tales
2. The Nun’s Priest’s Tale
3. ‘Roman de la Rose’ or ‘The Romance of Rose’
4. Troilus and Criseyde
Middle English Period
Age of Enlightenment in English Literature

John Wycliffe জন ওয়াইক্লিফ (১৩২৪-১৩৮৪)

  • বাইবেলের প্রথম ইংরেজি অনুবাদক ।
  • উপাধি: 1. Father of English Prose; 2. Morning Star of Reformation; 3. Evening star of Scholasticism.
  • সাহিত্যকর্ম- অনুবাদ করেন -1. The Holy Bible (ল্যাটিন থেকে ইংরেজীতে); 2. The New Testament

Sir Thomas Malory স্যার থমাস মালরী (১৪০৫-১৪৭১)

পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম: Morte D’ Arthur

Dante দান্তে (১২৬৫-১৩২১)

Dante কে Father of the Italian Language বলা হয় ।

পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ রচনা The Divine Comedy (Epic)

William Langland উইলিয়াম ল্যাংল্যান্ড (১৩৩২-১৪০০)

পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ রচনা Vision of Piers Plowman (Poem)

রেনেসাঁ পূর্ব মধ্যযুগের ইংরেজি নাটকের ধরণ :

  • মধ্যযুগে ধর্ম, ধর্মীয় রীতি-নীতি, স্বর্গ-নরক ভিত্তিক কয়েক ধরনের নাটক (Plays) লেখা হত যেমন:

1. Mystery Plays [ এই নাটকগুলোতে বাইবেল থেকে গল্প নেওয়া হয়েছে]

2. The Miracle Plays [সাধুদের (Saint) জীবন ও কর্ম (action) নিয়ে লেখা]

3. Morality Plays [নৈতিকতা নির্ভর নাটক],

4. Farces [অতিরঞ্জিত ঘটনাবহুল, দর্শককে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে Comedy ধাঁচের নাটক]

  • গদ্য (Prose) এবং কাব্য (Poem) এর পর নাটক (Drama) এর উৎপত্তি ঘটে এই সময় ।
  • মধ্যযুগে ইংল্যান্ডে বিশপরা (Bishops) গ্রামীণ পর্যায়ে নাটককে পরিচয় করিয়ে দিতে অবদান রেখেছিলেন ।

রেনেসাঁ যুগের সাহিত্য (১৫০০-১৬৬০)

Renaissance Age (1500-1660) রেনেসাঁ অর্থ ‘Rebirth’ or ‘Revival of Learning‘ অথবা ‘নব জীবন’/ ‘নবজাগরণ’/ পুণর্জাগরণ’। রেনেসাঁ শুরু হয় পরবর্তীতে ইতালির ফ্লোরেন্স শহরে । ইউরোপ জুড়ে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সঙ্গীত, ভাস্কর্য প্রভৃতি জ্ঞানের ক্ষেত্রে নব জাগরণে জোয়ার শুরু হয় । গ্রীক ও রোমান শিল্পের পুনর্জন্মই হল রেনেসাঁ। বিভিন্ন Political ruler-দের নামানুসারে period কে চারটি shorter age এ ভাগ করা হয়েছে । যথা:
i. Elizabethan Age (1558-1603)
ii. Jacobean Age (1603-1625)
iii. Caroline Age (1625 – 1649)
iv. Commonweath Age (1649 – 1660 )
বৈশিষ্ট্য (Key Features) Humanism (মানবতাবাদ)
Secularism (ধর্মনিরেপক্ষতা)
Classical and mythological Tradition (ধ্রুপদী প্রথা)
Science (বিজ্ঞানের প্রভাব)
Individual dignity (ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ) রেনেসাঁ যুগ
Renaissance Age -এর গুরুত্বপূর্ণ সাহিত্যিকবৃন্দ 1. Sir Thomas More
2. Sir Thomas Wyatt
3. Henry Howard Hugh Latimer
4. Nicholas Udall
5. Sir David Lyndsay Thomas Sackville
6. William Tyndale
7. George Gascoigne
8. John Heywood
Renaissance Age

Sir Thomas More স্যার থমাস মুর (১৪৭৮-১৫৩৫)

Sir Thomas More স্যার থমাস মুর (১৪৭৮-১৫৩৫) 1. থমাস মুর লন্ডনে জন্মগ্রহণ করেন ।
2. তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন ।
গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম 1. The Utopia – 1516
2. Biographics
3. Discussion on Political Subject
4. Sublimation of souls
5. History of Richard The Third
Renaissance Age

ছন্দে ছন্দে জয়কলি’র শর্ট টেকনিক

‘Utopia’ য় বসে Thomas More এর সাথে আমার ‘Discussion on Political Subject’ হলো । সেই সাথে আমরা ‘History of Richard The Third’ এর ‘Biographics’ আলোচনা করে দেখলাম কেন তার ‘Sublimation of souls’ হল।

Summary of Utopia

চরিত্রসমূহঃ

  • More (মুর)
  • Raphael Hytholday (রাফায়েল হাইথলডি)
  • Peter Giles (পিটার গিলস)

Summary of Utopia:

The Utopia উপন্যাসের দুইটি অংশ । প্রথম অংশ বই-১ (Book-1) এবং দ্বিতীয় অংশ বই-২ (Book-2) । এই উপন্যাসের ‘১ম অংশে দেখা যায় প্রধান চরিত্র মুর (উপন্যাসের চরিত্র), তার বন্ধু গিল এবং নতুন বন্ধু হাইথলডি মিলিত হয় । এই সাক্ষাৎকারে হাইথলডি তৎকালীন ইংল্যান্ডের কার্য ব্যবস্থা, শাস্তির ধরন (Penal Code) সম্পদের অসম বন্টন ইত্যাদি সহ সমাজের নেতিবাচক দিকের সমালোচনা করেন । দ্বিতীয় অংশ Book-2 এ হাইথলডি যিনি একজন ভ্রমন পিপাসু Utopia নামক একটি দ্বীপ রাষ্ট্রের কথা বলেন । এখানে তিনি Utopia এর ভৌগোলিক, রাজনৈতিক অবস্থা, সম্প্রদায়, পরিবার, বিয়ে, শিক্ষা ও সমাজ ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা দেন । এছাড়াও সেখানকার আদর্শিক সরকার ব্যবস্থা, আইন, সম্পদ প্রভৃতি নিয়ে বর্ণনা দেন । তিনি বলেন যে Utopia এর জনসাধারণ শান্ত (Calm) এবং সৎ (honest)।

Sir David Lyndsay স্যার ডেভিড লিন্ডসে (১৪৯০-১৫৫৫)

পরীক্ষায় আসার মতো সাহিত্যকর্ম

• The Complaint

• The Dreme (Poem)

Summary of The Dreme

The Dreme কবিতায় কবি Hell (নরক) এ গিয়ে দেখলেন সেখানে পোপ, রাজা, বিশপ, আর্চ, কার্ডিনাল মিলিত হয়েছেন এবং গরীব দুঃখীদের শোষণ করার পরিকল্পনা করেছেন । কবি এর পর স্কটল্যান্ডে ফিরে গিয়ে গরীবদের দুর্দশা দেখতে পেলেন । এসবের বিরুদ্ধে তিনি কলম ধরলেন যদিও শাসনকর্তাদের তোপের মুখে তার মৃত্যু হল । তবুও তিনি তার লেখার মাধ্যমে উপযুক্ত জবাব দিতে পেরেছিলেন ।

Sir Thomas Wyatt স্যার থমাস ওয়াট (১৫০৩-১৫৪২)

  • তিনি পেত্রার্ক (Petrach) ধরনের সনেট (Sonnet) লিখতেন ।

পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ Tottel’s Miscellany (Their sons And Sonnet)

William Stevenson উইলিয়াম স্টিভেনসন (১৫৩০-১৫৭৫)

  • তিনি কবি ও নাট্যকার ছিলেন

পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ সমূহ

  • Gammer Gurton’s Needle (Comedy) [এই নাটকে Diccon নামক চরিত্র Gurton এর বাড়ি থেকে মাংস চুরি করেছিল]

Elizabethan Age এলিজাবেথান যুগ (১৫৫৮-১৬০৩)

Elizabethan Age England-এর রানি Elizabeth I-এর নামানুসারে এই Age-এর নামকরণ করা হয়েছে । এলিজাবেথান যুগ অন্য যে নামে পরিচিত :
1. The Golden Age of English Literature
2. Glorious Period of Literature or Drama
3. এই যুগকে A Nest of Singing Birds বলা হয় ।
4. এই যুগ থিয়েটার ও শেক্সপিয়ারের নাটকের জন্য বিখ্যাত
বৈশিষ্ট্য (Main Features) 1. Humanism (মানবতাবাদ)
2. The Reformation (পুনঃসংস্কার)
3. Nationalism (জাতীয়তাবাদ)
4. New Invention (নতুন আবিষ্কার)
5. Religious Tolerance (ধর্মীয় সহিষ্ণুতা)
6. Greek ও Roman (জ্ঞান প্রভাব বিস্তার করেছিল)
সাহিত্য কর্ম 1. Lyric Poetry
2. Sonnet Poetry
3. Blank verse ও Satire এর ব্যবহার
4. Tragedy ও Comedy এর উৎকর্ষ সাধন
5. কবিতায় Spenserian Stanza এর ব্যবহার
6. Elizabethan Tragedy মূল কেন্দ্র ছিলো Revenge
7. ইংল্যান্ডের প্রথম থিয়েটার শুরু ১৫৭৬ সালে
Elizabethan Age এর সাহিত্যিকবৃন্দ 1. Sir Philip Sidney
2. Samuel Daniel
3. Robert Greene
4. Thomas Kyd
5. Thomas Lodge
6. Francis Bacon
7. William Shakespeare
8. Henry Vaughan
9. Thomas Hobbes John Lyly
10. George Peele
11. Christopher Marlowe
12. Jeremy Taylor
13. Ben Jonson
14. Cyril Tourneur
Elizabethan Age

Edmund Spenser এডমান্ড স্পেন্সার (১৫৫২-১৫৯৯)

  • Title: The Poet of Poets
  • Second Father of English Poetry
  • তিনি একজন কবি ছিলেন

পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম

  • The Faerie Queene
  • The Shepherd’s Calender
  • Astrophel
  • Amoretti

ছন্দে ছন্দে জয়কলি’র শর্ট টেকনিক

‘Astrophel”Amoretti’ ‘Shephard’s Calender’এ বসে Faerie Queene এর গল্প শুনছেন।

Check Also

The Renaissance Period (1500-1660 )

The Renaissance Period (1500-1660 )

The Renaissance Period is the most important period in the History of English literature। ইংরেজী সাহিত্যের ইতিহাসে রেনেসাঁর ভূমিকা খুব বেশি পরিলক্ষিত হয় চসারের মৃত্যুর কিছুকাল পর থেকে। একথা বললে হয়ত খুব বেশি বলা হবে না যে, তিনি ইংরেজী সাহিত্যের রেনেসাঁর প্রথম বিকাশ ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *