Prepare effectively for the NTRCA exam with our Bangla to English translation. Accurately translate study materials, guides, and practice tests to enhance your understanding and improve your chances of success.
- সে গভীর রাতে পড়তে অব্যস্ত হয়ে পড়েছিলো He got used to reading aty late night.
- লোকটির কান পাতলা The man is credulous
- গত সপ্তাহে আমার কোনো অবসর ছিলোনা I have been on the go for last week
- আল্লাহ তোমার মঙ্গল করুন May Allah bless you
- স্বাধীনতা যুদ্ধে আমরো অংশ ছিলো I also took part in our freedom fighting
- হলুদ এবং নীল মিলে সবুজ রঙ হয়yellow and blue makes greeen colour
- আমি তার সাথে কথা বলি নাI am not on speaking terms with him
- সে আনন্দে আত্নহারা হয়ে গেলোHe was beside himself with joy.
- তুমি তাকে কতটা বুদ্ধিমান মনে করো How much intelligent do you think he is?
- তুমি আমাকে এটি আগে দিতে পারলে ভালো হতো Translate it Bangla to English: । It ould have been better if you could give it to me earlier.
- তার জন্য জায়গা করে দাও Make room for him
- সে গতকাল বাড়ি এসেছে Translate it Bangla to English: He came home yesterday
- আমি অল্পকাল সেখানে ছিলামI was there for a short time
- মিনা বল যে, সে অসুস্থ Meena said that she was ill
- সে ভাত না খে কেবল পানি খায়He drinks water without having rice
- ঝমঝম বৃষ্টি আসিলো The rain came down in torrents
- মেয়েটি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করে The girls like to read than writing
- গাছ গুলো দিনে দিনে লম্বা হচ্ছে The trees are growing talller day by day
- তাকে তার প্রাপ্য মিটিয়ে দাও Let him have his due
- তোমা এই কাজ করা উচিৎ ছিলো You should have done this work
- আর কে কে ওকানে উপস্থিত ছিলো? Who else were present there?
- ববার শত্রু নেই Translate it Bangla to English: Closed mouth catches no fly.
- তার একদম স্কুলে যেতে ইচ্ছে করছিলো না She did not at all feel like going to school.
- তুমি কি কাল মাথা কামিয়েছো ? Did you shave your hair off yesterday ?
- ট্রেনটি ঢাকা যাবে The train is bound for dhaka
- সে আমার আপন ভাই He is my own brother
- আমার লিখিবার কলম নাই I have no pen to write with
- আমি তাকে দিয়ে কাজটি করালাম I made him do the work
- জীবন পুষ্পশয্যা নয় Translate it Bangla to English: Life is not a bed of roses
- জ্ঞানীরা বেশি কথা বএন না The wise do not talk much
- দাঁড়াও আমি এখনি আসছি Wait, I am coming
- লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো The man came to me laughing
- শিশুটি কাদতে কাদতে আমার কাছে এলো The child came to me crying
- বরং মরিব আমি তবু চুরি করিব না I would rather die than steal.
- নিজের কাজে মন দাও Mind your own business.
- সে এক সপ্তাহ যাবত অসুস্থ। He has been ill for a week.
- সময় শেষ হিয়েছে Translate it Bangla to English: Time is over.
- এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম Struggle this time is the struggle for liberation
- তোমার পশুত্ব দমন করো cath the animal in you
- চতুরের কাছে চতুরালি Greeek meets a greek
- আমি চেষ্টার আর কিছু বাঁকি রাখিনি I have left no stone unturned
- সে শুধু বোকা নয় বাচালও বটে He is not only foolish but also talkative
- তুমি ক্ষনো বিদেসে গিয়েছো?Have you ever beeen to abroad
- তিনি কদাচিটত মিথ্যা কথা বলেন He seldom tells a lie
- আমি না হেসে পারলাম না I could not but laugh
- মাছ উড়তে পারে না, পারে কি? Fished cannot fly, can they?
- কুকুর থেকে সাবধান Beware of dogs!
- সময় এখন প্রতিকূলে The boot on the other leg.
- শুনা কথা বিশ্বাস করিও না Do not believe in hearsay.
- এ বিধানটি আরো তিন মাস চালু থাকবে। This act will remain in forece for three months more
- তার মজার গল্প শুনে ছেলেরা প্রায় হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে Translate it Bangla to English: Listening to his comic story, the boys were almost rolling with laughter.
- বইটি আমার, নোটটি তোমার I own the book, you own the note.
- তিনি স্বীয় উদ্দেশ্য সাধনের জন্য আপনার আনুগত্য করেন। He dances attendace on you that he may achieve his own end.
- আমাদের লাভের চেয়ে লোকসান বেশি হলো We lost more than we gained.
- বইটি কেমন কাটছো How is the book selling?
- মানুষ চায় তেমনই পায় As men want so do the get.
- সাকিব সুন্দর গান গাইতে পারে। Sakib can sing well.
- বাক্যটি কেটে দাও Translate it Bangla to English: Pen through the sentence.
- মেয়েটি নাচিতে নাচিতে চলিয়া গেলো The girl went away dancing.
- বঙ্গবন্ধু বক্তৃতায় অদ্বিতীয় ছিলেন As an orator Bangabondhu was second to none
- স্বপ্ন হলো তাই, যা তোমাকে ঘুমাতে দেয় না Its dream which doesn’t lt you sleep
- None has et been held n the case মামলায় এখনো কাউকে ধরা হয় নি।
- মীর মশাররফ হোসেন ছিলেন বিচিত্রধর্মী লেখক Mir Musharraf hussain was a versataile writer
- দেখতে দেখতে দশটি বছর পেরিয়ে গেলো Ten years have been passed in twinkling of eye.
- সে আশি বছর বেচে ছিলো He lived to be eighty
- হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে Translate it Bangla to English: I have been travelling the way of the world for thousand years.
- আমার মাথা ঘুরছে I feel griddy
- গরু ঘাস খেয়ে বাঁচে The cow lives on grass.
- আজ সে কেমন আছে? How is he today?
- The task is quite impossible to bbe done. কাজটা করা একেবারে অসম্ভব।
- কারণ ছাড়াই তাকে অব্যাহতি দেয়া হলো He was dismissed without any rhyme and reason
- ঢাকা কোন দেশের রাজধানী Which country is Dhaka capital of?
- সকাল থেক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে It has been drizzling since morning
- সে আমার মনের মত লোক He is a man after my heart.
- তেল পানিতে ভাসে Oil floats on water
- কর্তিপক্ষ তাকে তিরস্কার করলো The authority took him to task.
- সে তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প He is out for your blood
- তাকে আমার অসহ্য লাগে I am sick of him
- আমার তিলমাত্র সময় নেই I cannot spare an instant / I cannot spare a moment.
- কখনো অপরের নিন্দা করো না Never speak ill of others.
- সে নিরবে কাদতে লাগলো He started weeping silently.
- ছেলেটি তার পিতার মত The boy takes after his father
- সে হাড়ে হাড়ে বদমায়েশ Translate it Bangla to English: He is wicked to the backbone
- ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট The boy is wicked to the backbone
- ঘটকালীতে শীলার জুড়ি নেই For match making Sheela is on her own.
- He is a roughe from bone to bone সে হাড়ে হাড়ে দুষ্ট
- বাতাস পড়ে গেলো The wind suddenly dropped
- সে খুব কষ্টে দিনতিপাত করছে He is very hard up now
- আমি না, তুমি বন্রং কাজটি শেষ কর I would rather you finished the job
- ও হাসতে চাইলে হাসুক Let it be so if he wants to laugh
- বাইরে যাওয়ার সময় তুমি বরং সোয়েটার পরে যাও You had better weara sweater when you go out.
- মোটের উপর তারা সকলেই সুখী On the whole all of them are happy.
- অভিজ্ঞতা লাভের জন্য তোমার চাকুরিটি নেওয়া উচিৎ You should accept this job to cut your teeth on
- আমি তোমার জায়গা হলে ঝুঁকিটি নিতাম না। If I were in your shoes, I would not have taken the risk.
- শোঁ শোঁ করে বাতাস বইছে। Translate it Bangla to English: The wind is howling.
- সে চারপাশে পানীয় ক্রয় করছিলো। He stood drinks all round
- অবশেষে সে পুলিশের কাছে ধরা দিলো। Sweet are the uses of adversity
- বাচ্চাকে গোসল দাও At alst he surrendered to the police
- এই অংকটি শক্ত This sum is hard
- সে তোমাকে দিয়ে এটি করাতে পারে He can make you do this
- সে ভালো খেলোয়াড় হবে। He wil make a good player
- বইটি পোকায় কেটেছে Moths have eaten into the book
- সে অত্যন্ত ধুর্ত Translate it Bangla to English: He is very cunning
- এখন অনেক রাতIt is deep night now
- জনগণ নেতাকে জায়গা করে দিলো The crowd made way for the leader.
- তারা সারা সন্ধ্যায় প্রায় কোনো কথা বলেনি They had hardly spoken all evening.
- সে কেবল হাসতে লাগলো He did nothing but laugh
- রাকিব সাতার কাটতে জানে Rakib knows how to swim
- আকাশে মেঘ জমেছে Clouds have gathered in the sky
- আমি কাজটি দ্রুত সমাধা করেছি I have finished the work in no time.
- সে নিজেকে পরবর্তী নেতা হিসেবে ভাবল He swas himself the next leader
- সেটি বলার কোন অধিকার তার নেই He has no business to say that
- রোগীওটি শীঘ্রই আরোগ্য লাভ করবেThe patient will come round soon
- সে কি চিরতরে দেশ ছাড়লো? Did he leave the country for good.
Bangla to English translation
- অন্যের দোষ ধরা সহজ– It is very easy to find fault with others
- সমাজ বিরোধীরা এখনো ধরা ছোয়ার বাইরে- Tha anti-Socials are still at large.
- তিনি কেমন লোক? Translate it from Bangla to English: What is he like?
- আমি যদি তোমার জায়গায় হতাম- If I were in your shoes.
- ভাই ভাই ঠাই ঠাই- Brothers will part.d
- তাহার বুদ্ধি বড় মোটা He is a blockhead.
- এই বছরে শীত পড়েছে Translate it Bangla to English: It is very cold this year.
- মৃত্যুর সময় অসময় নেই Death follows no time table.
- তোমার পরনের শাড়ীটি খুব সুন্দর The sharee on you is very beautiful
- তারা এবার উচ্চ মাধ্যমিক পরিক্ষা দিয়েছে। They have taken HSC exam this year.
- আজ খুব ঠান্ডা, তাই না? It is very cold this day, isn’t it?
- আমি তাকে ব্যাপারটিতে ব্যবস্থা নিতে বলেছি I asked him to move in the matter
- শরতকালে গাছের পাতা ঝরে যায় A tree sheds its leaves in autumn
- তিনি কঠিন লোক He is a hard nut to crack
- আমি তোমাকে শিক্ষা দিএ ছাড়ব I will teach you a lesson.
- সে তাঁর টাকা খুরচ করতে চায় না He hates to part with his money
- তুমি কি তাঁর নাম মনে করতে পার? Can recall his name?
- পরিস্থিতির চরম অবস্থায় পৌছেছে The situation has come to the head.
- ছেলেটি শিক্ষক হতে বদ্ধ পরিকর The boy is set on becoming a teacher.
- সে তাঁর বন্ধুর সঙ্গে ঝড়া করেছে He is not in the good term with his friend.
- সে আমাকে গালাগালি করল Translate it Bangla to English: He calls me names.
- তাঁর কাছে অজস্র অভিযোগ করা হল He is bombarded with complaints.
- আগুন নিভে গেছে Translate it Bangla to English: The fire is out.
- বাইরের ঠাট বজায় রাখা To keep up the appearance.
- গাছে এখনও ফল ধরে নাই The tree has not yet borne fruit.
- মেয়েটি ভূতাবিষ্ট The girl is possessed.
- সবকিছু ঠিকঠাক আছে তো? Is everything in order?
- কেন তুমি আমাকে এড়িয়ে চলছ? Why do you fight sight of me.
- বিচারানুষ্ঠানটি গোপনে পরিচালিত হয়েছিলো The trial was held in the camera.
- গত সাত দিন আমি কর্মব্যস্ত ছিলাম I have been
- আমি তাকে কখনো কাছ থেকে দেখার সুযোগ পাই নি I never got him to see close at quarters.
- ঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সংগে ভিন্নমত পোষণ করব On that question I must part company with you.
- তুমি কি ইংরেজিতে কোনো ছেলেভুলানো ছড়া জানো ? Do you know any nursery rhyme in English.
- ট্রেনটি দেরিতে আসায় আমার অনেক অসুবিধা হলো I was much put out of the late arrival of the train.
- আমি তাকে বুঝাতে চেষ্টা করব I will try to make him to understand.
- পুষ্টিকর খাদ্য স্বাশ্তের জন্য ভালো Nutritious food is good for health.
- সে তাঁর ভাইয়ের মতো লম্বা নয় He is not as tall as his brother.
- আমি তাঁর কথা মনে করতে পারছি না I cannot remember him.
- তাঁর সাথে আমার সুসম্পর্ক নেই I am not in the good term with him.
- রাজশাহীতে প্রচুর আম জন্মে- Mangoes grow in plenty in Rajshahi
- কি করে অংকটি করতে হয় তা তিনি আমাকে দেখানে He showed me how to do the sum.
- সেই কনকনে শীতে আমি কাপিতে লাগিলাম I began to tremble in that cold.
- গ্রাম খানি মঘে ঢাকা The village is covered with clouds.
- আমি তাকে অনেক দিন থেকে চিনি I have known him for a long time
- আমি তাকে দুবছর যাবত চিনি- I have know him for two years
- সৌভাগ্য ক্রমে পরের বাসে আমি উঠতে পেরছিলাম Fortunately I managed the next bus.
- সে ভাত না খেয়ে কেবল পানি খায় He drinks water without having rice.
- তিনি রাগে গরগর করছেন He is bursting in anger.
- দলনেতা ধরা পড়েছে The ring leader was caught.
- নেতা কার্যকর বক্তৃতা দিলেন The leader gave a telling speach.
- নদীটি খবই গভীর The river is very deep.
- সে খুবই আবেগপ্রবণ He is very emotional.
- সকালে পাখিরা কিচিরমিচির করে Birds twitter down.
- তুমি বরং তাকে এখানে পাঠাও You had better send him here.
- তারা ঘোর বিবাদমান ছিলো They are at dagger’s dawn.
- আমি তাকে দীর্ঘ দিন ধরে চিনি I have known him for a long time.
- সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই Man is measure of all things.
- আমার বমি বমি লাগছে I feel nausea.
- এ বেঞ্চে কোন জায়গা নাই। There is no room in the bench.
- সে বড় হচ্ছে Translate it Bangla to English: He is growing
- কখন থেকে বৃষ্টি হচ্ছে? How long is It raining
- চোরটি হাতেনাতে ধরা পড়েছিলো The theif was caught red handed.
- পাঁচ টাকা হলেই চলবে Five taka will do.
- তার হাতে লেখা কাঁচা His hand writing is bad.
- জাহাজটিতে বোমা নিক্ষেপ করা হলো The ship was scuttled
- আমি এ থেকে কিছুই বুঝলাম না I can make neither head nor tail of it
- আমিই দোষী Translate it Bangla to English: It is I who am guilty.
- এই সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছিলো This news appeard in the newspaper.
- ঘন্টা বাজার পূর্বে ট্রেনটি ছাড়িয়া দিলো The train had left before the bell rang.
- সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে It has been drizzling since morning
- এটা ব্যর্থতায় পর্যবসিত হলো। It resulted into failures.
English to Bangla translation is very important in chapter job preparation. Most of the competitive exams have some questions on translation. So if you are a job candidate you should keep sound knowledge of Bang to English and English to Bangla language translation.