general knowledge
general knowledge

General Knowledge (GK) International Affairs; Last Edition 2023

Discover a world of fascinating facts and insights with our comprehensive guide to general knowledge. From history and science to culture and technology, expand your understanding and satisfy your curiosity with well-researched information and engaging content. Perfect for trivia enthusiasts, lifelong learners, and anyone looking to broaden their intellectual horizons.

International Affairs-general knowledge

  • ইতার, তাস রাশিয়ার সংবাদ সংস্থা ১লা সেপ্টেম্বর ১৯০৪
  • সিরিয়া ও পাকিস্থানের সংবাদ সংস্থা-SANA
  • ব্লাক ফরেস্ট অবস্থিত জার্মানীতে।
  • টংগাস ফরেস্ট অবস্থিত যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে।
  • নিউ ফ্রিডম গ্রন্থের রচিয়তা উড্রোউইলসোন।
  • Four freedon speech-ফ্রাংকলিন ডি রুজভেল্ট। (GK)
  • আধুনিক গনতন্ত্রের সুতিকাগার ব্রিটেন।
  • OIC প্রথম মহাসচিব টেংকু আব্দুল রহমান।
  • মহাত্না গান্ধী উপাধী প্রদান করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  • WHO এর সদর দপ্তর জেনেভা ৪ এপ্রিল ১৯৪৮ সালে গঠিত হয়।
  • সুয়েজখাল ভূমধ্যসাগর কে লোহিতসাগরের সাথে যুক্ত করেছে।
  • আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে লোহিত সাগর।
  • জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ডব্লিউ হ্যারিসন।
  •  সীন নদীর তীরে প্যারিস অবস্থিত। (GK)
  • কানাডার অটোয়া লরেন্স নদীর তীরে অবস্থিত।
  • বসনিয়া ও সার্বিয়াকে বভক্তকারী নদীর নাম-দ্রিনা।
  • জাতিসংঘে ঘোষিত বিশ্ব শাস্তি দবস ২৭ এ সেপ্টেম্বর।
  • ফ্রান্সের পূর্ব নাম দিপন, জাপানের পূর্ব নাম নিপ্পন।
  • ডের্নমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়।
  • ব্লাক ফরেষ্ট জার্মানিতে অবস্থিত।
  • কুনাইন তৈরি হয় সিনকোন গাছ হতে।
  • পারস্য উপসাগরে আঞ্চলীয় জোটের নাম -জিসিসি
  • কঙ্গো প্রজাতন্ত্রের নাম -জায়ারে ট্রাফালগার স্কয়ার লন্ডনে অবস্থিত।
  • ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়-১৮৫৩ সালে।
  • রয়টার্স যুক্তরাষ্টের একটি সংবাদ সংস্থা-১৮৫১
  • পারস্য উপসাগরীয় দেশ-১০ টি।
  • বিশ্ব খাদ্য দিবস ১০ অক্টোবর। (GK)
  • বিশ্ব ডাক দিবস ৯ অক্টোবর, বাংলাদেশ সদস্য লাভ করে ১৯৭৩ সালে।
  • উরোপীয় ইউনিয়ন গঠিত হয় রোম চুক্তির সময় ১৯৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি, আর প্রতিষ্ঠিত হয় ১লা জানুয়ারি ১৯৫৮।
  • খেলাধুলা সংক্রান্ত সর্বোত্তর আদালত– সুইজারল্যান্ড (কোট অব আরব্রিটেসন-১৯৮৩/৮৪) (GK)
  • বার্মার নাম পরিবর্তন করে মিয়ানমার রাখা হয়– ১৮৩৯ সালে।
  • লুফথানসা জারররমানির বিমান সংস্থা।
  • ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়-১৮১৫ সালে।
  • FIFA-১৯০৪ সালে প্রতিষ্ঠিত, সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখে।
  • জুলি ও কুড়ি একজন বিখ্যাত বিজ্ঞানী।
  • আজরবাইজানের রাজধানী বাদদাদে। (GK)
  • দক্ষিণ ভারতের আদি আদিবাসীদের দ্রাবিড় বলে।
  • আজাদী স্কয়ার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত।
  • ৭-সিস্টার– (আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুনাচল, মনিপুর, মেঘালয় ও মিজোরাম)।
  • রাশিয়ার ইউরি গ্যাগরিন হলেব মহাকাশের প্রথম নভোচারী।
  • Statue of peace– জাপানের নাগসিকাতে। (GK)
  • রোমান সংখ্যাঃ M=1000, D=500, C=100, L=50 (shor cut LCD Monitor: 50,100,500,1000)
  • হোয়াইট হাইসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট– জন এফ কেনেডি।
  • পৃথিবীর দীর্ঘতম নদী, নীলনদ। প্রশস্ততম নদী-আমাজন।
  • ১৯৮১ সালে প্রথম যুক্তরাষ্ট্রে এইডস ধরা পরে।
  • মহাত্না গান্ধী সম্পাদনা করতেন– “দি কনিকেল” ও “ইন্ডিয়ান অপিনিয়ন” নামক দুইটি পত্রিকা।
  • চির শাস্তির শহর, নীরব শহর, সাত পাহাড়ের শহর-ইতালির রোম কে বলা হয়।
  • শ্রীলংকা একটি দ্বীপ দেশ। ভূটান হল ভূবেষ্টিত (খধহফ ষড়পশ) দেশ।
  • আরব বসন্ত সূচনা হয় তিউনিশিয়ায়-১৪ জুলাই ২০১১।
  • সোভিয়েত ইউনিয়ান বিল্পতি হয়– ১৯৯১ সালে ২৫ ডিসেম্বর। (GK)
  • ওপেক প্রতিষ্টিত হয়-১৯৬০ সালে ১৪ সেপ্টম্বর, বর্তমান সদস্য-১৪ টি (সর্বশেষ নিরিক্ষীয় গিনি)
  • নিশ্চুপ সড়ক শহর, দ্বীপের নগরী ও আদ্রিয়াতিকের রানী, পত্নী বলা হয় ইতালির ভেনিসকে।
  • আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ– ৩ বছর। বিচারকদের মেয়াদকাল-৯ বছর। বর্তমান সভাপতি– ফ্রেন্সের রানী আব্রাহাম।
  • পূব শামদেশ নাম ছিল– থাইল্যান্ডে অর্থ মুক্তভূমি।
  • মিয়ানমারের পূর্ব নাম-ব্রক্ষ দেশ মালায়শিয়া-মালয়
  • জিম্বাবুয়ের পূর্ব নাম-রোডশিয়া। (GK)
  • নেলসোন মেন্ডেলা মারা যান-৫ ডিসেমবর ২০১৩।
  • গণতন্ত্রই শ্রেষ্ট ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা লর্ড ব্রাইস।
  • কাবাডি খেলা প্রথম শুরু হয় জাপানে।
  • তুরস্ক ও ভাটিকান সিটির মুদ্রার নাম লিয়া।
  • সমুদ্রপৃষ্ট থেকে এভারেস্টের উচ্চতা ৮৮৫০ মি/২৯০৩৫ ফুট
  • সাহিত্যে নোবেল জয়ী নারীর সংখ্যা ১৪ জন।
  • ডেনমার্ক প্রথম জাতীয় পতকা ব্যবহার করে।
  • প্রথম নোবেল জয়ী নারী মাদার কুরী ১৯০৩ সালে পদার্থে
  • শ্বেত হাতির দেশ হিসেবে পরিচিত-থাইল্যান্ড
  • সূর্যদয়ের দেশ বলা হয় জাপানকে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার নিকট থেকে আলাস্কা দ্বীপটি ক্রয় করে।
  • বাহাম দ্বীপপঞ্জের রাজধানী-নাসাউ
  • বার্লিন দেয়াল নির্মাণ করা হয়-১৯৬১ সালে ভাগ হয় ১৯৮৯ সালে।
  • আধুনিক অলিম্পিকের জনক-ব্যারন দ্যা কুবার্তা।
  • ট্রাফালগার স্কয়ার লন্ডনে অবস্থিত। (GK)
  • ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইন মার্কিন যুক্তরাষ্ট্র।
  • সিয়াচেন হিমবাহ কথাও অবস্থিত-কাশ্মিরে।
  • বিষ মাদক বিরোধী দিবস– ২৬ জুন
  • বিশ্ব পোলিও টীকাদান কর্মসূচী শুরু হয়-১৯৮৮ সাল থেকে।
  • নেলসন মেন্ডেলা কে আজীবন কারাদন্ড দেওয়া ১৯৬৪-১৯৯০।
  • মার্কিন যুক্তরাষ্ট UNESCO ত্যাগ করে– ১৯৮৫ সালে এবং আবার ফিরে আসে ২০০২ সালে।
  • ফকল্যান্ড দ্বীপ নিয়ে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়– ১৯৮২ সালে।
  • ক্যাম্প ডেভিড চুক্তি হয় ১৯৭৮ সালে, মিশর ও ইসরাইলের মধ্যে।
  • মাহাথির মোহাম্মদ মালেশিয়ার প্রধানমন্ত্রী হন– ১৯৮২ সালে।
  • ইরাক কুয়েত দখল করে নেয়– ২য় আগস্ট ১৯৯০ সালে।
  • CNN যুক্তরাষ্ট্র ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল– ১ জুন ১৯৮০।
  • জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল একজন পদার্থবিদ।
  • “দ্যা মালয় ডিলেমা” গ্রন্থের লেখক– মাহাথির মোহাম্মদ।
  • “ইন দ্যা লাইন অফ ফ্যায়ার” গ্রন্থটির লেখক– পারভেজ মোশারফ।
  • “লিভিং হিস্ট্রি” গ্রন্থের লেখক– হিলারি ক্লিনটন।
  • উরুগুয়ের রাজধানী মন্টিভিডিও, সান্তিয়াগো-চিলি, বোগোটা– কলম্বিয়া, আসুনচিয়ান- প্যারাগুয়ে।
  • লেনিনের পরিচালনায় ১৯১৭ সালে রুশ বিপ্লব হয়।
  • বিশ্বের সর্বপ্রথম টেস্টটিউব বেবি– লুইস ব্রাউন- ইংল্যান্ড-১৯৭৮ সালে।
  • সাহিত্যে নোবেল প্রত্যাখ্যান করে-জ্য পল সার্ত্রে (ফ্রান্স-১৯৬৪)
  • ভিন্সেন্ট ভ্যাঙ্গণ নেদারল্যান্ডের চিত্রশিল্পী।
  • AP-Associated Press-যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা।
  • সেন্ট হেলেনা দ্বীপ– আটলান্টিক মহাসাগরে।
  • নেপালের পার্লামেন্টের নাম– ফেডারেল পার্লামেন্ট।
  • চিন ও যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম– কংগ্রেস।
  • ফ্রেন্স-চেম্বার ও তাইওয়ান– উয়ান
  • রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হল-ডুমা।
  • এডঃ এলেন পো কে Short Story-র জনক বলে।
  • ভারত-পাকিস্তানের মধ্যে শিমলা চুক্তি ১৯৭২ সালের ২ জুলাই।
  • ১৯৬৪ সালে নেলসন মেন্ডেলাকে রোবেন দ্বীপে কারাবাস দেয়, ২৭ বছর পর ১৯৯০ সালে তিনি মুক্তি পান।
  • ওয়াটারলু-বেলজিয়ামের একটি গ্রাম। ১৮জুন ১৮১৫ সালে এখানে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়।
  • ওয়াটার লু বেলজিয়ামে অবস্থিত।
  • কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়-১৯৬৫
  • সক্রেটিস>প্লেটো>অ্যারিস্টটল> আলেকজান্ডার।
  • জার্মানির পতনে দ্বতীয় বিশ্বযুদ্ধের ফলাফল হয়।
  • পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল।
  • পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাম্পিয়ান সাগর।
  • প্রথম ভারতীয় হিসাবে এভারেস্ট জয় করেন অবতার সিং।
  • প্রথম বাঙালি এভারেস্ট জয়ী শিপ্রা মজুমদার।
  • চীনের জিনজিয়ান প্রদেশ মুসলিম অধ্যষিত।
  • বস্ফরাস প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে যুক্ত করেছে।
general knowledge
general knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *