Primary Job Circular 2023 খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন খাগড়াছড়ি পার্বত্য জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত “সহকারী শিক্ষক” এর বিদ্যমান শূন্য পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য শুধুমাত্র খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা/শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
Primary Job Circular 2023 (নিয়োগ বিজ্ঞপ্তি)
স্মারক নং ২৯.236.011.৩৩,৪,০০৯,2023-5824
Primary Job Circular Publishing Date:
তারিখ: ০৫ অক্টোবর, ২০২০
পদের নাম
সহকারী শিক্ষক
Salary: বেতনক্রম
বেতনস্কেল টাকা ১১০০ ২৬৫৯০ (10) জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী
বয়সসীমা
৩১/১০/২০২৩ খ্রি. তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮ ) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
নির্দেশনা/শর্তাবলী- Primary Job Circular 2023
১। আবেদনকারীকে চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি” বরাবরে দরঘাণ্ডের নমুনা ছক’ অনুযায়ী পূর্ণ নাম ও স্বাক্ষরসহ স্বহস্তে ছক পূরণপূর্বক লিখিত দরখাস্ত ৪নং ক্রমিকে বর্ণিত কাগজপত্রাদি সংযুক্তপূর্বক আগামী ৩১/১০/২০-২৩ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, খাগড়াছড়ি এর কার্যালয়ে ডাকযোগে/সরাসরি পৌছাতে হবে। নির্ধারিত সময় ও তারিখের পর সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।
২। দরখাস্তকারী যে উপজেলার স্থায়ী বাসিন্দা, তাঁর প্রার্থিতা উক্ত উপজেলার জন্য বা অনুকূলে নির্ধারিত থাকবে এবং তাঁর নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদানুযায়ী নিয়ন্ত্রিত হবে। বিবাহিতা প্রার্থীগণ দরখাস্তে তাঁদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা উল্লেখ করে দরখাস্ত করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি দরখাস্তে উল্লেখ করবেন, তাঁর প্রার্থিতা সেই উপজেলার কোটায় বিবেচিত হবে।
৩। নির্ধারিত আবেদনপত্রের ফরম ও প্রবেশপত্র প্রার্থীকে স্বহস্তে লিখে পূরণ করতে হবে। আবেদনকারী আবেদন ফরমে ও প্রবেশপত্রের স্বাক্ষরের স্থানে স্বহস্তে স্বাক্ষর করবেন। আবেদন ফরম ও প্রবেশপত্রের স্বাক্ষরের স্থানে প্রার্থী কর্তৃক স্বহস্তে স্বাক্ষর না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। অসত্য/ভুয়া তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগপ্রাপ্তির পরেও অসত্য/ভূয়া প্রমাণিত হলে তাঁর দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভূয়া তথ্য সরবরাহ করার জন্য তাঁর বিরুদ্ধে আইনগত/ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। আবেদনকারীর আবেদনপত্রের সাথে নিম্নে বর্ণিত সনদপত্রের ফটোকপি এবং ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
(ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র;
(খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
(গ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা/মাতা অথবা পিতা/মাতার পিতা/মাতা এর মুক্তিযোদ্ধা সনদপত্র:
(ঘ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র:
(ঙ) এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশু সদন কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(চ) প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র
(ছ) পোষা প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক (৩১/১০/ 2023 খ্রি. পর্যন্ত পোষা থাকতে হবে) প্রদত্ত পোষ্য সনদপত্র; (জ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা আনসার অ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ঝ) খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে সংশ্লিষ্ট সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র;
(ঞ) আবেদনপত্রের সাথে পরীক্ষা ফি বাবদ ৪০০/= (চারশত) টাকা (অফেরতযোগ্য) সোনালী ব্যাংক, খাগড়াছড়ি শাখার চলতি হিসাব নং 5412200025226-এ জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে।
এ নিয়োগ প্রক্রিয়ায় উপজাতীয় ও অউপজাতীয় স্থায়ী বাসিন্দাদের বয়স শিথিল সংক্রান্ত প্রচলিত সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে। চাকুরিরত প্রার্থীদের স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে দরখাস্ত পৌছাতে হবে। দরখাস্তের কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
নির্বাচিত প্রার্থীকে যে উপজেলায় নিয়োগ দেয়া হবে, তাঁকে আবশ্যিকভাবে সে উপজেলায় চাকুরি করতে হবে মর্মে রাজী থাকলে আবেদন করতে অনুরোধ করা হলো, অন্যথায় আবেদন করার প্রয়োজন নেই।
দরখাস্তের নমুনা ছক এবং প্রবেশপত্রের নমুনা ছক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে (www.khde.gov.bd) পাওয়া যাবে।
৯। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। লিখিত পরীক্ষার ফলাফল এ পরিষদের ওয়েবসাইটে / নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
১০। আবেদনকারীগণকে আবেদনপত্রের খামের উপর লাল কালি দ্বারা উপজেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান/এতিম/ পোষা / আনসার/ভিডিপি/প্রতিবন্ধী হিসেবে আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে খামের ডান পাশে প্রযোজ্য কোটার নাম উল্লেখ করতে হবে।
১১। ‘পোষা’ অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/প্রধান শিক্ষক পদে নিয়োজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান, যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকলে বা চাকুরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন এবং উক্ত শিক্ষকের তালাকপ্রাপ্তা বা বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী (যেক্ষেত্রে যেটি প্রযোজ্য) যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন ক্ষেত্রমত তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন। মৌখিক পরীক্ষার সময় পোষা প্রার্থীদেরকে দরখাস্ত গ্রহণের শেষ তারিখ অর্থাৎ ৩১/১০/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত সময়ে তিনি পোয়া ছিলেন মর্মে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। উল্লিখিত সনদ দাখিল করতে কোন প্রার্থী ব্যর্থ হলে তিনি পোষা কোটার পরিবর্তে সাধারণ কোটায় গণ্য হবেন। আবেদনপত্রে পোষ্য কোটা উল্লেখ না করলে মৌখিক পরীক্ষার সময় পোষ্য কোটার সপক্ষে সনদ দাখিল করলেও তাঁকে পোষা কোটায় অন্তর্ভুক্ত করা হবে না। তা ছাড়া আবেদনপত্রে পোষা কোটা দাবী করা সত্ত্বেও পোষ্য কোটার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিল করতে ব্যর্থ হলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
১২। নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ও চাকুরি প্রবিধান মোতাবেক অত্র জেলার উপজাতীয় স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত সম্প্রদায়ভিত্তিক কোটা যথারীতি অনুসরণ করা হবে।
১৩। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনরূপ টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল প্রকার মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
১৪। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
পিএফ-৫২৯-১১১৪/20 (128)
02/20/2023 (মংসুইপ্রু চৌধুরী)
চেয়ারম্যান
পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি।