The Renaissance Period is the most important period in the History of English literature। ইংরেজী সাহিত্যের ইতিহাসে রেনেসাঁর ভূমিকা খুব বেশি পরিলক্ষিত হয় চসারের মৃত্যুর কিছুকাল পর থেকে। একথা বললে হয়ত খুব বেশি বলা হবে না যে, তিনি ইংরেজী সাহিত্যের রেনেসাঁর প্রথম বিকাশ ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেন।
কেননা French এবং Italian সাহিত্যের দ্বারা তিনিই সর্বপ্রথম সার্থকভাবে প্রভাবান্বিত হন। তাঁর সাহিত্য-কর্মে এর যথেষ্ট প্রভাব লক্ষণীয়। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে, রেনেসাঁর শুরু চসারের মৃত্যুর প্রায় ৫৩ বছর পরে। তাও আবার ইংল্যান্ডে নয়, ইতালিতে। এ তাৎপর্যপূর্ণ যুগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা নিম্নলিখিত main focus বা বিয়ষবস্তুর দিকে নজর দেবো-
- What is Rennaissance (রেনেসাঁ কি)
- Preparation for the Renaissance (রেনেসাঁর প্রস্তুতি-পর্ব)
- Features of Renaissance (রেনেসাঁর বৈশিষ্ট্য)
- Some Important Historical Events (কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা)
- Renaissance in England (ইংল্যান্ডে রেনেসাঁ )
- The Humanism Movement (মানবতাবাদ আন্দোলন)
- The Reformation Movement (রেফরমেশন বা সংস্কার আন্দোলন)
What is Rennaissance
Renaissance means rebirth or revival or regeneration Renaissance শব্দটার বাংলা প্রতিশব্দ হলো পুনর্জাগরণ অথবা পুনর্জন্ম অথবা নবজাগরণ। এটা যেন জন্মান্তরবাদেরই সমর্থক শব্দ। অজানাকে জানা এবং অদেখাকে দেখার যে অদম্য ইচ্ছা তাই হলো Renaissance।
রেনেসাঁ যখন ইতালির বাইরে আসতে শুরু করে তখন মানুষ অজানাকে জানা এবং অদেখাকে দেখার প্রবল ইচ্ছা নিয়ে ঝাঁপিয়ে পড়ে দিকে দিকে। আগে মানুষ অজানাকে ভয় পেত। কিন্তু রেনেসাঁর স্পর্শে তারা হয়ে ওঠে curious বা উৎসুক। তাই অদম্য কৌতূহলে তারা প্রকৃতির রহস্য উদ্ঘাটনে বেড়িয়ে পড়ে। ফলে Renaissance পরিণত হয় ঘূণে-ধরা বিশ্বাস, নীতিমালা ও সংস্কারের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহের বহিঃপ্রকাশ। এতে করে মানুষ চিন্তাশীল হয়ে ওঠে।
Preparation for the Renaissance
Renaissance began with the fall of the then Constantinople (কনস্ট্যানটিনোপল) in 1453. Mohamad II defeated the Christians in the same year and occupied Constantinople. He was the Sultan of the Ottoman Turks and a crusader. Constantinople was the then capital city of the Byzantine (বাইজ্যান্টাইন) empire and the center of classical learning. After the defeat, the Christian scholars fled to different parts of Europe. They tried to spread their knowledge there. Thus ancient learning started reviving. This revival (পুনর্জাগরণ) of the classical knowledge is called Renaissance.
পূর্বের পোস্ট টি পড়তে ভিজিট করুন Middle English Period. এবং ইউটিবে টিউটরিয়াল দেখুন
Features of The Renaissance Period
1. Curiosity about more knowledge and learning (শিক্ষা-দীক্ষার প্রতি প্রবল আগ্রহ),
2. Desire for unlimited wealth and power (অপরিসীম সম্পদ এবং ক্ষমতার প্রতি মোহ),
3. Love of adventures (অভিযানের প্রতি মোহ),
4. Love of own country (স্বদেশপ্রেম),
5. Love of beauty (সৌন্দর্য্যের সাধনা),
6. Love of humanism (মানবপ্রেম বা মানবতাবাদ),
7. Love for the past (অতীতের প্রতি ভালবাসা)।
এসব কারণে রেনেসাঁর ফলাফল পেতে আমাদেরকে খুব বেশি দেরী করতে হয়নি। বিশ্ববাসী অবাক হয়ে কিছু আশ্চার্যজনক ঘটনা প্রত্যক্ষ করে। সুতরাং তারা আরো জ্ঞান-বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে উঠে।
Some Important Historical Events of The Renaissance Period
1. William Caxton invented Printing Press in 1476 (১৪৭৬ সালে উইলিয়াম ক্যাক্সটন ছাপাখানা আবিষ্কার করেন)।
2. Columbus discovered America in 1492 (১৪৯২ সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন)।
3. Vasco da Gama reached India in 1498 (১৪৯৮ সালে ভাস্কো দা গামা ভারতে পৌঁছান)।
4. During this period, Copernicus (1473-1543) proved that the sun is the centre of all plants (এসময়ে জ্যোর্তিবিদ কোপারনিকাস প্রমাণ করেন যে, সূর্য হলো সকল গ্রহ-নক্ষত্রের কেন্দ্রবিন্দু)।
Renaissance in England
ইংল্যান্ডে Renaissance শুরু হয় ইতালির অনেক পরে। ১৪৯০ সালের পর কতিপয় ইংরেজ যুবক Greek শিক্ষার উদ্দেশ্যে Italy গমন করেন। তাঁরা হলেন William Grocyn (উইলিয়াম গ্রোচিন), Thomas Linacre (টমাস লিনাকর) এবং John Colet (জন কোলেট)। Italy হলো রেনেসাঁর লালনভূমি। সেকালে Italy পাঁচটি রাজ্যে বিভক্ত ছিল-
1. Milan (মিলান),
2. Venice (ভেনিস),
3. Rome or Papal Domain (প্যাপাল ডোমেইন),
4. Florence (ফ্লোরেন্স) এবং
5. Naples (নেপলস)।
রেনেসাঁ সবচেয়ে বেশি পরিপূর্ণতা লাভ করে ফ্লোরেন্সে। কেননা সেকালে এ শহরটি সবচেয়ে বেশি cultured ও সভ্য ছিল। এ শহরে লিওনার্দো দা ভিঞ্চির (Leonard da Vinci) মতো অনেক শিক্ষিত ও সংস্কৃতিবান মহান ব্যক্তিদের বসবাস ছিল। ভিঞ্চি এবং সামান্য কয়েকজন ছাড়া আর কেউ বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা রাখেননি। অতএব, আমরা বলতেই পারি Renaissance বিজ্ঞানকে যতটা না উৎসাহিত করেছে তার চেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে adventure বা অভিযানকে । (The Renaissance Period)
The Humanism Movement
ইংল্যান্ডে রেনেসাঁর মূলমন্ত্র হলো Humanism বা মানবতাবাদ। পঞ্চদশ শতাব্দীতে প্রাচীন গ্রীসের সাহিত্য ও শিল্প সম্পর্কে যে নতুন কৌতুহল জাগ্রত হয়েছিল তার-ই নাম Humanism। ইংল্যান্ডের মানুষের জীবন সংগ্রামের পথে নেতৃত্ব দিয়েছেন যারা তাদের মধ্যে John Wyclif (জন উইক্লিফ) অন্যতম। মানবতাবাদ আন্দোলনের আকাশে তিনি হলেন ভোরের শুকতারা (Morning Star)।
যদিও Erasmas (ইরাসমাস) এবং Colet কে মানবতাবাদ আন্দোলনের (Humanism Movement) প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়। এ আন্দোলনের পথ ধরেই সূত্রপাত হয় Reformation Movement বা সংস্কার আন্দোলনের। এ আন্দোলনের অবশ্য প্রবর্তক হলেন Martin Luther (মার্টিন লুথার), Calvin (কেলভিন) এবং Thomas More (টমাস মুর)।
ইংল্যান্ডে রেনেসাঁর প্রভাব কতটা প্রবল হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় কলম্বাসের (Columbus) আমেরিকা আবিষ্কারের ঘটনা স্মরণ করলে। তিনি রাজা সপ্তম হেনরীর (King Henry-VII) কাছে সমুদ্র অভিযানের রসদ এবং অনুমতি প্রার্থনা করেন। কিন্তু তিনি অনুমতি পাননি। ফলে তিনি স্পেনের দ্বারস্থ হন। স্পেনের সম্রাট তাঁকে লোক-লস্করসহ সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করেন। যার ফলশ্রুতিতে আমেরিকা আবিষ্কার সম্ভবপর হয়। এতে ইংল্যান্ডে রেনেসাঁর অতি কার্যকর ভূ মকা প্রমাণিত হয়। (The Renaissance Period)
The Reformation Movement (1525-1578)
Reformation Movement বা রেফরমেশন আন্দোলন বা সংস্কার আন্দোলন Renaissance যুগের এক যুগান্তকারী ঘটনা। ইংল্যান্ডে রেনেসাঁর আবির্ভাব এবং বিস্ত ারে বিভিন্ন ধরণের সংস্কার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ অনেক সংস্কার ১৫২৫ থেকে ১৫৭৮ সালের মধ্যে সম্পাদিত হয়। এসব সংস্কারসমূহ অনেকটা সময়ের প্রয়োজনে এবং অনেকটা স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়। (The Renaissance Period)
What is Reformation
According to the Oxford Dictionary, “Reformation means the action of reforming something. It is the 16th century movement in Europe for the reform of the Roman Catholic Church, which resulted in the establishment of the Protestant Churches.” In fact, the Reformation is a great change for the better in social, religious and political affairs. (The Renaissance Period)
The Reformation Movement was a revolution. It was an uprising against the high privileges (সুযোগ-সুবিধা) and unrestrained liberties of the Medieval Church (মধ্যযুগীয় গীর্জা). At that time, the Church very Medieval Ch nearly lost control over itself. It allowed all manner of abuses and corruption to set in amongst its clergy gorging the carcass to the bazar bus more গান, পিন্ডে খাওয়া point of bursting.
Historical Background of the Reformation
রেফরমেশন আন্দোলনের ঐতিহাসিক পটভূমি এবং এর ফলাফল সুদূরপ্রসারী। রাজা Edward-III মাথাপিছু কর আরোপ করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ দানা বাঁধে। ফলে ১৩৮০ সালে Watt Tylar নিহত হন রাজা দ্বিতীয় রিচার্ডের (Richard II) হাতে। এরপর ১৩৯৯ থেকে ১৪১৩ সাল পর্যন্ত রাজা চতুর্থ হেনরীর (Henry-IV) রাজত্বকাল। তিনি আইন পাশ করে জন উইক্লিফের (John Wyclif) সমর্থক লোলার্ডগণকে (Lollard) আগুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করেন। সেটা ১৪০১ সাল ।
রাজা পঞ্চম হেনরী (King Henry-V) রাজত্ব করেন ১৪১৩ সাল থেকে ১৪২২ সাল পর্যন্ত। তাঁর সময়ে Lollard নেতা স্যার জন ওল্ড ক্যাসলকে (Sir John Old Castle) আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। He defeated the French and became the owner of the French throne। কিন্তু ষষ্ঠ হেনরীর (Henry- VI) রাজত্বকাল ১৪২২ থেকে ১৪৬০ সাল পর্যন্ত। তাঁর সময়ে England ফ্রান্সের কাছে পরাজিত হয়। (The Renaissance Period)
দীর্ঘকাল ফ্রান্সের সাথে যুদ্ধের ফলে ইংল্যান্ডের জাতীয় জীবনে মারাত্মক লোকক্ষয় ও অর্থনৈতিক বিপর্যয় ঘটে। এ বিপর্যয়ের মুখে শুরু হয় কায়েমী সামন্ত শ্রেণির Civil War বা গৃহযুদ্ধ। এ যুদ্ধকে বলা হয় গোলাপের যুদ্ধ অথবা The Wars of Roses (1455-1485)। সপ্তম হেনরী (Henry-VII) ১৪৬০ থেকে ১৫০৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
এই সপ্তম হেনরীই কলম্বাসকে সমুদ্র অভিযানের অনুমতি দেননি। বরং পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিলেন। এর পরে যিনি ক্ষমতায় আসেন তিনি হলেন অষ্টম হেনরী বা Henry-VIII। তিনি ১৫০৯ সাল থেকে ১৫৪৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। (The Renaissance Period)
সেসময় বাণিজ্যিক স্বাধীনতার প্রধান প্রতিবন্ধক ছিল Catholic Church (ক্যাথলিক চার্চ)। ইংল্যান্ডের মানুষ এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে অষ্টম হেনরী সেটাকে সমর্থন করেন। কারণ—প্রথমতঃ চার্চের উপর কর্তৃত্ব স্থাপন করা এবং দ্বিতীয়তঃ নিজের অসিদ্ধ বিবাহকে সিদ্ধ করা।
King Henry VIII ruled over England from 1509 to 1547. He had married the Princess of Aragon, Catherine. Catherine was a close relation between King Charles V of Spain and the emperor of Germany. Actually, Henry VI was restless and headstrong. He soon tired of Catherine. Because the queen had failed to provide him with a male heir.
Besides, he had fallen in love with Anne Boleyn and wanted to marry her. But the Pope refused to grant him permission to divorce Catherine. He asked the king to attend the trial in Rome. But the king 0167 was furious at Pope’s obstinacy (একগুয়েমিত্ব). He resolved to break off the Papacy (পোপের আদেশ) and seek divorce in his own courts. The Parliament gave him support and passed the Act of Supremacy in 1529.
This act made him the supreme head of the Church of England. He was so ruthless (নির্দয়) that he persecuted (নির্যাতন করা) and executed (a) those Catholics who refused to acknowledge his supremacy. But at the same time, he was beheaded or burnt at the stake by many Protestants too. (The Renaissance Period)
Cardinal Wolsey (কান্ডিনাল ওলসি) had to pay the price of not toeing the royal wishes with his life. At that time, Thomas More helped a great lot to Henry-VIII. He had risen so rapidly to several offices to fill the position vacated by Wolsey finally.
However, he did not support the king’s autocratic royalism. So he had to die. He was beheaded on Tower Hill on 6th July 1535. Catherine was also divorced and banished from the court. Again King Henry-VIII was married to Anne Boleyn, his fiancee in 1533. (The Renaissance Period)
অষ্টম হেনরীর এসব কর্মকান্ড Reformation আন্দোলনকে ত্বরান্বিত করে। এ সময়ের আরও দু’টি ঘটনা এ আন্দোলনকে বেগবান করে। ঘটনা দু’টি হলো-
1. The Translation of the Holy Bible (পবিত্র বাইবেলের অনুবাদ) এবং 2. The Contribution of Monastery (আশ্রমগুলোর অবদান) । (The Renaissance Period)
The Translation of the Holy Bible (পবিত্র বাইবেলের অনুবাদ)
Humanism আন্দোলন শুরু হওয়ার অল্প দিনের মধ্যেই Reformation আন্দোলনের সুত্রপাত হয়। ধর্মীয় বিতর্ক এতো প্রবল হয়ে উঠে যে Greek ও Latin পন্ডিতগণও এর মধ্যে জড়িয়ে পড়েন। Martin Luther ও Calvin পোপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ১৫১৭ সালে জার্মানীর Wittenburg (উইটেনবার্গ) শহরে Luther তাঁর ঘোষণা-পত্র প্রকাশ করেন। এর সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করার মতো। স্যার টমাস মুরের জীবনে (Sir Thomas More) এ ঘোষণার ফলে এক বিরাট পরিবর্তন ঘটে। এই বিদ্রোহ ঘোষণার পর তিনি Catholic ধর্মের সেবায় তাঁর সমস্ত শক্তি নিয়োজিত করেন।
New Testament (নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম) of the Bible was translated by William Tyndale (উইলিয়াম টিনডেল)। Thomas More and William Tyndale engaged in debate. Tyndale published his translation in 1525. Miles Coverdale (মাইলস কভারডেল) translated the Old Testament (পুরাতন নিয়ম) in English in 1535।
আসলে পরবর্তী যুগে বাইবেলী গদ্যরীতি বলে যে রীতি খ্যাতি লাভ করে তার গোড়াপত্তন Tyndale ও কভারডেলের (Coverdale) অনুবাদের মাধ্যমেই হয়। এই গদ্যরীতি সহজ-সরল এবং ধর্মীয় গ্রন্থের আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করতে সক্ষম। (The Renaissance Period)
বাইবেলের অনুবাদের পর ১৫৪৯ সালে ক্রানমারের (Cranmer) তত্ত্বাবধানে The Book of Common Prayer সঙ্কলিত হয়। মূল Latin পুস্তকের সমস্ত গুণ এই অনুবাদে পাওয়া যায়। Saxon ও French শব্দের সমন্বয় ঘটেছে এ অনুবাদে যা সত্যই মনোমুগ্ধকর। প্রতি রবিবার গীর্জায় এই বই ব্যবহৃত হতো এবং এখনো হয়। ফলে ভাষার উপর এ বইটির প্রভাব সহজেই অনুমান করা যায়।
The Contribution of Monastery Or The Anti-Clerical Movement
King Henry-VIII was himself educated in the scholarly anti-clericalism of Erasmus (ইরাসমাস) and his Oxford friends. They were deeply dissatisfied. They were angry at the baser corrupt practices that had made invasion (আক্রমণ) in Churches and clergy’s lives. They were specially hostile (শত্রুভাবাপন্ন) to the monks and friars as protagonists of obscurantism (শিক্ষা সংস্কৃতিতে বাঁধাদান). They were upholders of educational philosophy.
They were opponents of the direct study of the Greek Testament. Erasmus and Colet appealed it পান্ডিত্যপূন as a criticism of religious truth. We have already known the fact that Henry-VIII refused to obey the Papacy. He began dissolving monasteries and seizing the lands and other properties belonging to the church and clergy. As a result, a large number of churches and monasteries were destroyed. A huge quantity (পরিমাণ) of possessions including gold was captured and placed at the disposal of the king.
১৫৩৫ থেকে ১৫৩৯ সালের মধ্যে monastery বা ধর্মীয় আশ্রমগুলোকে ভেঙ্গে দেওয়া হয়। এর ফলে এ সমস্ত কেন্দ্রে রক্ষিত বহু বই-পুস্তক ধ্বংসপ্রাপ্ত হয়। অনেক শিক্ষাগার বন্ধ হয়ে যায় এবং শিক্ষার্থীর সংখ্যাও হ্রাস পায়। Monastary গুলোর প্রভাব দূরীভূত হওয়ায় মধ্যযুগীয় চিন্তাধারার অবলুপ্তি প্রত্যাসন্ন হয়ে ওঠে।
যে সমস্ত বই-পুস্তক লোকচক্ষুর আড়ালে আশ্রমগুলোতে সংরক্ষিত ছিলো তার কোন কোনটি সর্বসাধারণের কাছে প্রকাশিত হয়। ১৫৩৩ সালে জন লেল্যান্ডকে (John Leland) এসকল বই-পুস্তকের পরীক্ষক নিযুক্ত করা হয়। তিনি তাঁর লেখা Itinerary বা তালিকায় এ সমস্ত বইয়ের একটা ফিরিস্তি তৈরি করেন। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি থেকে বহু ইতিহাস এবং ইতিবৃত্ত বা Chronicle প্রকাশিত হতে শুরু করে।
এডওয়ার্ড হলের (Edward Hall) নির্ঘন্ট বা Chronicle মুদ্রিত হয় ১৫৪৮ সালে। রাফায়েল হলিনসেডের (Raphael Holinshed) নির্ঘন্ট বা Chronicle প্রকাশিত হয় ১৫৭৮ থেকে ১৫৮৬ সালের মধ্যে। আবার জন স্টোয়ের (John Stow) নির্ঘন্ট বা Chronicle প্রকাশিত হয় ১৫৮০ সালে।
ধর্মীয় বিতর্কের ফলেও English গদ্য উন্নতি লাভ করে। কারণ-এ বিতর্কে যারা অংশগ্রহণ করেন তারা সবাই সহজ-সরল চলিত ভাষায় ভাব প্রকাশের চেষ্টা করেন। William Tyndale এবং হফ লাটিমারের (Hugh Latimer) নাম এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে। স্কটল্যান্ডেও Reformation আন্দোলনের সূত্রপাত হয়। এর ফলে সাহিত্যে যে আলোড়নের সৃষ্টিহয় তার সাথে জড়িত ছিলেন Sir David Lindsay (স্যার ডেভিড লিন্ডসে), George Buchanan (জর্জ বুকানন) এবং John Knox (জন নক্স)।
The Persons Who Contributed a Lot to the Reformation
বহু মনীষীর অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও মেধা সংস্কার আন্দোলনকে বেগবান, গ্রহণযোগ্য এবং শক্তিশালী করে। তাইতো ইংল্যান্ডে Renaissance ত্বরান্বিত হয়। যাঁদের ঐকান্তিক প্রচেষ্টা ও আত্মত্যাগ Reformation Movement কে রেনেসাঁ আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাঁরা হলেন John Wyclif, King Henry- VIII, Thomas More, Erasmas, John Colet, Martin Luther, Calvin, Zwingly, Miles Coverdale, William Tyndale, Thomas Cranmar, Hugh Latimer, John Jewel, John Foxe, John Knox, Sir David Lindsay, George Buchanan, William Willingham and John Leland এসকল মনীষীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে Reformation Movement কে সামনের দিকে এগুতে সাহায্য করেছে। যার ফলে ইংল্যান্ডে মুক্ত বুদ্ধি বা চিন্তার নবজাগরণ ঘটে।
Literature in the Time of the Reformation (রেফরমেশনের সময়কার সাহিত্য)
এ সময়কালের সাহিত্যে-কর্মকে প্রাক-রেনেসাঁর সাহিত্যে-কর্ম বলা যায়। এ সব লেখালেখিতে রেনেসাঁর পূর্বাভাস বেশ ভালভাবেই পাওয়া যায়। কবিতা এবং নাটক নিয়ে চলে সবচেয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা। কবিতায় sonnet বা চতুর্দশপদী কবিতার ধারা সংযোজিত হতে থাকে।
সাহিত্যে সনেটের আগমন সত্যিই এক নবজাগরণ । English সাহিত্যে সনেটের আমদানীকারক হিসেবে যাঁদের নাম উল্লেখ না করলেই নয় তাঁরা হলেন Sir Thomas Wyatt (স্যার টমাস ওয়েট) এবং Henry Howard, the Earl of Surrey (হেনরী হাওয়ার্ড, দি আল অব সারে)।
এছাড়া Thomas Sackville (টমাস স্যাকভিল) ও George Gascoigne (জর্জ গ্যাসকোয়েন) প্রমুখরাও কিছু কিছু কাব্য-কবিতা রচনা করেন। সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ইংরেজী সাহিত্যেও বিভিন্ন শাখা বিশেষ করে কাব্য-কবিতা ও নাটকে ব্যাপক পরীক্ষা- নিরীক্ষা শুরু হয়। তাই এসময়ে নিম্নলিখিত form বা ধরণের সাহিত্য-কর্ম সৃষ্টি হতে থাকে-
1. Poetry (কাব্য-কবিতা),
2. Drama (নাটক) এবং
3. Prose writing (গদ্য-রচনা)।
Poetry (কাব্য-কবিতা)
Sir Thomas More (1478-1535)
He was born in 1478 in London. He studied at Oxford. He started his career as a lawyer. He was a member of parliament in the time of Henry VII. He was the speaker of the House of Commons in the time of Henry VIII. He was against the Pope. He was sentenced to death in 1535. He was an expert in Latin. So he wrote both Latin and English. He has written some poems in English. But his immortal work is Utopia (1516). It is written in Latin. Its subtitle is Kingdom of Nowhere.
Sir Thomas Wyatt (1503-1542)
He was born in 1503 and died in 1542। তিনি অনেক দিন France ও ইতালিতে কাটান। তিনি Horace (হোরেস) এবং এলামানির (Alamanni) অনুকরণে অনেক satire (ব্যঙ্গাত্মক কবিতা) রচনা করেন। সনেটের বিকাশেও তিনি মুখ্য ভূমিকা পালন করেন।
Henry Howard, the Earl of Surrey (1517-1547)
English সনেটকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং জনপ্রিয় করার আপ্রাণ চেষ্টা করেন Henry Howard, the Earl of Surrey । সনেটের ইতিহাসে তাঁর অবদান সত্যিই বিস্ময়কর। He was born in 1517 and died in 1547. He is regarded as the father of Blank Verse (অমিত্রাক্ষর ছন্দ)। মাত্র ত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুদন্ডে দন্ডিত হন।
George Gascoigne (1525-1577)
He was born in 1525 and died in 1577. He has written The Steele Glas. The poem is written in blank verse.
Thomas Sackville (1536-1608 )
He was born in 1536 and died in 1608। সারের মৃত্যুর পর এবং এডমান্ড স্পেন্সারের (Edmund Spenser) আবির্ভাবের পূর্বে একমাত্র উল্লেখযোগ্য কবি হলেন Thomas Sackville
Drama (নাটক)
১৫২০ থেকে ১৫৭৮ পর্যন্ত ইংরেজী রঙ্গমঞ্চের তেমন কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ কারণে ১৫৭৮ সালের পূর্বে drama বা নাটকের ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়নি। মধ্যযুগের Miracle ও Morality ঐতিহ্য তখনও প্রচলিত ছিল।
Morality জাতীয় নাটক Refomation Movement এবং রেনেসাঁর দ্বারা উপকৃত ও প্রভাবিত হয়। ১৫১৬ সালে Seklton (সেক্লটন) Magnyfycence নামক একটি Morality রচনা করেন। ১৫১৯ সালে প্রকাশিত হয় The Four Elements। আবার ১৫৪০ সালের দিকে প্রকাশিত হয় Wyt and Science। এসব Morality জাতীয় নাটকে রেনেসাঁর প্রভাব সুস্পষ্ট। Refomation বা ধর্ম সংস্কারের আন্দোলন যখন শুরু হয়, সংস্কারকগণ Morality নাটককে ধর্মপ্রচারের মাধ্যমে হিসেবে ব্যবহার করার প্রয়াস পান। এ সময়ে উল্লেখ করার মতো নাট্যকারগণ হলেন Bishop Bale (বিশপ বেইল), John Heywood (জন হেউড), এবং Nicholas Udall (নিকোলাস উডল)।
John Heywood (1447-1540)
John Heywood was probably born in 1447 and died in 1540. তিনি যেসব নাটক লেখেন তা Interludes বা অবকাশ নাটক বলে পরিচিত। He was a Catholic and the friend of Sir Thomas More. His famous Interlude is The Four P’s. There are four characters in this drama. They are Palmer (পলমার), Pardoner (পারডোনার), ‘Pothecary (এ্যাপোথেকারী) and Pedlar (পেডলার)।
এসব চরিত্রগুলোর মধ্যে কে সবচেয়ে অসম্ভব মিথ্যা বলতে পারে তা নিয়ে বিতর্ক হয়। Palmer বললেন, তিনি সারা খ্রীষ্টান জগত ঘুরে বেড়িয়েছেন এবং পাঁচ লক্ষ নারীর সংস্পর্শে এসেছেন। কিন্তু কোন মেয়েকেই অধৈর্য্য হতে দেখেননি। তাঁর এমন কথায় সবাই আশ্চর্য হন এবং স্বীকার করেন যে পুরষ্কার পাওয়ার যোগ্যতা পলমারেরই আছে। The Four P’s ছাড়াও Heywood অরো Interlude লেখেন।
Bishop Bale (1495-1563)
He was born in 1495 and died in 1563। ইংল্যান্ডে তিনি Protestant (প্রোটেস্ট্যান্ট) ধর্মের পক্ষ অবলম্বন করে কয়েকটি Morality জাতীয় নাটক লেখেন। তাঁর নাটকগুলো হলো- Proditions Papistarum (প্রডিশনস প্যাপিষ্টরাস) or The Treachery of Papists (পোপের শিষ্যদের প্রতারণা) এবং King Johan (কিং জোহান)। নাটক হিসেবে King Johan ঐতিহাসিক ধরনের।
Nicholas Udall (1505-1556)
He was born in 1505 and died in 1556. He is regarded as the first writer of comedy (মিলনান্তক নাটক)। Udall প্রথমে Eton (ইটন) এবং পরে Westminster স্কুলের headmaster ছিলেন। সারের (Surrey) পূর্বে classical (ক্লাসিক্যাল) অর্থাৎ Greek ও Roman নাটকের প্রভাব ইংরেজী রঙ্গমঞ্চে অনুভূত হয়নি।
Nicholas Udall has written Ralph Roister Doister (রাল্ফ রয়েষ্টার ডয়েষ্টার) and staged it in 1553. It is said that this drama is the first comedy written in classical model (ক্ল্যাসিক্যাল নিয়মানুযায়ী).
Prose-writing (গদ্য-রচনা)
Thomas More has wrtten some prose in English in this time. His prose-writings are Discussion on Political Subject and Biographics.
3 comments
Pingback: The Elizabethan Period in English Literature (1558-1603) - Sopner BCS
Pingback: The Metaphysical Poets And The University Wits - Sopner BCS
Pingback: Historical Background of The Age of Chaucer 1340-1400 - Sopner BCS