কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আটক
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আটক

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আটক

কোটা সংস্কার আন্দোলনের সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ নামে আরও দুই সমন্বয়ককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা অর্থাৎ ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়। 

২৭ জুলাই রাতে ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, শনিবার সন্ধ্যায় তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই দু’জনকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, নাশকতায় জড়িত অভিযোগে গ্রেপ্তার নেতাদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কের আলোচনা হয়েছে বলে দাবি করেছে ডিবি। সংস্থাটি বলছে, নেতাদের মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর রয়েছেন। 

শনিবার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবিপ্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। 

এর আগে শুক্রবার রাতে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। তারা হলেন– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার রাতে ডিবির পক্ষ থেকে বলা হয়েছিল, নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবিপ্রধান বলেন, ওই তিন শিক্ষার্থী ফেসবুকসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজনের বাবাও এ বিষয়ে কথা বলেন। কেউ যদি নিরাপত্তাহীনতার কথা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে তাঁকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা তাদের নিরাপত্তা দিচ্ছি।

তিনি আরও বলেন, নুরসহ আরও কিছু নেতাকে আমরা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। তারা জানিয়েছেন, নাহিদ ও অন্য সমন্বয়কদের সঙ্গে তাদের কথা হয়েছে। তাদের মধ্যে কী কথা হয়েছে, সেটা আমাদের জানা দরকার। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সঙ্গে অন্যান্য নেতার, বিশেষত মিয়া গোলাম পরওয়ার ও নুরের কী কথা হয়েছে, সেটা জানার জন্য আমরা জিজ্ঞাসাবাদ করব। 

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত কলেজের সমন্বয়ক ইসমাইল সম্রাট সমকালকে বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের নিয়ে গেছে তা নয়, তাদের আটক করা হয়েছে। এর আগেও তাদের ধরেছে, পরে আবার ছেড়েও দিয়েছে। তারা নিরাপত্তার ব্যবস্থা করলে হাসপাতালেই রাখতে পারত। সেখান থেকে তুলে নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করার তো দরকার নেই। 

এর আগে ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়। ২১ জুলাই ভোরে তাঁকে ফেলে যাওয়া হয় পূর্বাচল এলাকায়। একই দিন (১৯ জুলাই) আসিফ ও বাকেরকেও তুলে নেওয়া হয়েছিল। পাঁচ দিন পর ২৪ জুলাই আসিফকে হাতিরঝিল ও বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয়। এর পর থেকে তারা গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সেখান থেকেই তাদের নিয়ে যায় ডিবির একটি দল।

আজ নারায়ণগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, তিন সমন্বয়ককে সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। তারা সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের যেন হয়রানি করা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। 

Check Also

46th bcs exam date 2024,

46 BCS Preliminary Exam Date is 26 April 2024

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে যে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (46 BCS Preliminary Exam Date) আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। কমিশনের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরাত দিয়ে পিএসসির একজন সদস্য বলেন "কমিশন ২৬শে এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *