বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি Economics of Bangladesh; Last Edition 2023

বাংলাদেশের অর্থনীতি Economics of Bangladesh

অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ – Economics যা গ্রিক শব্দ oikonomia থেকে এসেছে যার অর্থ- গৃহস্থালী পরিচালনা ব্যবস্থাপনা ।

> প্রাচীনকালে অর্থনীতি বিষয়ে অগোছালো তথ্য পাওয়া যায়– চাণক্য বা কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে।

অর্থনীতির জনক– এডাম স্মিথ (১৭৭৬ সালে “Wealth of Nations” গ্রন্থে প্রথম অর্থনীতির ধারণা দেন)।

অর্থনীতিকে “সম্পদের বিজ্ঞান” বলেছেন – এ্যাডাম স্মিথ।

অর্থনীতিতে “অদৃশ্য হাত” কথাটি ব্যবহার করেন – এ্যাডাম স্মিথ।

আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে (প্রথম মার্কিনি হিসেবে ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী)।

অর্থনীতিকে “অপ্রাচুর্যের বিজ্ঞান” বলেছেন – এল রবিন্স।

“দারিদ্র্যের দুষ্টচক্র” ধারণার প্রবক্তা – অধ্যাপক নাস।

দারিদ্র্যের দুষ্টচক্রের মূল কথা – A country is poor because it is poor. অর্থনীতিতে সর্বপ্রথম ব্যষ্টিক ও সামষ্টিক (Micro & Macro) কথাটি ব্যবহার করেন – রাগনার ফ্রেশ।

৯৯৮ সালে দারিদ্র্য ও দুর্ভিক্ষের উপর গবেষণা করে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন– অমর্ত্য সেন।

মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্র ঋণের প্রবক্তা– ড. মো. ইউনূস (বাংলাদেশ)

বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয়/ সাহায্য দেয় – জাপান

বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণদাতা সংস্থা বা গোষ্ঠী-আইডিএ (IDA) যা “Soft loan window” নামে পরিচিত।

বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে – যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানী করে যে পণ্য – তৈরি পোশাক।

বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানী করে যে দেশে – যুক্তরাষ্ট্রে (দ্বিতীয় দেশ- জার্মানি)।

বাংলাদেশের প্রথম রপ্তানীকৃত জাহাজ – স্টেলা মেরিস।

স্টেলা মেরিস ২০০৮ সালে রপ্তানী করে – ইউরোপের দেশ ডেনমার্কে।

বাংলাদেশে সরাসরি বিনিয়োগে শীর্ষ দেশ – চীন।

বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স লাভ করে – সৌদি আরব থেকে।

আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণের বোঝা ভারসাম্য করতে ব্যবহৃত হয় – রেমিটেন্স ও রপ্তানি আয়।

বাংলাদেশকে দাতা দেশসমূহের রাষ্ট্রদূতদের সংগঠন – টুয়েসডে গ্রুপ…

মার্কিন কংগ্রেসে বাংলাদেশের পক্ষে কথা বলার সংগঠন– ককাস

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি ‘TICFA’ স্বাক্ষরিত হয়– ২৫ নভেম্বর, ২০১৩)

বাংলাদেশে “মুক্ত বাজার অর্থনীতি চালু হয় – ১৯৯১ সালে (Open Market policy)

আয়কর, ভূমিকর যে ধরনের কর– প্রত্যক্ষ কর।

ভ্যাট/মূল্য সংযোজন কর/বিক্রয় কর, প্রমোদ কর– পরোক্ষ কর।

বাংলাদেশের অর্থনীতি; বিসিএস ও অন্যান্য চাকুরি পরীক্ষার প্রশ্ন

১. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে ? [৪৩তম বিসিএস]

ক. আয়কর

গ. আমদানি-রপ্তানি শুল্ক।

খ. ভূমিকর

ঘ. মূল্য সংযোজন কর

উত্তরঃ গ

বিপরীতার্থক শব্দ; পড়ুন, সর্বশেষ সংশোধিত ২০২৩

২. বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? [পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী: ১৬/কর্মসংস্থান ব্যাংক সহকারী অফিসার: ০৮/

ক. ঢাকা

খ. সাভার

গ. গাজীপুর

ঘ. টঙ্গী

উত্তর:গ

Which is not a wing of the National Board of Revenue (NBR)? [BAPEX] Officer: 09/ Trust Bank Ltd. Officer: 09/ Prime Bank Ltd. Officer: 09]

A. Customs

B. Income Tax

C. Value Added Tax

D. Banking

Ans:D

8. Which of the following is the source of government revenue?/নিচের কোনটি সরকারের রাজস্ব আদায়ে উৎস? [EXIM Bank Ltd. Assistant Officer: 10]

A. VAT

B. Income tax

C. Custom duty

D. All of these

Ans:D

5. Which is not a source of Govt. revenue? নিচের কোনটি সরকারের রাজস্বের উৎস নয়? (Southeast Bank Ltd: 05/ Bangladesh Bank Asst. Director: 04]

ক. Corporate tax

খ. Custom duty

গ. VAT

ঘ. All are sources of Govt. revenue

উত্তর:ঘ

৬. Which is not a source of government revenue? Prime Bank Ltd.: 09/BAPEX Officer: 09

ক. Value Added Tax

খ. Custom Duty

গ. Foreign Remittance

ঘ. Income Tax

উত্তর:গ

৭. Excise duty এর পরিভাষা কোনটি? ৩৩তম বিসিএস/রাবি (ক ইউনিট): ১৭-১৮/

ক. অতিরিক্ত কর

খ. আবগারি শুল্ক

গ. অর্পিত দায়িত্ব

ঘ. অতিরিক্ত কর্তব্য

উত্তর:খ

৮. Which of the following is a direct tax? নিচের কোনটি প্রত্যক্ষ কর? | Islami Bank Ltd. Probationary Officer: 08]

ক. VAT

খ. Sales Tax

গ. Corporate Tax

ঘ. Excise Duty

উত্তর:খ

8. A’Tax return’ is a statement of- [City Bank Officer: 01/ AB Bank Ltd. Probationary Officer: 92]

A. Earnings and expenses

B. Assets

C. Wealth

D. None of these

Ans: A

১০. TIN stands for – [ Sadharan Bima Corporation Ltd. Junior Officer: 09/

ক. Taxpayer’s Identification Number

খ. Tax Index Number

গ. Tax Information Number

ঘ. Tax Information Network

উত্তর-গ

10. BK (বাংলাদেশ বিষয়াবশি) From which date was Value Added Tax (VAT) introduced Bangladesh ?(RAKUB Ltd. 11/ Southeast Bank Ltd. Officer. 11/

A. January 01, 1991

B. July 01, 1991

C. January 01, 1992

D. July 01, 1992

Ans: B

11. What is the highest rate of Value Added Tax (VAT) applicable in Bangladesh? বাংলাদেশ ভ্যাটের হার কত? (বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন)

A. 7.5%

B. 10%

C. 12.5%

D. 15%

Ans: D

What is the full form of VAT? | Trust Bank Ltd. Trainee Assistant Cash Officer 12

A. Valuation Agreement on Taxes

B. Value Added Tax

C. Variation in Addition Taxes

D. Valuation of Additional Taxes

Aas: B

১৪. মূল্য সংযোজন কর (মূসক) একটি “ভ্যাট” একটি (বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৯/রাবি: ১৬-১৭)

ক. প্রত্যক্ষ কর

খ. পরোক্ষ কর

গ. পরিপূরক কর

ঘ. সম্পূরক কর

বাংলাদেশের অর্থনীতি; বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতি

পণ্যের দাম স্থিতি স্থাপকতার নির্ধারণ নয় কোনটি? (গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২, বি-ইউনিট)

ক. পণ্যের প্রকৃতি

খ. পণ্যের ক্রয়ের আয়ের ব্যয়

গ. পণ্যের বিকল্প ও পরিপূরকের পর্যাপ্ততা

ঘ. পণ্যের বিক্রেতার সংখ্যা

উত্তর-গ

কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয়? (গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২, বি-ইউনিট)

ক. জিডিপি প্রবৃদ্ধির হার

খ. বেকারত্বের হার

গ. মুদ্রাস্ফীতির হার

ঘ. স্বয়ম্ভূত বিনিয়োগ

উত্তর: খ

অর্থনীতিতে ‘দীর্ঘকাল’ বলতে কী বুঝায়? [গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২, বি-ইউনিট

ক. ১ বছরের কম সময়

খ. ১০ বছরের বেশি সময়

গ. যে সময়কালে উৎপাদনের সব উপকরণই পরিবর্তশীল

ঘ. যে সময়কাল কমপক্ষে ১টি উপকরণ পরিবর্তনশীল

উত্তর-গ

৪. জিডিপি তে কোনটি অন্তর্ভুক্ত? [গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২, বি-ইউনিট]

ক. গৃহিণীর গৃহস্থালির কাজ

খ. রপ্তানীকৃত পন্য হতে অর্জিত অর্থ

গ. অবৈধ ব্যবসা হতে উৎসারিত আয়

ঘ. রেমিটেন্স

উত্তর-খ

৫. বাজেট বলতে বুঝায়- [রাজশাহী বিশ্ববিদ্যালয় (অর্থনীতি): ০৭-০৮]

ক. আগামী অর্থবছরের সম্ভাব্য আয় ও ব্যয়

খ. বিগত অর্থবছরের আয় ও ব্যয়

গ. যেকোনো অর্থবছরের আয় ও ব্যয়

ঘ. ২০০৫-০৬ সালের আয় ও ব্যয়

উত্তর-ক

৬. বাংলাদেশ সরকারের আর্থিক সন কোনটি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বি-৭): ১৫-১৬/জবি

ক. ১ জানুয়ারি- ৩১ ডিসেম্বর

খ. ১ জুলাই – ৩০ জুন

গ. ১ বৈশাখ- ৩০ চৈত্র

ঘ. ১ মার্চ- ২৮ ফেব্রুয়ারি

উত্তর: খ

৭. বাংলাদেশে সাধারণত প্রণয়ন করা হয়- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডি ইউনিট): ১৭-১৮/ইবি (গ ইউনিট): ১৩-১৪/ ক. উদ্বৃত্ত বাজেট

৮. নিচের কোনটি দেশীয় বিনিয়োগ সংস্থা? রাজশাহী বিশ্ববিদ্যালয় (ইসলামী

ক. SEC

খ. ঘাটতি বাজেট

গ. সুষম বাজেট

ঘ. সম্পূরক বাজেট

উত্তর: খ

বৈজ্ঞানিক ইতিহাস; বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে গণনা করে – জিডিপি ও জিএনআই ।

বাংলাদেশের জাতীয় আয় গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান – বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ।

উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের জিডিপির বৃহৎ খাত – ৩টি (কৃষি, শিল্প ও সেবা) সার্বিকভাবে জিডিপির খাত রয়েছে – ১৯টি ।

বাংলাদেশের শিক্ষা-স্বাস্থ্য বিনোদন সাধারণভাবে অর্থনীতির যে খাতের আওতাধীন – সেবা খাত

পরার্থপরতার অর্থনীতির লেখক – ড. আকবর আলি খান ।

“আজব ও জবর আজব অর্থনীতি’ গ্রন্থের লেখক – আকবর আলি খান ।

রেহমান সোবহানের বিখ্যাত গ্রন্থ— ‘Untranquil Recollections: The Years of Fulfilment’, From two economics to two nations: My journey to Bangladesh

অর্থ বিভাগ

বাংলাদেশের অর্থনীতি

> বাংলাদেশের অর্থবছর (Fiscal Year) – ১ জুলাই শুরু হয়ে পরবর্তী ৩০ জুন শেষ হয়।

> বাংলাদেশের বাজেটের ধরন – ঘাটতি বাজেট (Deficit Finance)

অর্থ বিভাগের অধীনস্থ উল্লেখযোগ্য দপ্তর – ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লি.

> Investment Corporation of Bangladesh – ICB বাংলাদেশের একমাত্র – রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক।

→ গ্রাহকদের নিকট হতে আমানত সংগ্রহ করে না – আইসিবি ৷

> ICB প্রতিষ্ঠিত হয় – ১৯৭৬ সালের ১ অক্টোবর ।

> The Security Printing Corporation of Bangladesh Ltd. প্রতিষ্ঠিত হয় – ১৯৮৮ সালে, গাজীপুর।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; বাংলাদেশের অর্থনীতি

> অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে সংস্থা – জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় সক্রিয় অধিদপ্তর জাতীয় রাজস্ব বোর্ড

NBR এর পূর্ণরূপ — National Board of Revenue. প্রতিষ্ঠিত হয় – ১৯৭২ সালে ।

> বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস – কর রাজস্ব ।

> সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে – জাতীয় রাজস্ব বোর্ড ।

> রাজস্ব বোর্ডের প্রধান নির্বাহীর পদবি – চেয়ারম্যান। বোর্ডের প্রধান কাজ – কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর সংক্রান্ত বিধান তৈরি এবং তার আলোকে যথাযথ কর রাজস্ব আদায় করা ।

বাংলাদেশের কর কাঠামো দুই ভাগে বিভক্ত – প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। বাংলাদেশের অর্থনীতি

> প্রত্যক্ষ কর হলো – আয়কর, ভূমি উন্নয়ন কর, কর্পোরেট কর, নন জুডিশিয়াল স্ট্যাম্প। → পরোক্ষ কর – মূসক (VAT), বিক্রয়কর, আমদানি শুল্ক (Custom Duties), সম্পূরক শুল্ক (Supplementary Duties), আবগারি শুল্ক Excise Duties) বাংলাদেশ সরকারের কর-বহির্ভূত রাজস্বের উৎসসমূহ – টোল ও লেভি, সুদ, প্রশাসনিক ফি, ভাড়া ও ইজারা ইত্যাদি।

TIN হলো— করদাতা সনাক্তকরণ নম্বর (Taxpayers Identification Number) জাতীয় রাজস্ব বোর্ড ১০ ডিজিটের পরিবর্তে ১২ ডিজিটের চালু করে টিআইএন (e-TIN) ইলেকট্রনিক

অনলাইনে কর পরিশোধে জাতীয় রাজস্ব বোর্ড ই-পেমেন্ট পদ্ধতি চালু করে – ২৬ মে, ২০১২ সালে।

এনবিআরের (NBR) উদ্যোগে প্রতিবছর ‘জাতীয় আয়কর দিবস’ পালিত হয় – নভেম্বর ।

বাংলাদেশে ভ্যাটের সর্বোচ্চ হার – ১৫%।

বাংলাদেশে প্রচলিত প্রাইজবন্ডের ইউনিট মূল্য – ১০০ টাকা ।-

GK (বাংলাদেশের অর্থনীতি)

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

বাংলাদেশের অর্থনীতি

IDRA-Insurance Development and Regulatory Authority ( বাংলাদেশে বীমা কোম্পনীসমূহ নিয়ন্ত্রিত হয় – বীমা আইন, ২০১০ দ্বারা। ১৯৭৩ সালে একমাত্র জাতীয় বীমা শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশ বীমা একাডেমি (Bangladesh Insurance Academy – BIA) অবস্থিত মহাখালী, ঢাকা। সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন গঠিত হয় – ১৪ মে, ১৯৭৩ সালে। MRA – Microcredit Regulatory Authority (ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) মঙ্গা উত্তরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষত আশ্বিন-কার্তিক মাসে কাজহীন একটা অবস্থায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) মঙ্গা নিরসনে ‘প্রাইম’ নামে একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি চালু করেছিল – ২০০৬ সালে ।

২০০০ সালে প্রতিষ্ঠিত এসডিএফ (Social Development Foundation- SDF) এর প্রধান অফিস অবস্থিত – ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায়। → বিশ্ব ব্যাংকের সাহায্যপুষ্ট SDF এর দুটি প্রকল্প হলো – Social Investment Program Project (SIPP) Notun Jibon Livelihood Improvement Project (NJLIP) বাংলাদেশের অর্থনীতি

→ বাংলাদেশ বীমা কোম্পানি, SDF যে মন্ত্রণালয়ের অধীন – অর্থ মন্ত্রণালয়ের। BSEC সিকিউরিটিজ কমিশনের আন্তর্জাতিক সংস্থা – International Organization of Securities Commissions (IOSCO) এর ‘A’ ক্যাটাগরির সদস্য

→ বাংলাদেশের ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর লাইসেন্স ইস্যু করে – BSEC. পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লেনদেন করতে হয় – BO (Beneficiary Owners) হিসাবের মাধ্যমে।

তালিকাভুক্ত কোম্পানিসমূহের ইস্যুকৃত শেয়ার জমা থাকে – CDBL (Central Depository Bangladesh Limited) এর হিসাবে।

শেয়ার লেনদেন হয় – ইলেকট্রনিক (De-mat) প্রক্রিয়ার মাধ্যমে। শেয়ার মার্কেটে OTC এর পূর্ণরূপ – Over The Counter. OTC (ওটিসি) মার্কেট চালু হয় সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে । ২০০৪ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এবং ২০০৯।

ব্যাংক ব্যবস্থা (Banking System ) উপমহাদেশে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে – মুঘল আমলে (হিন্দুস্তান ব্যাংক) উপমহাদেশের প্রথম ব্যাংক— হিন্দুস্তান ব্যাংক ।

পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক– রিক্স ব্যাংক অব সুইডেন (১৬৫৬ সালে)। বিশ্বের বৃহত্তম কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব ইংল্যান্ড। পৃথিবীর প্রাচীনতম ব্যাংক- ব্যাংক অব শান্সী (চীন)।

বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ব্যাংক, সকল ব্যাংকের অভিভাবক, মুদ্রা ইস্যুকারী ব্যাংক, নিকাশ ঘর রয়েছে-বাংলাদেশ ব্যাংক।

> বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, সকল ব্যাংকের অভিভাবক, বাংলাদেশ সরকারের সরকারি ব্যাংক- বাংলাদেশ ব্যাংক। → পূর্ব নাম- স্টেট ব্যাংক অব পাকিস্তান। > প্রতিষ্ঠিত হয়- ১৬ ডিসেম্বর, ১৯৭১ > প্রশিক্ষণ একাডেমী অবস্থিত- মিরপুর > সদর দপ্তর– মতিঝিল, ঢাকা > গভর্নরের মেয়াদ– ৪ বছর > প্রথম গভর্নর– এএনএম হামিদুল্লাহ (১৯৭২-১৯৭৪) > বাংলাদেশ ব্যাংক ভবন, মতিঝিল। বর্তমান গভর্নর– আবদুর রউফ তালুকদার, ১২তম (২০২২) > গভর্নর নিয়োগ দেন– রাষ্ট্রপতি। বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোটে যার স্বাক্ষর থাকে— গভর্নরের → পরিচালনা পর্ষদ এর সদস্য– ৯ জন (গভর্নর, ৭ জন পরিচালক ও সচিব)। বাংলাদেশ ব্যাংকের মোট শাখা– ১০টি (মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট ও সর্বশেষ ময়মনসিংহ) >প্রথম নারী পরিচালক– অধ্যাপিকা হান্নানা বেগম। প্রথম নারী ডেপুটি গভর্নর– নাজনীন সুলতানা >বাংলাদেশ ব্যাংক ভবনের স্থপতি— শফিউল কাদের। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমী অবস্থিত- মিরপুর।

বাংলাদেশ ব্যাংক মুদ্রা জাদুঘর অবস্থিত– বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমী মিরপুরে

বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ– মুদ্রা ও নোট প্রচলন। ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ-,নিকাশ ঘর (Clearing House)| বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ- মুদ্রা বাজার নিয়ন্ত্রণ মুদ্রানীতি প্রণয়ন বৈদেশিক মুদ্রা বিনিময় ঋণ দানের সর্বশেষ আশ্রয়স্থল।

BK (বাংলাদেশ বিষয়াবলি; বাংলাদেশের অর্থনীতি)

বাংলাদেশের অর্থনীতি

বিশেষায়িত ব্যাংক (Specialized Bank) ৩টি। ১/বাংলাদেশ কৃষি ব্যাংক ২/ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ৩/ প্রবাসী কল্যাণ ব্যাংক

সিটি ব্যাংক লি.– ১৯৭৩ সালে প্রতিষ্ঠা; ১৯৮৭ সালে কার্যক্রম শুরু করে। এই ব্যাংক ৩ দিনে অভিবাসী ঋণ মঞ্জুর করে থাকে।

বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক – এবি (আরব বাংলাদেশ ব্যাংক লি.) → ২০০৯ সালে বাংলাদেশে প্রথম American Express Cards ইস্যু করে – → বাংলাদেশের প্রথম ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংক – ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. Limited’ (BML) নামে মালদ্বীপে কার্যক্রম পরিচালনা করে – ১৯৮২-৯২ মেয়াদে। IFIC ব্যাংক লি. মালদ্বীপ সরকারের সাথে যৌথ ব্যবস্থাপনায় ‘Bank of Maldives → বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত ব্যাংক – কমিনিউটি ব্যাংক বাংলাদেশ লি… → বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক – স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক লি.

→ বাংলাদেশে প্রথম টেলি-ব্যাংকিং চালু করে – স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক লি…

Standard Chartered ও ANZ Grindlays ব্যাংকের মধ্যে একত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় – ২০০২ সালে ।

বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড চালু করে – ANZ Grindlays.

অ-তালিকাভুক্ত ব্যাংক (Non-Scheduled Bank ) বাংলাদেশের অ-তালিকাভুক্ত ব্যাংকসমূহ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জুবিলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, গ্রামীণ ব্যাংক । ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ দেয়- ‘কর্মসংস্থান ব্যাংক। পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় – ২০১৪ সালে।

Check Also

শব্দ কাকে বলে, শব্দ কত প্রকার ও কি কি

শব্দ কাকে বলে ও শব্দ কত প্রকার কি কি

“শব্দ কাকে বলে ও শব্দ কত প্রকার কি কি” অধিক আলোচিত প্রশ্ন। মূলত, এক বা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *