Recent GK Bangladesh 2023
Recent GK Bangladesh 2023

বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান; বৈদেশিক লেনদেন, ব্যাংক ব্যবস্থাপনা

বৈদেশিক লেনদেন, ব্যাংক ব্যবস্থাপনা

বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান এর আজকের এই অংশে আমরা বৈদেশিক লেনদেন, ব্যাংক ব্যবস্থাপনা, বিমা ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানব।

বৈদেশিক লেনদেন (বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান)

  • বাংলাদেশের সবচেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগকারী (FDI) → যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই → তাইওয়ানের
  • বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান খাত → তৈরি পোশাক
  • বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সাহায্য ও ঋণ প্রদানকারী দেশ জাপান
  • বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণ করে → বাংলাদেশ উন্নয়ন ফোরাম
  • বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকৃত খাত বস্ত্র ও পোশাক।
  • বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী সংস্থা → আইডিএ
  • দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের খাত → চিংড়ি ও চামড়া
  • ইপিজেডগুলো বিনিয়োগকারী দেশ → ৩৭টি
  • মোট রপ্তানি আয়ের ইপিজেড-এর অবদান → ১৮%
  • বৈদেশিক বাণিজ্যের প্রসারের জন্য দূতাবাসে নিযুক্ত ব্যক্তি → ইকোনমিক কাউন্সিলর
  • বাংলাদেশ মাথাপিছু বৈদেশিক ঋণ → ১৮৫ মার্কিন ডলার
  • বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি → ভারতের সাথে

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ

আমার বাড়ি আমার খামার : গ্রামীণ অর্থনীতিতে নিজস্ব পুঁজি গঠন ও বিনিয়োগের মাধ্যমে এবং কৃষি উৎপাদন ও জীবিকা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন বৃদ্ধি করতে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের অংশ হিসেবে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ এর যাত্রা শুরু হয় ।

আশ্রয়ণ প্রকল্প : ঘূর্ণিঝড় ও নদী ভাঙনে ছিন্নমূল অসহায় পরিবারের পুনর্বাসন আশ্রয়ণ প্রকল্পের প্রধান লক্ষ্য ।

ডিজিটাল বাংলাদেশ : ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া এবং প্রত্যেক খাতে জবাবদিহিতা নিশ্চিত করা । বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

শিক্ষাসহায়তা ট্রাস্ট : শিক্ষাসহায়তা ট্রাস্টের লক্ষ্য হলো বিদ্যালয়গামী শিশুদের ১০০% ভর্তি নিশ্চিত করা, মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে বই সরবরাহ, মেয়েদের বিনামূল্যে শিক্ষাসহ বৃত্তি দেওয়া ।

নারী ক্ষমতায়ন কর্মসূচি : নারী ক্ষমতায়ন কর্মসূচির লক্ষ্য হলো নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূর করা। সামাজিক ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিহত করা। এটি বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের আইনকানুন বাস্তবায়ন; পল্লী মাতৃস্বাস্থ্যকেন্দ্র স্থাপন; ৪ মাস থেকে ৬ মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সবার জন্য বিদ্যুৎ : জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধি করতে, দারিদ্র্য নির্মূলকরণে এবং দেশের আর্থসামাজিক ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রত্যেক ঘরে বিদ্যুৎ সরবরাহ করতে ‘সবার জন্য বিদ্যুৎ’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য কর্মসূচি : গ্রামীণ দরিদ্রের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

বিনিয়োগ উন্নয়ন : বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) এবং স্থানীয় বিনিয়োগ বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, ইলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, ১০০টি বিশেষ বেসরকারি অর্থনৈতিক এলাকা নির্মাণ ইত্যাদির মতো অনেক মেগা প্রকল্পের মাধ্যমে স্থানীয় ও বিদেশি বিনিয়োগবান্ধব প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি : সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হলো আলাদা আলাদা সুবিধাভোগীদের ও সামগ্রিকভাবে সমাজের কল্যাণ করা এবং সুরক্ষাবলয় তৈরি করা। বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

পরিবেশ সুরক্ষা : পরিবেশ সুরক্ষার উদ্যোগের লক্ষ্য হলো পরিবেশ ও জীববৈচিত্র্যের রক্ষা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি চিহ্নিত করা। পরিবেশ ও টেকসই উন্নয়নে অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ২০১৫ সালে ইউএনইপির ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

ব্যাংক ব্যবস্থাপনা

ব্যাংক হিসাব হলো ব্যাংকার ও গ্রাহকের মধ্যে একটি চুক্তি। এর মাধ্যমে ব্যাংকে টাকা জমা ও উত্তোলন করা যায়।

  • ব্যাংক হিসাব প্রধানত → তিন প্রকার
  • উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় → মুঘল আমলে
  • বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠা ১৬ ডিসেম্বর ** ১৯৭১ । পূর্বনাম State Bank of Pakistan। সদর দপ্তর মতিঝিল,ঢাকা।
  • বাংলাদেশ ব্যাংকের প্রধানের পদবি গভর্নর। গভর্নরের পদের মেয়াদ ৪ বছর। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার (১২তম)। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আনম হামিদুল্লাহ)।
  • বাংলাদেশ ব্যাংকের শাখা ১০টি (যথা : ১. ঢাকার মতিঝিল, ২. ঢাকার সদরঘাট, ৩. সিলেট, ৪. চট্টগ্রাম, ৫. রাজশাহী, ৬. রংপুর, ৭. বগুড়া, ৮. খুলনা, ৯. বরিশাল, ১০. ময়মনসিংহ)।
  • বাংলাদেশে IMF-এর কার্যালয় ছিল বাংলাদেশ ব্যাংকের পঞ্চম তলায়।
  • বাংলাদেশ ব্যাংকের স্থপতি শফিউল কাদের।
  • বাংলাদেশ ব্যাংক সুদের হার ৪%। বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
  • কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য মুদ্রার মান নিয়ন্ত্রণ।
  • নোটের বিপরীত নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে স্বর্ণ।
  • অর্থ মন্ত্রণালয় বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে।
  • বাংলাদেশ টাকা জাদুঘর অবস্থিত মিরপুর।
  • বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মিরপুর। গ্রিন ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক।
  • বাংলাদেশ ব্যাংকের স্থপতি শফিউল কাদের।
  • বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ন্ত্রিত হয় → Bank Companies Act-1991 অনুসারে (সর্বশেষ ২০১৩ সালে সংশোধিত)।বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
  • বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক । (বর্তমান নাম AB ব্যাংক) (১৯৮২)
  • Master Card প্রথম চালু করে → ন্যাশনাল ব্যাংক বর্তমানে দেশে বিশেষায়িত ব্যাংক আছে ২টি। এগুলো হলো → বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ।
  • রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ৬টি সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক ।
  • Bank rate → যে হারে কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংককে ঋণ দেয়
  • ATM → Automated Teller Machine • LC
  • Letter of Credit ব্যাংকের মাধ্যমে আমদানিকারক কর্তৃক রপ্তানিকারককে তার পাওনা পরিশোধের নিশ্চয়তা প্রদানের প্রত্যয়নপত্র।
  • বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা বিলুপ্ত হয়ে দুটি মিলে যে ব্যাংকটি গড়ে ওঠে বাংলাদেশের ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (BDBL)
  • সাধারণত বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকগুলোকে বলা হয় → তফসিলি ব্যাংক
  • যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা মেনে চলার শর্তে তালিকায় অন্তর্ভুক্ত থাকে না সেসব ব্যাংককে বলা হয়→ অ-তফসিলি ব্যাংক বা অ-তালিকাভুক্ত ব্যাংক
  • বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক → অধ্যাপিকা হান্নানা বেগম
  • বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় → ১৯৭২ সালে
  • বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক → সোনালী ব্যাংক লি.
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে;
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ২০১০ সালে;
  • বেসিক ব্যাংক → ১৯৮৯ সালে; বাংলাদেশ কৃষি ব্যাংক ১৯৭৩ সালে;
  • গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় → ১৯৮৩ সালে; বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
  • কর্মসংস্থান ব্যাংক → ১৯৯৮ সালে
  • বেসরকারি খাতে সর্বপ্রথম অনুমোদনপ্রাপ্ত ব্যাংক → দি সিটি ব্যাংক লিমিটেড
  • বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক → ট্রাস্ট ব্যাংক লিমিটেড
  • দ্রক্ষিণ এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক → ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
  • CAMELS-এর পূর্ণ রূপ → Capital Adequacy, Asset Quality, Management, Earning capacity, Liquidity, Sensitivity of market risks.
  • ক্যামেলস রেটিং → ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়দেনা, সম্পদ- সম্ভাবনা, লাভ-লোকসান, পুঁজি-বিনিয়োগ ইত্যাদি পর্যালোচনা করে বাংলাদেশের ব্যাংকগুলোকে ৫টি ক্যাটাগরিতে ভাগ করেছে → A. B, C, D, E গ্রেড
  • জনতা ব্যাংক লিমিটেডের পূর্বনাম → ইউনাইটেড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক । বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে। বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
  • অগ্রণী ব্যাংক লিমিটেডের পূর্বনাম → হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংক এই রূপালী ব্যাংক লিমিটেড → ব্যাংকটি সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাভুক্ত
  • এবি ব্যাংক লিমিটেড → বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক। ব্যাংকটির পূর্বনাম আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড
  • পূবালী ব্যাংকের পূর্বনাম → ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
  • উত্তরা ব্যাংক লিমিটেড → বাংলাদেশের প্রথম বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক
  • ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠা → ১৯৮৩ সালে; বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক
  • IFIC ব্যাংক → মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে
  • আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের পূর্বনাম →>> ওরিয়েন্টাল/আল- বারাকা ব্যাংক লিমিটেড
  • ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করে
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড → বাংলাদেশে প্রথম বিদেশি ব্যাংক। এ ব্যাংকটি বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড ও টেলিব্যাংকিং ব্যবস্থা চালু করে। বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
  • বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বিএসইসি (BSEC )
  • Bkash যে ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে → ব্র্যাক ব্যাংক
  • বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রক্ষা হয় → প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে

মুদ্রাসম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য : বিনিময়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম মুদ্রা। মুদ্রা তৈরিতে ব্যবহৃত উপকরণ ধাতব ও কাগজ। আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড BDT। উপমহাদেশে প্রথম কাগজে মুদ্রা চালু করে লর্ড ক্যানিং, ১৯৫৭ সালে। বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু হয় ৪ জানুয়ারি/১৯৭৩। বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

বাংলাদেশের প্রথম কাগজের নোট ১ ও ১০০ টাকার নোট। মুদ্রার ভাসমান বিনিময় হার চালু হয় ১ জুন ২০০৩। সরকারি নোটের মালিকানা বাংলাদেশ সরকার তথা অর্থ মন্ত্রণালয়ের। এতে স্বাক্ষর থাকে না অর্থ সচিবের। বাংলাদেশের বর্তমান সরকারি নোট তিনটি এক, দুই ও পাঁচ টাকা। ব্যাংক নোটের মালিকানা বাংলাদেশ ব্যাংকের; এতে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। বাংলাদেশে বর্তমান ব্যাংক নোট ৭টি; (১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার নোট) এতে স্বাক্ষর থাকে অর্থ সচিবের।

বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

বিমা ব্যবস্থাপনা

  • বাংলাদেশের বিমা প্রতিষ্ঠার ক্ষেত্রে পথিকৃৎ → খুদা বক্স
  • বর্তমানে দেশে বিমা প্রতিষ্ঠান রয়েছে → ৮১টি
  • বাংলাদেশে সরকারি/রাষ্ট্রায়ত্ত বিমা প্রতিষ্ঠান দুটি → জীবন বিমা করপোরেশন ও সাধারণ বিমা করপোরেশন
  • বাংলাদেশে চালু একমাত্র বিদেশি বিমা কোম্পানি → মেটলাইফ বাংলাদেশে বিমা সংস্থাগুলোকে জাতীয়করণ করা হয় → ১৯৭২ সালে। বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
  • বিমা করপোরেশন আইন পাস হয় → ১৯৭৩ সালে [সূত্র বাংলাপিডিয়া]
  • সাধারণ বিমা ও জীবন বিমা করপোরেশন প্রতিষ্ঠা লাভ করে → ১৪ মে ১৯৭৩
  • বিমা খাত যে মন্ত্রণালয়ের অধীন → অর্থ মন্ত্রণালয় (পূর্বে ছিল বাণিজ্য মন্ত্রণালয়)
  • IDRA-এর পূর্ণ রূপ → Insurance Development and Regulatory Authority
  • বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) প্রতিষ্ঠিত হয় → ২৬ জানুয়ারি ২০১১
  • বাংলাদেশের একমাত্র সরকারি বিমা সরকারি বিমা শিক্ষাপ্রতিষ্ঠান Bangladesh Insurance Academy
  • সাধারণ বিমা করপোরেশন প্রতিষ্ঠিত হয় → ১৪ মে ১৯৭৩ বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং অনুসরণ করা হয় → CAMELS পদ্ধতি
  • BIA-এর পূর্ণ রূপ → Bangladesh Insurance Academy বিমানীতির প্রধান কাজ → Protection against risks

কেন্দ্রীয় ব্যাংক

দেশের প্রধান ব্যাংক, এই ব্যাংককে কেন্দ্র করে দেশের অর্থ ব্যবস্থা এবং ব্যাংক ব্যবস্থা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। যেমন বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

কেন্দ্রীয় ব্যাংকের কাজ : বাংলাদেশ ব্যাংক মুদ্রা ও নোট প্রচলন; মুদ্রানীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণ; দেশের ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ; বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ; বিনিময় হার নিয়ন্ত্রণ; সরকারের ব্যাংক; ঋণ নিয়ন্ত্রণ; অন্যান্য ব্যাংকের ব্যাংক; ক্লিয়ারিং হাউসের কার্য পালন ও সর্বশেষ ঋণদাতা হিসাবে কাজ করে।

বাণিজ্যিক ব্যাংক

যে ব্যাংক জনগণের টাকা আমানত হিসেবে রাখে এবং ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদি ঋণ প্রদান করে; তাই বাণিজ্যিক ব্যাংক । যেমন → সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ইত্যাদি । বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

বাণিজ্যিক ব্যাংকের কাজ : আমানত সংগ্রহ; ঋণপ্রদান; মূলধন গঠন; বিনিয়োগ; ঋণ আমানত সৃষ্টি করা; অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা করা; অর্থ স্থানান্তরে সহায়তা; বিল বাট্টাকরণ; পাওনা আদায় ও দেনা পরিষদ, শেয়ার ক্রয়-বিক্রয়, মূল্যবান অস্থাবর সম্পদের সংরক্ষণ; ভ্রমণে সহায়তা, রিপোর্ট ও সাময়িকী প্রকাশ, প্রশিক্ষণ ইত্যাদি।

ব্যাংকের বিনিময় মাধ্যম

  • বাণিজ্যিক ব্যাংকগুলো লেনদেনের ক্ষেত্রে নিচের মাধ্যমগুলো সৃষ্টি করেছে → চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, LC, ব্যাংক গ্যারান্টি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড । চেক, বাহক চেক, হুকুম চেক, দাগকাটা চেক, ভ্রমণকারীর চেক, চেক হলো ব্যাংকের প্রতি গ্রাহকের লিখিত নির্দেশ ।
  • যে চেক বাহক ব্যাংকে জমা দিলে ব্যাংক টাকা প্রদান করে, তাই বাহক চেক ।
  • প্রাপকের আদেশ বা অনুমোদন ছাড়া যে চেকের অর্থ অন্য কাউকে ব্যাংক প্রদান করে না, তাই হুকুম চেক । এই চেকের বৈশিষ্ট্য হলো → বাহক বা হুকুম চেকের বামকোণে দুটি সমান্তরাল দাগকেটে চেক প্রস্তুত করা হয়।
  • যে চেক দেশে বা বিদেশে ভ্রমণের সময় ইস্যুকারী ব্যাংকের শাখা থেকে ভাঙানো যায়, তাই ভ্রমণকারীর চেক।
  • যে চেকের মাধ্যমে বিভিন্ন মার্কেটে এবং বড় বড় দোকানে মার্কেট চেক বাজার করা যায়, তাই মার্কেট চেক। একে চেক কার্ডও বলা হয়। যেমন → VISA, MASTER card ইত্যাদি। বাংলাদেশ সম্পর্কিত [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]
  • আপনজনকে উপহার দেওয়ার জন্য এই চেক ব্যবহার করা হয়।
  • ব্যাংক যে ড্রাফটের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ ব্যাংক ড্রাফট অর্থ প্রদানের জন্য দেশে-বিদেশে তার শাখা বা প্রতিনিধিকে নির্দেশ দেয়; তাই ব্যাংক ড্রাফট ।
  • পে-অর্ডারঃ যে অর্ডারের মাধ্যমে একই ক্লিয়ারিং হাউজের এলাকায় স্থাপিত বাণিজ্যিক ব্যাংক নির্দিষ্ট শাখাকে অর্থ প্রদানের নির্দেশ দেয়; তাই পে-অর্ডার ।
  • লেটার অব ক্রেডিটঃ যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানি কারককে তার পাওনা পরিশোধের নিশ্চয়তা প্রদান করে; তাই নিশ্চয়তা পত্র বা লেটার অব ক্রেডিট।
  • ব্যাংক গ্যারান্টিঃ যে দলিলের মাধ্যমে ব্যাংক গ্রাহকের পক্ষ থেকে পাওনাদারকে দায় পরিশোধের নিশ্চয়তা প্রদান করে; তাই ব্যাংক গ্যারান্টি ।
  • এই কার্ড দিয়ে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ডেবিট কার্ড তার অ্যাকাউন্ট থেকে এটিএম বুথ থেকে যেকোনো সময় টাকা তুলতে পারে। [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]
  • ক্রেডিট কার্ডঃ এই কার্ড ব্যবহার করে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে ধারে পণ্য কেনাবেচাসহ যেকোনো প্রকার লেনদেন সম্পন্ন করা যায়। যেমন → ATM- Automated Teller Machine.

একনজরে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  • বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ্-বাংলা ব্যাংক [৩৭তম বিসিএস]
  • কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় → ১৯৯৮ [২৭তম বিসিএস]
  • বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক → আরব-বাংলাদেশ ব্যাংক [২৬তম বিসিএস]
  • বাংলাদেশের যে প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা → গ্রামীণ ব্যাংক [২৬তম বিসিএস]
  • যে ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? → গ্রামীণ ব্যাংক [১৪তম বিসিএস] বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
  • বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত → গাজীপুর
  • ব্যাংক রেট (সুদের হার) হচ্ছে → কেন্দ্রীয় ব্যাংকের রেট
  • গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় → ১৯৮৩ সালে। [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]
  • বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বিএসইসি (BSEC )
  • Bkash যে ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে → ব্র্যাক ব্যাংক
  • বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় → বিহিত মুদ্রার প্রচলন
  • বর্তমান গ্রামীণ ব্যাংক ‘গ্রামীণ ব্যাংক প্রকল্প’ রূপে কাজ শুরু করে → ১৯৭৬ সালে
  • বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্রঋণ চালু করে → জাপান
  • কৃষিনির্ভর বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় → ১৯৬১ সালে
  • বাংলাদেশে যে ব্যাংক বিনা জামানতে ঋণদান করে → গ্রামীণ ব্যাংক
  • বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক → সোনালী ব্যাংক [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]
  • উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় যে আমলে → মোগল আমলে
  • ২ যে ব্যাংক সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাভুক্ত → রূপালী ব্যাংক
  • বাংলাদেশের যে ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে → আইএফআইসি ব্যাংক
  • বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রেস সিকিউরিটি প্রিন্টিং প্রেস→ দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লি , অবস্থান – গাজীপুর; প্ৰতিষ্ঠা লাভ-১৯৮৮ সালে .; এখান থেকে প্রথম মুদ্রিত হয় ১০ টাকার নোট; টাকা ছাপানোর কাগজ আমদানি করা হয় সুইজারল্যান্ড থেকে। [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]

একনজরে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  • স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট প্রথম চালু হয় → ৪ মার্চ ১৯৭২
  • ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত যে মুদ্রা বহন করে → ২ টাকা
  • এক ও দুই টাকার নোটে স্বাক্ষর থাকে → অর্থ সচিবের
  • বাংলাদেশে ব্যাংক নোট- ৭টি
  • লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন খ্রিষ্টাব্দে – ১৮৫৭
  • যে ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু সেতুর প্রতিকৃতি ব্যবহৃত হয়েছে → ৫ টাকার মুদ্রার
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান → ৪৮
  • আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড → BDT
  • বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয়/মুদ্রা হিসাবে টাকা চালু হয় → 8 মার্চ ১৯৭২
  • বাংলাদেশের কাগজের নোট প্রথম চালু হয় → ৪ মার্চ ১৯৭২
  • বাংলাদেশে ধাতব মুদ্রা চালু হয় ৪ জানুয়ারি ১৯৭৩ [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]
  • ১০ টাকার পলিমার নোটটি বাংলাদেশে প্রথম চালু হয় → ২০০০
  • আমাদের দেশে সর্বোচ্চ যত টাকা মানের কাগজের নোট প্রচলিত আছে → ১০০০
  • বাংলাদেশে কাগজের নোট আছে → ১০টি
  • বাংলাদেশে ১০০০ টাকা মূল্যমানের নোট চালু হয় → ২৭ অক্টোবর ২০০৮
  • বাংলাদেশে চালু পলিমার নোটটি মুদ্রিত → অস্ট্রেলিয়ায় । [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]
  • বাংলাদেশের ৫০০ টাকার নোট ছাপানো হয় জার্মানি থেকে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  • দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে? → গজারিয়া, মুন্সীগঞ্জ
  • বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে? → রাজশাহী
  • বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে → বিজয়পুরে
  • বাংলাদেশে প্রথম ও একমাত্র ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ কোথায় অবস্থিত? → চট্টগ্রাম
  • বাংলাদেশের বড় সার খারখানা কোনটি? → যমুনা সার কারখানা (তারাকান্দি)
  • কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? → রাঙ্গামাটির চন্দ্রঘোনায়
  • কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় → বাঁশ
  • বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? → গাজীপুর
  • বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি কী? → পোশাক সম্পদ
  • ‘কেয়ার’ একটি → আমেরিকান এনজিও
  • ‘মেস্তা’ এক জাতীয় ← পাট [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]
  • বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য কী? তৈরি পোশাক
  • আদমজী পাটকল কোন সালে বন্ধ হয়? → ২০০২
  • বাংলাদেশে Export Processing Zone (EPZ)-এর কার্যক্রম কোন সালে শুরু হয়? → ১৯৮৩
  • দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ → উত্তরা, নীলফামারী
  • How many Government EPZs exist in Bangladesh? অথবা, বাংলাদেশে বর্তমানে কয়টি সরকারি EPZ রয়েছে? → ৮ [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]
  • বাংলাদেশে পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি? → চীন
  • বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশে? → যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে আমদানির প্রধান উৎস দেশ কোনটি? চীন
  • বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস হলো → তৈরি পোশাক
  • বাংলাদেশের রপ্তানি পণ্য ‘White Gold’ কী? অথবা কোন পণ্যটি বাংলাদেশের ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত? → চিংড়ি বাংলাদেশে
  • Export Processing Zone (EPZ)-এর কার্যক্রম কোন সালে শুরু হয়? → ১৯৮৩
  • বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ? → যুক্তরাষ্ট্র
  • GSP-এর পূর্ণ রূপ কী? → Generalised System of Preference
  • WTO-এর চুক্তি অনুসারে বাংলাদেশ কোটাবিহীন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি শুরু করে কোন সালে? ২০০৫ [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]
  • ট্রেড ইউনিয়ন কী? → শ্রমিক সংগঠন
  • বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই; কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশ কোনটি? → তাইওয়ান
  • বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা হচ্ছে → বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম
  • বাংলাদেশে প্রথম কোন কোম্পানি ‘আইএসও ৯০০১’ সার্টিফিকেট লাভ করেছে? → এসিআই
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত? → ৪ বছর
  • গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? → ১৯৮৩
  • Bkash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে? → ব্র্যাক ব্যাংক
  • অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ কর্মসূচির লক্ষ্যে
  • ‘গ্রামীণ ব্যাংক’ প্রতিষ্ঠার সময়কাল কত? → ১৯৮৩
  • নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে → স্বর্ণ
  • SWIFT কোড সাধারণত ব্যবহার → Banks
  • ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? → ২ টাকা
  • উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে? → ১৮৫৭
  • দেশের বৃহত্তম যুদ্ধ বিমানঘাঁটির নাম → বিমানবাহিনী ঘাঁটি
  • বঙ্গবন্ধু বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে? → ৪১তম
  • বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? ৯১ টি
  • ‘ভোমরা’ স্থলবন্ধর কোন জেলায় অবস্থিত? → সাতক্ষীরা সড়কপথে
  • ঢাকা থেকে টেকনাফের দূরত্ব → ৪৭৫ কিলোমিটার [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]
  • চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত? → নীলফামারী
  • টেকনাফ থেকে সেন্টমার্টিন চলাচলকারী বিলাসবহুল জাহাজের নাম → কেয়ারী সিন্দবাদ
  • বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কী? বনৌজ পদ্মা
  • প্রস্তাবিত পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করবে? → মুন্সীগঞ্জ ও শরিয়তপুর
  • বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যোগদান করে→ নভেম্বর ২০০৭
  • স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল কত বছর? → ১০০ বছর
  • [বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান]

Check Also

প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস

প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। ২য় পর্ব

প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অত্যন্ত ব্যাপক এবং পৌরাণিক সংস্কৃতির অংশ। বাংলার প্রাচীন ইতিহাস প্রায় ২,৫০০ বছরের বেশির দীর্ঘকাল ধরে পর্যাপ্ত রূপে প্রকট হয়নি। তবে, কিছু ঐতিহাসিক উল্লেখ এবং প্রাচীন সংস্কৃতির উপস্থিতি অনুসারে বাংলার প্রাচীন ইতিহাস অনুশীলন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *