সমর্থক শব্দ for bcs
xr:d:DAFzBJdWhvY:6,j:3955695208412353170,t:23111105

সমার্থক শব্দ ভান্ডার

সমান অর্থবিশিষ্ট শব্দকে ‘সমার্থ’ বা সমর্থক শব্দ বলে কিন্ত এটির সঠিক রুপ হলো ‘সমার্থক’ শব্দ। যেমন : রাবণ : লঙ্কানাথ, দশানন, নিকষানন্দন । রক্ষ : কুলনিধি, রাক্ষসপতি, রাঘবারি । নিম্নে সমার্থক শব্দ ভান্ডার দেওয়া হলো।

সাধারণত অজ্ঞাতমূল শব্দের সমার্থক শব্দ হয় না । সমার্থক শব্দ শব্দভাণ্ডার সমৃদ্ধ করে । সৃজনশীল সাহিত্য সৃষ্টিতে সাহায্য করে । সমার্থক শব্দ ভাষাশৈলীর অবয়ব গঠনকে সমৃদ্ধ করে । সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়।

Table of Contents

অঙ্গ-প্রত্যঙ্গ সম্বন্ধীয় সমার্থক শব্দ ভান্ডার

কথাঃ ভাষা, বাণী, উক্তি, বচন, বচঃ, বাক্য ।

হাতঃ কর, বাহু, ভুজ, হস্ত, পাণি ।

উদরঃ উদরপরতা, ঔদরিকতা, পেট, জঠর ।

চোখঃ অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন আঁখি (পদ্যে), দৃষ্টি, ছক, দর্শন, ঈক্ষণ

চুলঃ অলক, কুন্তল, কেশ, চিকুর। সীমান্ত

কপালঃ ললাট, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি ।।

কানঃ কর্ণ, শ্রবণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয়, শ্রব ।

কপোলঃ গাল, গণ্ডদেশ ।

দেহঃ গাত্র, গা, তনু, শরীর, কায়া, অঙ্গ, কলেবর ।

নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর

০১. ‘চুল’ এর সমর্থক শব্দ শব্দ কোনটি? [নন-ক্যাডার ক্যামেরাম্যান (তথ্য মন্ত্রণালয়)’১৯]

ক. পিক

গ. লোচন

খ. চিকুর

ঘ. সুত

উত্তরঃ খ. চিকুর

০২. ‘কপোল’ এর প্রতিশব্দ কী? [DPE-এর সহকারী শিক্ষক ‘১৮]

ক. ভাগ্য

খ. গাল

গ. ললাট

ঘ. কপাল

উত্তরঃ খ. গাল

০৩. নিচের কোন শব্দটি ‘চিকুর’ শব্দের সমর্থক শব্দ নয়? [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার ‘১৬/

ক. চুল

খ. কুন্তল

গ. কেশ

ঘ. কর

উত্তর: ঘঃ কর।

০৪. ‘চক্ষু’ এর সমর্থক শব্দ নয়- [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ‘১৩; প্রাথমিক

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ’১০]

ক. নয়ন

খ. লোচন

গ. অক্ষি

০৫. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের- উত্তরঃ শব্দভাণ্ডার সমৃদ্ধ হয় [৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ’১৩]

০৬. নিচের কোন শব্দটি ‘কপাল’ এর সমার্থক? উত্তরঃ ললাট [বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী ‘১৩]

০৭. ‘কপোল’ শব্দটির অর্থ কী? উত্তরঃ গাল [জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যক্তিগত সহকারী ‘১৩]

০৮. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের- সৌন্দর্য বৃদ্ধি পায়। [৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ’১২]

০৯. ‘কেশ’ এর সমার্থক শব্দ নয়— [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ‘১২ (মেঘনা);

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ‘১০ ]

ক. কুন্তল

খ. ললাট

গ. অলক

ঘ. চুল

উত্তর: খ

১০. ‘কপোল’ এর প্রতিশব্দ কী? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ‘১১;

রাবি ‘০৬-০৭]

ক. কপাল

খ. ভাগ্য

গ. গাল

ঘ. ললাট

উত্তর: গ

‘নেত্র’ শব্দের সঠিক অর্থ কোনটি? [খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক ‘০৯]

ক. চোখ

খ. চন্দ্ৰ

গ. সূৰ্য

উত্তরঃ ক

‘পাণি গ্রহণ’ কথাটি যা থেকে এসেছে– [সহকারী জজ নিয়োগ পরীক্ষা ‘০৮]

ক. মালা

খ. ফুল

গ. বীণা

ঘ. সূর্য

ঘ. ক্ষেত্র

উত্তর: ক

উত্তর: ক

ঘ. হাত

উত্তর: ঘ

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর

০১. চঞ্চ’ শব্দের অর্থ— [ঢাবি ‘০৮-০৯]

ক. নাক

খ. মুখ

গ. ঠোঁট

ঘ. গলা

উত্তর: গ

০২. ‘পাণি’ শব্দের অর্থ— [কুবি (খ ও গ ইউনিট) ‘০৮-০৯]

ক. জল

খ. হাত

গ. পরিষ্কার

ঘ. সৌন্দর্য

উত্তর: খ

জীবজন্তু সম্বন্ধীয় সমার্থক শব্দ ভান্ডার

সাপঃ অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প, ভুজগ, ভুজঙ্গম, উরগ, পন্নগ, কাকোদর, সরীসৃপ ।

গরুঃ গো, গাভী, ধেনু, পয়স্বিনী

হরিণঃ শম্বর, মৃগ, কুরঙ্গ, ঋষ্য, সারঙ্গ, সুনয়ন, শিখী ।

সিংহঃ কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হরি, হর্যক্ষ ।

বানরঃ শাখামৃগ, বাঁদর, বান্দর ।

হাতিঃ কুঞ্জর, করী, গজ, মাতঙ্গ, হস্তী, রদনী, দ্বিপ ।

ঘোড়াঃ দন্তী, কিস্তি কারণ ঘোটক, বাজী, অশ্ব, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, হয় ৷

নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর

০১. ‘হরিণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অডিটর ‘১৮]

ক. শম্বর

ঘ. কেশরী

খ. গজ

খ. দ্বিপ

ঙ. কোনোটিই নয়

উত্তর: ক

বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ পরিক্ষা দিন

০২. ‘সাপ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [স্বাস্থ্য অধিদপ্তরের পরিবার পরিকল্পনা সহকারী ‘১৮]

ক. অর্ণব

খ. গজ

গ. অহি

ঘ. সুর

উত্তর: গ

০৩. ‘সারমেয়’ শব্দের অর্থ– কুকুর। [জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পিএসসি’র সহকারী পরিচালক ‘১৬]

০৪. ‘হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তরঃ করি। [দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়) ’১৫; ১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ‘১৪]

০৫. ‘মাতঙ্গ’ কার সমার্থক? উত্তরঃ হাতি। [দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/পর্যায়) ’১৫]

০৬. ‘হাতি’ এর সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ করি। [১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ‘১৫]

০৭. ‘ঘোটক’ শব্দের অর্থ কী? উত্তরঃ খ. ঘোড়া [প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (রাইন) ’১৩]

০৮. কোন শব্দটি ‘ঘোড়ার’ সমার্থক? উত্তরঃ ক. তুরঙ্গ(প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ‘১৩।

০৯. ‘মৃগেন্দ্র’ এর প্রতিশব্দ গ. সিংহ [বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাঠ কর্মকর্তা ‘১৩]

১০. ‘কুঞ্জর’ শব্দের অর্থ কী? উত্তরঃ হাতি। [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ‘

১১. ‘দ্বিপ’ অর্থ কী? উত্তরঃ ক. আলো [বিআরডিবি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ‘১২]

১২. ‘সর্প’ শব্দের সমার্থক নয় কোনটি? উত্তরঃ সাপ [বিসিআইসি’র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ১১]

১৩. ‘ঘোড়া’ এর সমার্থক শব্দ নয় কোনটি? উত্তরঃ ক. অশ্ব [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক ‘১০]

১৪. কোনটি ‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ নয়? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (দড়াটানা) ‘০৮] ক. ঘোড়া

ক. ঘোড়া

খ. হিমকর

গ. তুরঙ্গ

ঘ. বাজী

উত্তরঃ খ

ব্যাংক/বিমা পরীক্ষার প্রশ্নোত্তর

০১. ‘হয়’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ ক. হাতি [পূবালী ব্যাংক লি. অফিসার/সিনিয়র অফিসার ‘১৪]

০২. ‘হরিণ’ শব্দের প্রতিশব্দ-খ. কুরঙ্গ [প্রবাসী কল্যাণ ব্যাংক লি. সিনিয়র অফিসার ‘১৪]

০৪. নিচের কোন জোড় সমার্থক শব্দের দৃষ্টান্ত? [রূপালী ব্যাংক লি. জুনিয়র অফিসার ’১৬

ক. হয়, বাজী

খ. রওশন, আসমান

গ. সওদা, জবান

ঘ. লোচন, চিকুর

পাখ-পাখালি সম্বন্ধীয়

সমার্থক শব্দ ভান্ডার

ভ্রমরঃ মধুকর, মধুলেহ, মধুপ, ভোমরা, মৌমাছি, অলি, ভুঙ্গ, ষট্‌পদ, শিলীমুখ ।

কবুতরঃ কপোত, পায়রা, পারাবাত, নোটন ।

ময়ূরঃ কলাপী, কেকা, শিখী, শিখণ্ডী, শিখণ্ডক ।

কোকিল: পরভৃত, পিক, কাকপুষ্ট, পরপুষ্ট, অন্যপুষ্ট, কলকণ্ঠ, বসন্তদূত ।

পক্ষী: বিহগ, বিহঙ্গম, দ্বিজ, খেচর, পাখি, বিহঙ্গ, খগ ।

কাক: বায়স, পরভৃৎ, কানুক, বৃক, বলিভুক, কঙ্ক ।

নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর

০১. ‘কপোত’ শব্দটির ঠিক অর্থ কোনটি? উত্তরঃ খ.কবুতর। [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ’১৮]

০২. ‘ময়ূর’ শব্দের সমার্থক কোনটি? উত্তরঃ কলাপি। [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ‘১৮]

০৩. ‘বিহঙ্গ’ শব্দের অর্থ কী? উত্তরঃ গ. পাখি। [পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী ‘১৬]

০৪. ‘পঞ্চম স্বর’ এর অর্থ কী? উত্তরঃ ক. কোকিলের সুরলহরী [প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (২২ জেলা) ’১৬]

০৫. ‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ খ. শিখণ্ডী। [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) ‘১৬]

০৬. ‘খেচর’ কোনটি? উত্তরঃ খ. আকাশচারী। [বন অধিদপ্তরের বন প্রহরী ‘১৫] [১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা

০৮. ‘কোকিল’ এর ঠিক প্রতিশব্দ কোনটি? উত্তরঃ গ. বসন্তদূত [বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা ‘১৩; চবি (ঙ ইউনিট) ‘০৫-০৬]

০৯. ‘কোকিল’ এর ঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর: খ. পরভৃত [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ‘১৩] ক. পিউ

১০. ‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর: খ. পরভৃত [প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ‘১৩]

১১. ‘খগ’ শব্দটির অর্থ কী? উত্তর: পাখি [বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক ‘১১]

আত্মীয় সম্পর্ক সমার্থক শব্দ ভান্ডার

নারীঃ অবলা, কামিনী, রামা, অঙ্গনা, ভামিনী, মহিলা, স্ত্রীলোক, রমণী।

পুত্রঃ ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ।

স্বামীঃ নাথ, কান্ত, দয়িত, পতি, মনিব, প্রভু ।

পিতাঃ আব্বা, জনক, বাবা, জন্মদাতা, বাপ, প্ৰভু ।

স্ত্রীঃ ভার্যা, পত্নী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দার, কলত্র, বনিতা, কাস্তা ।

মাতাঃ  গর্ভধারিণী, প্রসূতি, মা, জননী, জনিকা, জন্মদাত্রী, মাতৃ ।

রাজাঃ নরেন্দ্র, নরেশ, নৃপতি, নরপতি, ভূপতি, ভূপাল ।

কন্যাঃ মেয়ে, তনয়া, নন্দিনী, সুতা, দুহিতা, আত্মজা, দুলালী, পুত্রী, ঝি

০১. কোনটি ‘নারী’ শব্দের সমার্থক শব্দ? [নন-ক্যাডার প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা কোটা) ’১৮)

ক. ধ্বনি

খ. লারা

গ. সখি

ঘ. চাঁদিনী উত্তরঃ ঘ

০২. ‘কন্যা’ এর সমার্থক শব্দ কোনটি? [BCSIC এক্সটেনশন অফিসার ‘১৮]

ক. চাদনি  

খ.আত্মজা

গ.শিখরী

ঘ. ধনি

ঙ.কোনোটিই নয়

উত্তর: খ

০৩. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়? (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (মুক্তিযোদ্ধা) ’১৬]

ক. আত্মজ

খ. তনয়

গ. নন্দন

ঘ. শৈল উত্তর: ঘ

০৪. ‘রাজা’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ’১৫)

ক. নৃপতি

খ. অম্বুপতি

গ. মহীপতি

ঘ. নৃপ উত্তর: খ

০৫. ‘নন্দিনী’ এর প্রতিশব্দ কোনটি? [পল্লী উন্নয়ন বোর্ড-এর মাঠকর্মী ‘১৪; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপ-আঞ্চলিক ব্যবস্থাপক ‘১৩]

ক. মিনাক্ষী

খ. তনয়া

গ. সুন্দরী

ঘ. ননদিনী উত্তর: খ

০৬. ‘পুত্র’ এর সমার্থক শব্দ নির্ণয় কর : [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান জুনিয়র অ্যাসিসটেন্ট অফিসার ‘১৪]

ক. পতি

খ. তনু

গ. তনয়

ঘ. কোনোটিই নয়

উত্তর: গ

মূল শব্দ / সমার্থক শব্দ ভান্ডার

চাঁদঃ ইন্দু, কুমুদিনীনাথ, চন্দ্র, চন্দ্রমা, সুধাংশু, হিমাংশু, হিমকর, শীতাংশু, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশধর, শশাঙ্ক, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, শীতকর, কলানাথ, কলানিধি ।

সূর্যঃ আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, আদিত্য, অর্ক, কিরণমালী, বিভাকর, বিভাবসু, বিবস্বান, মিহির, আফতাব ।

পৃথিবীঃ ক্ষিতি, ভূ, অবনী, বসুমতী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, মেদিনী, বসুধা, মহী, উর্বী, পৃথ্বী, ভুবন, জগৎ, অদিতি।

বিসিএস পরীক্ষার সমর্থক শব্দ প্রশ্নোত্তর

০১. ‘সূর্য’ শব্দের সমর্থক শব্দ কোনটি? [৩৮তম বিসিএস]

ক. অর্ণব

খ. অর্ক

ঘ. পল্লব

উত্তর: খ

০২. ‘অদিতি’ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? [৩১তম বিসিএস; উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও

ব্যক্তিগত কর্মকর্তা ‘১৬]

ক. নীর

খ. পৃথ্বী

গ. ক্ষিতি

ঘ. অবনী

উত্তরঃ গ

সমার্থক শব্দ ভান্ডার

ছুতারঃ তক্ষক, খোদাইকর, সূত্রধর ।

দোকানঃ বিপণি, পণ্যগৃহ, আপণ, পণ্যবিচিত্রা, পণ্যশালা ।

দারোয়ানঃ দৌবারিক, দ্বারপাল, দ্বারী ।

চিকিৎসকঃ ভিষক, বৈদ্য, ডাক্তার, কবিরাজ ।

ব্যবসায়ীঃ বেনে, বানিয়া, বণিক, সওদাগর ।

স্বর্গ-মর্ত্য সম্বন্ধীয় সমার্থক শব্দ ভান্ডার

ঘরঃ নিবাস, নিকেতন, আগার, ধাম, ভবন, বাটী, সদন, গৃহ, আলয়, আবাসন । অমর, দেব, সুর ।

ঋত্বিকঃ হোমী, হোমক, হোত্রী, যাজ্ঞিক, যাজক ।

স্বর্গঃ দেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, অমরাবতী, ত্রিদিব, ত্রিদশালয়, অমরালয়, বেহেশত, জান্নাত ।

পথঃ মার্গ, অয়ন, সরণি, সড়ক, দ্বার, রাস্তা, রাহা ।

ঈশ্বরঃ আল্লাহ, খোদা, জগদীশ্বর, ধাতা, বিধাতা, ভগবান, সৃষ্টিকর্তা, স্রষ্টা ।

মৃত্যুঃ ইন্তেকাল, ইহলীলা সংবরণ, ইহলোক ত্যাগ, চিরবিদায়, জান্নাতবাসী হওয়া, দেহত্যাগ, পঞ্চত্বপ্রাপ্তি, পরলোকগমন, লোকান্তর গমন, শেষ নিশ্বাস ত্যাগ, স্বর্গলাভ ।

ফুল/ফল সম্পর্কিত সমর্থক সমার্থক শব্দ ভান্ডার

পুষ্পঃ কুসুম, রঙ্গন, ফুল, প্রসূন ।

কলাঃ কদলী, রম্ভা, পত্রগোটা, শিলীন্ধা ।

বাগানঃ উদ্যান, নিকুঞ্জ, উপবন, লতাগৃহ, কানন, মালঞ্চ, বাগিচা, কুঞ্জ ।

কাঁঠালঃ পনস, কণ্টকফল, ফলকণ্টক, পূতফল, ইঁচড় ।

পদ্মঃ পঙ্কজ, সরোজ, রাজীব, উৎপল, কমল, শতদল, সরোবর, অরবিন্দ ।

সমীর বা যুদ্ধ-বিগ্রহ সম্বন্ধীয় সমার্থক শব্দ ভান্ডার

যুদ্ধঃ আহব, সমর, রণ, সংগ্রাম, বিগ্রহ, দ্বন্দ্ব, লড়াই, সংঘাত ।

ভয়ঃ ত্রাস, ভীতি, দারুণ, ডর, শঙ্কা, আতঙ্ক ।

শত্রুঃ অরি, বৈরী, প্রতিপক্ষ, অরাতি, রিপু, দুশমন ।

ভয়ানকঃ ভীম, ভীষণ, শিহরণ, ভয়ঙ্কর, ভয়াবহ ।

খড়গঃ অসি, তরবারি, তলোয়ার, কৃপাণ, ঢাল ।

সমার্থক শব্দ ভান্ডার

কালোঃ অসিত, কৃষ্ণ, শ্যাম, শ্যামল ।

সাদাঃ শুক্ল, শুভ্র, শুচি, শ্বেত, সিত, বিশদ, গৌর, ধবল ।

রক্তঃ রুধির, শোণিত, লহু, রাঙা, আবির ।

দিন-রাত্রি / দিবস-রজনী / আলো-আঁধার সম্বন্ধীয় সমার্থক শব্দ ভান্ডার

কিরণঃ কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, রশ্মি, অংশুমালা, অংশুজাল ।

অন্ধকারঃ আঁধার, তমসা, তম, তমঃ, তিমির, তমিস্র, নিরালোক, অমা, শর্বর ।

আলোঃ ভাতি, দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, নূর, রওশন, অংশু ।

রাত্রিঃ শর্বরী, নিশা, নিশীথিনী, বিভাবরী, রজনী, যামিনী, ত্রিযামা, নিশি (কবিতায়) ।

দিনঃ দিবস, দিবা, বার্সর, অহঃ, অহ্ন।

জ্যোৎস্নাঃ চন্দ্রিকা, কৌমুদী, চাঁদিনী (কবিতায়), চন্দ্রিমা, চন্দ্রকিরণ, জোছনা ।

জল/পানি সম্বন্ধীয় সমর্থক শব্দ বা একার্থক শব্দ বা প্রতিশব্দ

সমুদ্রঃ অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু, দীর্ঘিকা, প্রণালি, উদধি, পয়োধি, পাথার, রত্নাকর, নদীকান্ত ।

নদীঃ শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ, তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, নির্ঝরিনী, প্রবাহিনী, গিরি, নিঃস্রাব, কূলবতী ।

তীরঃ কূল, তট, সৈকত, কিনারা, অবধি, ধার, পুলিন, আশ্রয়, পাড়, শর । সুরধনী, ভাগীরথী, জাহ্নবী ।

ঢেউঃ ঊর্মি, তরঙ্গ, লহরী, বীচি, হিল্লোল ।

পুকুরঃ জলাশয়, দীঘি, পুষ্করিণী, সরস, সরসী, পল্বল ।

জল/পানিঃ অম্বু, অপ, নীর, পানি, সলিল, বারি, উদক, পয়, তোয়, প্রাণদ, বারুণ ।

মেঘঃ অভ্র, জলদ, জলধর, বারিদ, নীরদ, জীমূত, বলাহক, ঘন, তোেয়দ, পয়োদ, কাদম্বিনী ।

আনন্দ-খ্যাতি ও ধনী-দরিদ্র সম্বন্ধীয় সমর্থক শব্দ বা একার্থক শব্দ বা প্রতিশব্দ

সত্বঃ মন, আত্মা, সত্তা, প্রকৃতি, প্রাণ, স্বভাব, অস্তিত্ব ।

ইতিঃ অবসান, শেষ, বিরাম ।

খ্যাতিঃ নন্দিত, যশ, কীর্তি, অনিন্দ্য, প্রশংসা, সুখ্যাতি ।

আনন্দঃ হর্ষ, হরষ, উচ্ছ্বাস, উল্লাস, স্ফূর্তি, স্ফীতি, পুলক, সুখ, স্ফুরণ ।

ইচ্ছাঃ কামনা, বাসনা, অভিপ্রায়, অভিলাষ, মনোরথ, লিপ্সা, আকাঙ্ক্ষা, স্পৃহা ।

দরিদ্রঃ গরিব, অভাবগ্রস্ত, দীন, কাতরহীন ।

ধনঃ অর্থ, সম্পদ, বিত্ত, ঐশ্বর্য, বিভব, বৈভব, দৌলত, সম্পত্তি ।

কুলঃ কৌলীন্য, বংশ, গোত্র, গোষ্ঠী ।

কূল = কিনারা

সমার্থক শব্দ ভান্ডার
সমার্থক শব্দ ভান্ডার

বায়ু বিদ্যুৎ সমর্থক শব্দ বা একার্থক শব্দ বা প্রতিশব্দ

বায়ুঃ পবন, বাতাস, সমীরণ, বাত, মরুত, অনিল, সমীর ।

বিদ্যুৎঃ ক্ষণপ্রভা, বিজলী, চপলা, সৌদামিনী, তড়িৎ, চঞ্চলা, শম্পা ।

আগুনঃ সর্বভুক, বিভাবসু, কৃশানু, বহ্নি, পাবক, অগ্নি, অনল, হুতাশন, হুতাশ, বৈশ্বানর ।

আকাশঃ আসমান, গগন, নভঃ, অম্বর, অন্তরীক্ষ, ব্যোম ।

নারী সমর্থক শব্দ বা একার্থক শব্দ বা প্রতিশব্দ

নারীঃ অবলা, কামিনী, রামা, অঙ্গনা, ভামিনী, মহিলা, স্ত্রীলোক, রমণী।

পুত্রঃ ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ। *

স্বামীঃ নাথ, কান্ত, দয়িত, পতি, মনিব, প্রভু ।

পিতাঃ আব্বা, জনক, বাবা, জন্মদাতা, বাপ, প্ৰভু ।

স্ত্রীঃ ভার্যা, পত্নী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দার, কলত্র, বনিতা, কাস্তা ।

মাতাঃ গর্ভধারিণী, প্রসূতি, মা, জননী, জনিকা, জন্মদাত্রী, মাতৃ ।

রাজাঃ নরেন্দ্র, নরেশ, নৃপতি, নরপতি, ভূপতি, ভূপাল ।

কন্যাঃ মেয়ে, তনয়া, নন্দিনী, সুতা, দুহিতা, আত্মজা, দুলালী, পুত্রী, ঝি

Check Also

ধ্বনি ও ধ্বনির পরিবর্তন

ধ্বনি পরিবর্তন কত প্রকার।

ধ্বনি ও ধ্বনির পরিবর্তন নিয়ে লেখা এই নিবন্ধে আলোচনা করা হয়েছে ধ্বনির সংজ্ঞা, ধ্বনি পরিবর্তন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *