সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ এর আজকের আলোচনায় থাকবে ভিশন-২০২১ বা রূপকল্প-২০২১, রূপকল্প ২০৪১, বাংলাদেশ উন্নয়ন ফোরাম, জাতীয় উৎপাদন, সরকারি আয়, সরকারি ব্যয় সংক্রান্ত বিস্তারিত আলোচনা। চলুন শুরু করি।

Table of Contents

ভিশন-২০২১ বা রূপকল্প-২০২১; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছরে পা রাখে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই লগ্নে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে কোন অবস্থানে দেখতে চেয়েছিল, সেটাই বস্তুত ভিশন ২০২১-এর মূলকথা। ভিশন-২০২১ এর প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য ছিল নির্ধারিত সময়ে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করা। রূপকল্প-২০২১ বাস্তবায়নে লক্ষ্যমাত্রা ছিল ২২টি।

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা

সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রতিপাদ্য ছিল প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ প্রত্যেক নাগরিকের ক্ষমতায়ন। ব্যয়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৩২ লাখ কোটি টাকা। বেশি প্রাধান্য স্বাস্থ্য খাত। পরিকল্পার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ উন্নীতকরণ, দারিদ্র্য দূরীকরণ, মানবসম্পদ উন্নয়ন, বিদ্যুৎ জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীতকরণ।

তিনটি ধাপে এ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সদ্যসমাপ্ত সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাংলাদেশের জিডিপি বেড়েছে উল্লেখযোগ্য হারে। পদ্মা সেতু, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ এসব মেগা প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায়।

আয়বৈষম্য বৃদ্ধি, কর-জিডিপি, রপ্তানি-জিডিপি অনুপাত হ্রাস পাওয়া ইত্যাদি নির্ণায়কে পিছিয়ে থাকলেও বিদ্যুৎ, অবকাঠামো, আইটিসহ নানা পরিমাপে বাংলাদেশের অর্জিত হয়েছে অভূতপূর্ব উন্নয়ন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সম্মানজনক স্বীকৃতি মিলেছে এ সময়ে । সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ২৯ ডিসেম্বর ২০২০ দেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ১ কোটি ১৭ লাখ মানুষের কর্মসংস্থান তৈরির বিশাল লক্ষ্যমাত্রা রেখে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

কর্মসংস্থান : ১ কোটি ১৬ লাখ ৭০ হাজার। এর মধ্যে ৩৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে প্রবাসে। বাকি ৮১ লাখ ৭০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে দেশে।

উচ্চমধ্যম আয়ের দেশ : ২০৩১ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতিকে উচ্চমধ্যম আয়ের দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হবে নতুন পরিকল্পনায়। BD Current Affairs Bangladesh

জিডিপি প্রবৃদ্ধি : ৮ দশমিক ৫১ শতাংশ।

বিদ্যুৎ উৎপাদন : ৩০,০০০ মেগাওয়াট।

মূল্যায়নের সূচক : ১০৪টি।

মাথাপিছু আয় : ৩,১০৬ ডলার ।

মূল্যস্ফীতি : 8.8b

দারিদ্র্যে : দারিদ্র্যের হার হবে ১৫.৬% এবং চরম দারিদ্র্যের হার হবে ৭.৪% । প্রবৃদ্ধি : প্রবৃদ্ধির হার হবে ৮%

শিল্পখাত : জিডিপিতে শিল্পখাতের অবদান ৪১.৮৬ শতাংশে উন্নীতকরণের লক্ষ্যে নির্ধারণ ।

খাদ্যশস্য সংরক্ষণ ক্ষমতা : ৩৭ লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রেক্ষিত পরিকল্পনা; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

২০১০ থেকে ২০২০ পর্যন্ত প্রথম প্রেক্ষিত পরিকল্পনার সফলতাকে কেন্দ্র করে ২০২১-২০৪১ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে । খসড়া রূপকল্পে উন্নত দেশ হওয়ার জন্য প্রয়োজনীয় সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

এরই মধ্যে ১ জুন ২০১৫ বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে এবং ২০৩১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা তথা রূপকল্প-২০৪১ তৈরি করা হচ্ছে। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার চ্যালেঞ্জ ১৫টি। মাথাপিছু আয় হবে ১২,৫০০ মার্কিন ডলার। প্রবৃদ্ধির হার হবে ৯.৯%। জনসংখ্যা বৃদ্ধির হার হবে ১.০৩%। মূল্যস্ফীতি হার হবে ৪.৫%। দারিদ্র্যের হার ৫% এবং চরম দারিদ্র্যের হার হবে ০.৬৮% । গড় আয়ুষ্কাল হবে ৮০ বছর।

রূপকল্প ২০৪১ : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে ২০৪১ সালকে বিশেষ বিবেচনায় নিয়েছে সরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘রূপকল্প ২০৪১’। এর ভিত্তিমূলে রয়েছে দুটি প্রধান অভীষ্ট :

    • ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, যেখানে মাথাপিছু আয় হবে ১২,৫০০ ডলারের বেশি,
    • বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে দারিদ্র্য হবে সুদূর অতীতের ঘটনা। BD Current Affairs Bangladesh

অভীষ্ট অর্জনের পথে আগামী দুই দশকে পরিবর্তন আসবে কৃষি, শিল্প ও বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য, পরিবহণ ও যোগাযোগ, ব্যবসার ধরন এবং কর্মসম্পাদন পদ্ধতিতে। ধারাবাহিক এ পরিবর্তনের সুফল সমাজের সব স্তরে সুষম বণ্টনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এ ‘ভিশন দলিলে’। প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্য ও কর্মপরিকল্পনা বিধৃত করা আছে মোট ১২টি অধ্যায়ে। সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

বাংলাদেশ উন্নয়ন ফোরাম

    • বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাকালীন নাম → বাংলাদেশ অ্যাইড গ্রুপ (BAG);
    • প্রতিষ্ঠিত হয় → ১৯৭৪ সালে;
    • অ্যাইড গ্রুপের নাম পরিবর্তন করে রাখা হয় → প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ (১৯৯৭);
    • বর্তমান নাম → বাংলাদেশ উন্নয়ন ফোরাম (BDF) ২০০৩
    • বাংলাদেশে উন্নয়ন ফোরামের বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে → ২০০৩ সালে থেকে (পূর্বে অনুষ্ঠিত হতো প্যারিসে) সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

LCG-এর পূর্ণ রূপ Local Consultative Group (বাংলাদেশকে সহায়তা করে এমন দেশ ও সংস্থা নিয়ে গঠিত স্থানীয় পরামর্শ গ্রুপ)। বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে সভাপতিত্ব করে → বিশ্বব্যাংক; প্রধান সমন্বয়কারীর ভূমিকাও পালন করে → বিশ্বব্যাংক

যৌথ অর্থনৈতিক কমিশন BD Current Affairs Bangladesh

    • JEC-এর পূর্ণরূপ Joint Economic Commission
    • বাংলাদেশ প্রথম যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে → ১৯৮২ সালে
    • বিভিন্ন দেশের সাথে যৌথ অর্থনৈতিক কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করে থাকে → অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
    • বর্তমানে বাংলাদেশের সাথে জয়েন্ট ইকনোমিক কমিশন রয়েছে → ১৭টি দেশ ও [১টি সংস্থা ইউরোপীয় অর্থনৈতিক পরিষদ (EEC)] জাতীয় আয়-ব্যয় (বাজেট)
    • বাংলাদেশ সংবিধানের ৮৭(১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে → প্রত্যেক অর্থ-বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত একটি বিবৃতি (‘বার্ষিক আর্থিক বিবৃতি’ নামে অভিহিত) সংসদে উপস্থাপিত হবে।সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
    • একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী সেবাপণ্যের আর্থিক মূল্যের সমষ্টি হলো → জাতীয় আয়
    • জাতীয় আয় পরিমাপের পদ্ধতি → ৩টি। ১. উৎপাদন পদ্ধতি, ২. আয় পদ্ধতি ও ৩. ব্যয় পদ্ধতি
    • GDP-এর পূর্ণরূপ – Gross Domestic Product
    • GNP-এর পূর্ণরূপ → Gross National Product
    • GDP ও GNP একই হয় → যখন আমদানি ব্যয় ও রপ্তানি আয় পরস্পর সমান হয়
    • GDP ও GNP-এর মূল পার্থক্য → জাতীয় সীমানা ও উৎপাদন ব্যবস্থায় নাগরিকদের অবদান। BD Current Affairs Bangladesh
    • কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে দেশের নাগরিক কিংবা বিদেশি নাগরিক কর্তৃক উৎপাদন হয় তার সমষ্টিকে বলা হয় → GDP
    • কোনো নির্দিষ্ট সময়ে দেশীয় নাগরিক কর্তৃক দেশের অভ্যন্তরে কিংবা দেশের বাইরে যে উৎপাদন হয় তার সমষ্টিকে বলা হয় → GNP

নিট জাতীয় উৎপাদন (Net National Product- NNP)

একটি দেশে এক আর্থিক বছরে উৎপাদিত ব্যবহার উপযোগী পণ্য বা সেবার আর্থিক মূল্য থেকে যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বা অপচয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই নিট জাতীয় উৎপাদন বা NNP. অর্থাৎ NNP = GNP → ক্ষয়ক্ষতি বা অপচয়জনিত ব্যয়। অতএব,

মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product-GDP) : একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক বছরে উৎপাদিত দ্রব্যসামগ্রী এবং সেবার আর্থিক মূল্যকে GDP বলে । সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

মোট জাতীয় আয় (Gross National Product-GNP) : এক বছরে GDP + বিদেশ থেকে প্রাপ্ত সম্পদ এবং সেবার মোট আর্থিক মূল্যকে GNP বলে । যেমন : Remittance, রপ্তানি আয়, বৈদেশিক সাহায্য এবং অনুদান

জাতীয় আয় (National Income- NI) : GNP থেকে অবচয় (Depreciation) বাবদ ব্যয়িত অর্থ বাদ দিলে যে অবশিষ্ট থাকে তাকে National Income বলে ।

প্রবৃদ্ধির হার (Growth rate) : গত বছরের তুলনায় বর্তমান বছরের আয়ের যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধির শতকরা হারকে প্রবৃদ্ধির হার বলে ।

মুদ্রাস্ফীতি (Inflation) : বাজারের একটি অবস্থা। বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধির ফলে দ্রব্যসামগ্রীর দাম যদি বেড়ে যায় এবং অর্থের মূল্য যদি কমে যায় সেই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

Devaluation : ডলারের বিনিময়ে টাকার মূল্যমান কমিয়ে দেওয়াকে বলা হয় Devaluation. এর মাধ্যমে রপ্তানিকে উৎসাহিত করা এবং আমদানিকে নিরুৎসাহিত করা হয়।

মাথাপিছু আয় (Per capita income) : একটি দেশের মোট জাতীয় আয়কে ঐ দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। জাতীয় রাজস্ব আদায়ের সর্বোচ্চ প্রতিষ্ঠান → জাতীয় রাজস্ব বোর্ড (NBR)

জাতীয় অর্থনীতির খাতসমূহ; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

    • অর্থনীতির খাত বলতে বোঝায় অর্থনীতির বিভিন্ন অংশ, বিভাগ বা শাখা। বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধান তিনটি খাতে ভাগ করা হয় : কৃষি, শিল্প ও সেবাখাত। ভূমি ও ভূমি থেকে উৎপন্ন সবকিছুই → শস্য, বনজ সম্পদ, পশু ও মৎস্যসম্পদ কৃষি খাতে অন্তর্গত।
    • বৃহদায়তন ও ক্ষুদ্রায়তন শিল্প, সবধরনের নির্মাণ, খনিজ দ্রব্যসংক্রান্ত সকল কাজ শিল্পখাতের অন্তর্গত।
    • অবশিষ্ট সকল কর্মকাণ্ড যেমন : শিক্ষা-স্বাস্থ্য-বিনোদন, ব্যাংক-বীমা, হোটেল-রেস্তোরাঁ ডাক-তার, যোগাযোগ ও পরিবহন এসব কিছুই সেবা খাতের আওতাধীন। BD Current Affairs Bangladesh
    • বাংলাদেশের অর্থনীতিকে মোট ২৪টি প্রধান খাতে ভাগ করা হয়। এই ২৪টি খাত হচ্ছে : ১. কৃষি ও বনজ, ২. মৎস্য, ৩. খনিজ ও খনন, ৪. শিল্প, ৫. বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, ৬. নির্মাণ, ৭. পাইকারি ও খুচরা বাণিজ্য, ৮. হোটেল ও রেস্তোরাঁ, ৯. পরিবহণ, সংরক্ষণ ও যোগাযোগ, ১০. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, ১১. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা, ১২. লোক প্রশাসন ও প্রতিরক্ষা, ১৩. শিক্ষা, ১৪. স্বাস্থ্য ও সামাজিক সেবা, ১৫. কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা, ১৬. মোবাইল ব্যাংকিং; ১৭. এজেন্ট ব্যাংকিং; ১৮. গরু ও হাঁস-মুরগি; ১৯. নার্সারি; ২০. লটকন, ড্রাগন, স্ট্রবেরি, ক্যাপসিকাম, মাশরুম; ২১. আবাসন; ২২. কেবল টেলিভিশন; ২৩. ইন্টারনেট; ২৪. হেলিকপ্টার।

রাজস্ব নীতি; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

রাজস্ব নীতিতে সরকারের আয়-ব্যয়ের সামগ্রিক ব্যবস্থাপনার কৌশলগত নির্দেশনা অন্তর্ভুক্ত থাকে। রাজস্ব নীতি প্রণয়নের মাধ্যমে সরকার মূলত সরকারের আয়-ব্যয় কার্যক্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি উচ্চতর হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক পরিবেশ তৈরির প্রচেষ্টা চালায়, যাতে করে কর্মসংস্থানের অধিকতর সুযোগ সৃষ্টি এবং দ্রুত দারিদ্র্য নিরসনের লক্ষ্যমাত্রা অর্জন করে জনগণের জীবনমান উন্নত করা সম্ভব হয়।

রাজস্ব ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার লক্ষ্যে বর্তমানে কতিপয় তাৎপর্যপূর্ণ সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগবান্ধব, উৎপাদনশীল, কর্মসংস্থানমুখী ও দারিদ্র্য নিরসনমুখী পরিবেশ সৃজনে রাজস্ব নীতির নিরন্তর সংস্কার কার্যক্রমের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।

সরকারি আয়

সরকারি আয়ের প্রধান উৎস হলো কর রাজস্ব । আর অবশিষ্ট রাজস্ব আসে কর বহির্ভূত উৎস হতে, যেমন : ফি, মাসুল, টোল ইত্যাদি খাত হতে।

সরকারি ব্যয়; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং অন্যান্য জনগুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য সম্পদ ব্যবহার তথা অর্থ ব্যয় অপরিহার্য। সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

    • সরবরাহকৃত দ্রব্য বা সেবার বিনিময়ে সরকারি কর্তৃপক্ষকে প্রদেয় মূল্যই → কর
    • কর সাধারণত → দুই প্রকার; যথা- ১. প্রত্যক্ষ কর ও ২. পরোক্ষ কর
    • প্রত্যক্ষ করের উৎকৃষ্ট উদাহরণ → Income Tax (আয়কর), ভূমিকর
    • পরোক্ষ করের উৎকৃষ্ট উদাহরণ → মূল্য সংযোজন কর (VAT)
    • প্রত্যক্ষ কর → এই ধরনের কর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আরোপ করা হয়, সেই উক্ত কর পরিশোধ করে। যেমন → আয়কর (Income Tax), ভূমি রাজস্ব কর, নিবন্ধন, অস্থাবর সম্পত্তি কর ইত্যাদি
    • পরোক্ষ কর → এই ধরনের কর একজনের উপর আরোপিত হলেও পরিশোধ করে অন্যজন। যেমন → মূল্য সংযোজন কর (VAT), বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, বিদেশ ভ্রমণ কর, বিমান টিকিট কর, বিদ্যুৎ শুল্ক, বিজ্ঞাপন কর, মাদক শুল্ক, যানবাহন কর, জুডিশিয়াল স্ট্যাম্প কর ইত্যাদি
    • জাতীয় আয়কর দিবস → ১৫ সেপ্টেম্বর
    • কর পরিশোধ ই-পেমেন্ট পদ্ধতি চালু হয় → ২০১২ সালের মে মাসে
    • দেশের প্রথম কর ন্যায়পাল → খায়রুজ্জামান চৌধুরী (দায়িত্ব গ্রহণ ৯ জুলাই ২০০৬)
    • কর বিভাগ যে মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত → অর্থ মন্ত্রণালয়; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
    • Tax GDP Ratio- Gross Domestic Product (GDP)-এর যে অংশ Tax থেকে অর্জিত হয়।
    • জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue – NBR) – সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনায় নিয়োজিত একটি সংস্থা ।
    • কর আদায়ের দায়িত্ব → জাতীয় রাজস্ব বোর্ডের
    • জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয় → ১৯৭২ সালে
    • জাতীয় রাজস্ব বোর্ড যে মন্ত্রণালয়ের আওতাভুক্ত → অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাভুক্ত
    • জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কর্মকর্তার পদবি → চেয়ারম্যান
    • আয়কর (Income Tax) হলো → কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর ধার্যকৃত কর
    • আয়কর মেলা আয়োজন করে → NBR (জাতীয় রাজস্ব বোর্ড)
    • বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে → ভ্যাট থেকে
    • VAT-Value Added Tax (মূল্য সংযোজন কর- মূসক) বাংলাদেশে মূসক চালু হয় → ১ জুলাই ১৯৯১
    • বাংলাদেশে ভ্যাটের হার → ১৫%
    • জাতীয় মূসক দিবস হলো → ১০ জুলাই; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
    • বাণিজ্য শুল্ক (Customs Duty) → আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর আরোপিত কর
    • আবগারি শুল্ক (Excise Duty) → দেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রীত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত কর।
    • আয়কর (Income Tax) → কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর আরোপিত কর

বাংলাদেশ ট্যারিফ কমিশন; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

পাকিস্তান ট্রারিফ কমিশনের বর্তমান নাম বাংলাদেশ ট্যারিফ কমিশন। এটি ২৮ জুলাই ১৯৭৩ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে। ১৯৯২ সালে একে ট্যারিফ কমিশন নামে পুনর্গঠন করা হয়। ট্যারিফ হলো → আমদানি বা রপ্তানীকৃত পণ্যের শুল্ক। ট্যারিফের ক্ষেত্রে আমদানি বা রপ্তানীকৃত পণ্যের শুল্ক একটি তালিকা প্রকাশের মাধ্যমে নির্দিষ্ট করা থাকে। সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

আয়কর রিটার্ন → করদাতা তার আয়ের যাবতীয় উৎসসমূহ থেকে অর্জিত আয় এবং উক্ত আয়ের ওপর তাদের করের পরিমাণ উল্লেখ করে আয়কর বিভাগে নির্দিষ্ট ছকে যে বিবরণী দাখিল করে।

    • খেলাপি কর দাতা (Assessee in Default) বলা হয় → আয়কর প্রদান করতে ব্যর্থ করদাতাকে
    • প্রাইজবন্ডের পুরস্কার → করমুক্ত
    • পেনশন সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা → আয়কর মুক্ত
    • Customs Duty হলো → আমদানি ও রপ্তানীকৃত দ্রব্যের ওপর আরোপিত কর
    • অর্থের মূল্য বলতে বোঝায় → অর্থের ক্রয়ক্ষমতা
    • জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন → পদাধিকারবলে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব
    • কর পরিশোধের অনলাইনভিত্তিক নতুন পদ্ধতি ই-পেমেন্ট উদ্বোধন করা হয় → ২৬ মে ২০১২
    • মূল্য সংযোজন কর যখন থেকে বাংলাদেশে চালু করা হয় → ১ জুলাই, ১৯৯১
    • বাংলাদেশে ‘জাতীয় আয়কর দিবস’ পালন করা হয় → ১৫ সেপ্টেম্বর
    • মাথাপিছু আয়ের দিক হতে বাংলাদেশ যে ধরনের দেশ → নিম্নমধ্যম
    • ‘মূসক’ যে ধরনের কর/মূল্য সংযোজন কর একটি → পরোক্ষ কর বিক্রয় কর একটি → পরোক্ষ কর
    • জাতীয় আয় → উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে → আয়কর
    • বাংলাদেশ সরকার যে উদ্দেশ্যে সিগারেট উৎপাদনে ট্যাক্স ধার্য করে → রাজস্ব আয় এবং ধূমপান নিরুৎসাহিতকরণ; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
    • বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে যে কর ধার্য করা হয় → মূল্য সংযোজন কর
    • যে অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন → তাজউদ্দীন আহমদ
    • সরকারের ‘Fiscal Policy’ যে বিষয়ের সাথে সম্পর্কিত → ট্যাক্স জাতীয় বাজেটের অর্থ বছর → জুলাই-জুন
    • বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বল্পমেয়াদি উন্নয়ন পরিকল্পনা।

যে সংস্থা যা নিয়ন্ত্রণ করে; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

ক্র নং সংস্থা/সেক্টর/পরিকল্পনা মন্ত্রণালয়/কর্তৃপক্ষ/কমিশন
জাতীয় রাজস্ব আয়/ বীমা অর্থ মন্ত্রণালয়
ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়
স্পারসো প্রতিরক্ষা মন্ত্রণালয়
শেয়ারবাজার এসইসি
পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিকল্পনা কমিশন
বাংলাদেশ উন্নায়ন ফোরাম বিশ্বব্যাংক
বার্ষিক উন্নায়ন কর্মসূচি পরিকল্পনা মন্ত্রণালয়
দারিদ্র্য নিরসন কৌশলপত্র পরিকল্পনা কমিশন
আদমশুমারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
১০ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিকল্পনা কমিশন পরিকল্পনা মন্ত্রণালয়
১১ প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, দুর্নীতি দমন কমিশন, এনজিওবিষয়ক ব্যুরো, মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর সচিবালয়
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

দারিদ্র্য বিমোচন ; সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

    • দারিদ্র্য বিমোচন যে কর্মসূচি এখন পর্যন্ত সফল হিসেবে বিবেচিত হয় → ক্ষুদ্রঋণ
    • ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক → প্রফেসর মুহাম্মদ ইউনূস
    • VGF-এর পূর্ণ রূপ Vulnerable Group Feeding
    • যে আদেশ বলে জাতীয় রাজস্ব বোর্ড গঠিত হয় → রাষ্ট্রপতির ৭৬নং আদেশবলে
    • VGD-এর পূর্ণ রূপ Vulnerable Group Development
    • বাংলাদেশে দারিদ্র্য হারের শীর্ষ জেলা → কুড়িগ্রাম, সবচেয়ে কম দারিদ্র্য হার : নারায়ণগঞ্জ
    • সবচেয়ে বেশি দারিদ্র্য অধ্যুষিত বিভাগ → রংপুর সবচেয়ে কম দারিদ্র্য অধ্যুষিত বিভাগ → সিলেট
    • গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচির নাম → আরএসএস
    • বাংলাদেশের চরম দারিদ্র্য তারা → যারা ১৮০৫ কিলোক্যালরির কম খাদ্য খায়
    • দেশের উত্তরাঞ্চলে মঙ্গা দেখা দেয় → ভাদ্র-আশ্বিন-কার্তিক মাসে
    • PRSP → Poverty Reduction Strategy Papers
    • IPRSP → Interim Poverty Reduction Strategy Papers
    • BARD-এর পূর্ণরূপ Bangladesh Academy for Rural
    • Development. প্রতিষ্ঠিত → ১৯৫৯ সালে, অবস্থান → কুমিল্লায় প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান BD Current Affairs Bangladesh
    • RDA-এর পূর্ণরূপ Rural Development Academy. প্রতিষ্ঠিত হয় → ১৯৭৪ সালে, অবস্থান → শেরপুর, বগুড়া বাংলাদেশে বিশ্বের দারিদ্র্য দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে সম্প্রতি দারিদ্র্যের হার কমে এলেও তা ততটা আশাব্যঞ্জক নয় ।
    • সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথম লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্তি, যা বাংলাদেশ ২০১৫ পূর্ণ হওয়ার দুই বছর আগেই অর্জন করেছে । টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদ → 2016-2030 মোট লক্ষ্য → ১৭টি
    • প্রথম লক্ষ্য → দারিদ্র্য দূরীকরণ
    • দারিদ্র্য বিমোচন কর্মসূচি সরকারের → সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত
    • সরকার দারিদ্র্য দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে। যেমন → দরিদ্র ভাতা প্রদান, বয়স্কভাতা প্রদান, কাজের বিনিময়ের খাদ্য, দুস্থ মহিলাদের জন্য ভাতার ব্যবস্থা প্রভৃতি ।
    • বাংলাদেশে বেকারত্বের হার → ২০%। এজন্য সরকার বেকারত্বকে দূরীকরণের উদ্দেশ্য ম্যানলাথ সার্ভিস চালু করে । সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ বিতরণে (NGO)

ব্র্যাক : দেশের সবচেয়ে বড় এনজিও এবং সবচেয়ে বড় ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থা ।

আশা : সামাজিক উন্নয়নে এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে। ১৯৯২ সালে স্পেশালাইজড ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে ।

প্রশিকা : ১৯৭৫ সালে মানিকগঞ্জে কয়েকটি গ্রামে প্রশিকার কার্যক্রম শুরু হয়েছিল। ১৯৭৬ সাল থেকে সংস্থাটি বৃহত্তর পরিসরে সারাদেশে কার্যক্রম শুরু করে।

ব্যুরো বাংলাদেশ : এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৯০ সালে টাঙ্গাইল জেলায় এর কার্যক্রম শুরু হয়।

স্বনির্ভর বাংলাদেশ : ১৯৭৫ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

    • বাংলাদেশে বয়স্কভাতা চালু হয়→ ৩১ মে ১৯৯৮ সালে [৩৬তম বিসিএস]
    • দারিদ্র্য বিমোচনে যে কর্মসূচিটি এখন পর্যন্ত সফল হিসেবে বিবেচিত → ক্ষুদ্রঋণ
    • গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম → আরএসএস
    • ‘মঙ্গা’ দেখা দেয় → ভাদ্র-আশ্বিন-কার্তিক মাসে রংপুর অঞ্চলে
    • ‘মঙ্গা’ শব্দটি যে অঞ্চলের সাথে সম্পর্কিত → উত্তরাঞ্চল
    • সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উদ্দেশ্য → দারিদ্র্যের অর্থনৈতিক নিরাপত্তা
    • IRDP-43 Integrated Rural Development Program
    • গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রয়োজন → ক্ষুদ্রঋণ প্রদান ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা। সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
    • PRSP হচ্ছে → দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
    • দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদ → জুলাই ২০১০-জুন ২০১২
    • PRSP-এর শেষ P হলো Paper.
    • একটি বাড়ি ও একটি খামার কর্মসূচির আওতাধীনে টাকা ভোগকারীর সংখ্যা → ৫০ লক্ষেরও অধিক

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪

    • ECNEC-এর চেয়ারপারসন কে? → প্ৰধানমন্ত্রী
    • অর্থ কোন ধরনের সম্পদ? → অমানবীয়
    • বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সার্ভিস (সেবা)
    • বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে ADP ঘোষণা করে? → ১ বছর
    • বাংলাদেশ সরকারের আর্থিক সন কোনটি? → ১ জুলাই থেকে ৩০ জুন
    • কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? → মূল্য সংযোজন কর
    • কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় → জিএনপি
    • বাংলাদেশে ‘জাতীয় আয়কর দিবস’ কোন তারিখে পালন করা হয়? → ১৫ সেপ্টেম্বর
    • কর আদায়ের দায়িত্ব কার? → জাতীয় রাজস্ব বোর্ড
    • BIDA-এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কী ছিল? – বিনিয়োগ বোর্ড
    • (BIDA-এর পূর্ণরূপ Bangladesh Investment Development Authority)
    • ‘পুণ্যাহ’ অনুষ্ঠান কীসের সাথে সম্পর্কিত? → রাজস্ব আদায় বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় ১৯৯১ সালে
    • গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম কী? → আরএসএস
    • PRSP-এর পূর্ণাঙ্গ রূপ কী? → Poverty Reduction Strategy Papers
    • কোন সময়ে মঙ্গা দেখা দেয়? → ভাদ্র-আশ্বিন-কার্তিক
    • গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রয়োজন? → ক্ষুদ্রঋণ প্রদান ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা
    • VGF বলতে বোঝায় → Vulnerable Group Feeding
    • দারিদ্র্য বিমোচনে কোন কর্মসূচিটি এখন পর্যন্ত সফল হিসেবে বিবেচিত হয়? → ক্ষুদ্রঋণ
    • PRSP হচ্ছে → দারিদ্র্য বিমোচন সংক্রান্ত
    • বয়স্কভাতা যার অন্তর্ভুক্ত → সামাজিক নিরাপত্তা
    • দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য কোন বাংলাদেশি নাইট উপাধি পেয়েছেন? → ফজলে হাসান আবেদ
    • IPRSP-এর অর্থ কী? → Interim Poverty Reduction Strategy Paper

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ এর আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই আর্টেকেল এর পূর্বে বাংলাদেশ বিষয়া বলি নিয়ে আরো ৫ আর্টিকেল দেওয়া হয়েছে, ধারাবাহিক ভাবে পড়লে সকল তথ্য মনে রাখতে সহজ হবে।

Check Also

প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস

প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। ২য় পর্ব

প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অত্যন্ত ব্যাপক এবং পৌরাণিক সংস্কৃতির অংশ। বাংলার প্রাচীন ইতিহাস প্রায় ২,৫০০ বছরের বেশির দীর্ঘকাল ধরে পর্যাপ্ত রূপে প্রকট হয়নি। তবে, কিছু ঐতিহাসিক উল্লেখ এবং প্রাচীন সংস্কৃতির উপস্থিতি অনুসারে বাংলার প্রাচীন ইতিহাস অনুশীলন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *