General Knowledge Bangladesh এর আজকের আলোচ্য বিষয় সমূহ হচ্ছে উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।
BCS প্রিলি. প্রশ্নোত্তর ৪৪তম বিসিএস
- বাংলাদেশের জিডিপি (GDP)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? → সেবা
- ২০২০-২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত? → ৬.৯৪%
- বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? → ১ জুলাই ২০১৫
- BSTI-এর পূর্ণ অভিব্যক্তি কী? → Bangladesh Standards and Testing Institution
৪৩তম বিসিএস General Knowledge Bangladesh
- বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? → মূল্য সংযোজন কর
- বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? → ২ টাকা
- বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? → ১৯৯৮,
- ‘সেকেন্ডারি মার্কেট কীসের সাথে সংশ্লিষ্ট? → স্টক মার্কেট
- একনেক (ECNEC)-এর প্রধান কে? → প্ৰধানমন্ত্রী
৪২তম বিসিএস
- বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? → শিল্প
৪১তম বিসিএস General Knowledge Bangladesh
- বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়? → প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে।
৪০তম বিসিএস
- ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত? → $ ১,৬৭৭ মার্কিন ডলার; (বর্তমানে বা.অ.স. ২০২২ অনুযায়ী ২,৮২৪ মার্কিন ডলার)
- Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? → দ্বিতীয় স্থান
- ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে → সাড়ে ৪ হাজার কোটি টাকা
- বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় ১৯৯১ সালে ১ জুলাই
৩৯তম বিসিএস বিসিএস (স্বাস্থ্য)]
- বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার? → ৭.৮০ শতাংশ
- বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ→ ১,৭৩,০০০ কোটি টাকা। [২০২২-২৩ অর্থবছরে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা]
৩৮তম বিসিএস
- ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতি বছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৭.৪০%
- ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল ৫.৯২% [বা. অ. স. ২০২২ মতে, ৫.৮৩%
- বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয় → ১৫
৩৭তম বিসিএস
- ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭.০৫% ২০২১-২২ অর্থবছরে → ৭.২৫%]
- ‘ট্যারিফ কমিশন’ যে মন্ত্রণালয়ের অধীন →বাণিজ্য মন্ত্রণালয়
৩৬তম বিসিএস General Knowledge Bangladesh
- বাংলাদেশে বয়স্কভাতা চালু হয়→ ১৯৯৮ সালে
- MDG-এর অন্যতম লক্ষ্য → ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
- ECNEC-এর চেয়ারম্যান বা সভাপতি → প্রধানমন্ত্রী
৩৫তম বিসিএস
- পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম-পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে মেয়াদে হবে ২০১৬-২০২০
- বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় সাক্ষরতার হার → ৫৬.৮% [বা.অ.স. ২০২২ অনুযায়ী ২.৮%]
বাংলাদেশের অর্থনীতি; General Knowledge Bangladesh
- বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা → মিশ্র প্রকৃতির
- ‘সম্পত্তির ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা’ → মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা
- বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় → ১৯৯১ সালে
- অর্থনীতির জনক → Adam Smith, পল স্যামুয়েলসন Classic Economics-এর জনক
- বাংলাদেশকে জাতিসংঘ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয় → ১ জুলাই ২০১৫
- বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন করে → ১৫ মার্চ ২০১৮
- বাংলাদেশকে সর্ববৃহৎ সাহায্য দানকারী/দ্বিপাক্ষিক দাতা দেশ → জাপান
- জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম → জাইকা General Knowledge Quizzes
- যে দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক, ডাক ও টেলিযোগাযোগ সম্পর্ক নেই → ইসরাইল; বাংলাদেশের সাথে শুধু বাণিজ্যিক সম্পর্ক আছে তাইওয়ানের
- বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে যে গোষ্ঠী বা সংস্থা → IDA
- IDA সহজ শর্তে ঋণ প্রদানের জন্য সারাবিশ্বে → Soft Loan Window নামে পরিচিত
- বাংলাদেশে সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা পরিকল্পনা→ ৮ম পঞ্চবার্ষিক
- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে → যুক্তরাষ্ট্রে; বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে → চীন
- বাংলাদেশ তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করে → মা‘বেইল আউট’ শব্দটি জড়িত -> অর্থনীতিতে যুক্তরাষ্ট্রে
- অর্থনীতিতে ডাম্পিং হলো বিদেশে কোনো নির্দিষ্ট পণ্যের বাজার ধরতে উৎপাদন মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য রপ্তানি করা। আর অ্যান্টি ডাম্পিং হলো → সরকার কর্তৃক এ ধরনের কম মূল্যে পণ্য রপ্তানি নিষিদ্ধ করা
বাংলাদেশের কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান
পরিকল্পনা কমিশন : সংবিধানের ১৫ ধারায় রাষ্ট্রকে উপযুক্ত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ তথা উন্নততর জীবনযাত্রা নিশ্চিতকরণের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপকল্পের আলোকে স্বল্প ও মধ্য মেয়াদি পরিকল্পনা কাঠামোর উদ্দেশ্য, লক্ষ্যমাত্রা ও কর্মপন্থা নির্ধারণ করে থাকে পরিকল্পনা কমিশন। ১৯৭২ সালের জানুয়ারি মাসে গঠিত হয় বাংলাদেশ পরিকল্পনা কমিশন। সদর দপ্তর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে। কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। ভাইস চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) ।
ECNEC General Knowledge Bangladesh
Executive Committee of National Economic Council. প্রতি মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে ECNEC এর বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতি/চেয়ারপারসন প্রধানমন্ত্রী। বিকল্প চেয়ারম্যান মন্ত্রী; অর্থ মন্ত্রণালয়। সদস্য-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীগণ ।
NEC
National Economic Council. এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। চেয়ারপারসন প্রধানমন্ত্রী। সদস্য মন্ত্রিসভার সকল সদস্য।
BIDS General Knowledge Bangladesh
Bangladesh Institute of Development Studies. আগারগাঁও, ঢাকা।
BBS
Bangladesh Bureau of Statistics (১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। বিসিএস সকল প্রকার পরিসংখ্যান কর্মসূচি (আদমশুমারি, কৃষিশুমারি, শিল্প কারখানা, স্থাপনা শুমারি) পরিচালনা করে ।
BSTI
Bangladesh Standards and Testing Institution. প্রতিষ্ঠা ১৯৮৫ সালে ।
DPDT General Knowledge Quizzes
Department of Patents, Designs and Trade Marks. প্রতিষ্ঠা ২০০৩ সালে ।
ICB
Investment Corporation of Bangladesh. বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক। আইসিবি গ্রাহকদের নিকট হতে আমানত সংগ্রহ করে না। ১৯৭৪ সালের ১ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়।
SPCBL
The Security Printing Corporation Bangladesh Ltd. ১৯৮৮ সালে গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রেস দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লি.। এখান থেকে প্রথম মুদ্রিত হয় ১০ টাকার নোট ।
BSCIC General Knowledge Bangladesh
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা বা BSCIC (Bangladesh Small and Cottage Industries Corporation) বেসরকারি স্বল্প বিনিয়োগকারীদের আর্থিক ও কারিগরি সাহায্য প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
BCIC
Bangladesh Chemical Industries Corporation বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (১৯৭২ সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে ।
DCCI
Dhaka Chamber of Commerce & Industry. ঢাকা ব্যবসায়ীদের সবচেয়ে পুরোনো ও বড় সংগঠন।
REHAB General Knowledge Bangladesh
Real Estate and Housing Association of Bangladesh. দেশের বেসরকারি আবাসন ব্যবসায়ীদের সরকার স্বীকৃত একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন।
BASIS
Bangladesh Association of Software and Information Services. বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠানসমূহের একটি সংস্থা। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
a2i General Knowledge Bangladesh
Access to Information (a2i)। এর উদ্দেশ্য হলো ডিজিটাল বাংলাদেশ, তথা Vision-2021 এর বাস্তবায়ন। a2i প্রথম গ্রহণ করা হয় ২০০৭ সালে। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। কার্যক্রমে সহায়তা করছে UNDP 3 USAID। প্রকল্পের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে সরকারের বহুমুখী সেবা পৌঁছে দেওয়া। এর সঙ্গে যুক্ত জাতীয় তথ্য বাতায়নের লিংক : www.bangladesh.gov.bd
FBCCI
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। প্রতিষ্ঠাকাল ১৯৭৩
JEC General Knowledge Bangladesh
Joint Economic Commission. যৌথ অর্থনৈতিক কমিশন গঠিত হয় ১৯৮২ সালে। বর্তমানের বাংলাদেশের সাথে যৌথ অর্থনৈতিক কমিশন রয়েছে ১৭টি দেশ ও ১টি সংস্থা [১টি সংস্থা ইউরোপীয় অর্থনৈতিক পরিষদ (EEC)] সাথে। বিভিন্ন দেশের সাথে যৌথ অর্থনৈতিক কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করে থাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD)।
বাংলাদেশ উন্নয়ন ফোরাম
বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাকালীন নাম বাংলাদেশ এইড গ্রুপ (BAG); প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে; এইড গ্রুপের নাম পরিবর্তন করে রাখা হয় প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ (১৯৯৭); বর্তমান নাম বাংলাদেশ উন্নয়ন ফোরাম (BDF)। বাংলাদেশে ২০০৩ সালে থেকে উন্নয়ন ফোরামের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে (পূর্বে অনুষ্ঠিত হতো প্যারিসে)। বাংলাদেশের প্রধান সমন্নয়কারী সংস্থা বিশ্বব্যাংক। বৈদেশিক সাহায্যে শীর্ষ দেশ জাপান। বাংলাদেশে বৈদেশিক সাহায্যে শীর্ষে আইডিএ । জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম ‘জাইকা’।
অর্থনৈতিক শুমারি General Knowledge Bangladesh
২০১৩ সালের মার্চ-মে মাসে বাংলাদেশে তৃতীয় অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হয়। অ-কৃষিমূলক খাতগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার লক্ষ্যে একটি পরিসংখ্যান ভিত্তিক কার্যকর ভিত গড়ে তোলাই এ শুমারির মূল উদ্দেশ্য ছিল। ১৭ নভেম্বর ২০১৩ তৃতীয় অর্থনৈতিক শুমারির প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয় ।
বাংলাদেশের অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক মন্তব্য
- বিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) মতে, অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ।
- ‘দ্য লং ভিউ : হাউ উইল দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার চেঞ্জ বাই ২০৫০?’ এই নিবন্ধে পিডাব্লিউসি এ কথাও বলেছে যে, ২০৩০’র মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৮তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে। স্বাস্থ্যসেবার মান ও সহজপ্রাপ্যতার (এইচএকিউ) সূচকেও ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিশ্বের ১৯৫ দেশের মধ্যে এই সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৩তম । ভারতের ১৪৫তম । যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেটের গবেষণায় এ তথ্য দিয়েছে।
- প্রাইস ওয়াটার হাউজ কপারসের প্রক্ষেপণ অনুযায়ী, ২০৪০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি বিশ্বে ২৩তম স্থান দখল করবে। এইচবিএসসির প্রক্ষেপণ বলছে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৬তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে। General Knowledge Bangladesh
- বিজনেস ইনসাইডারের ‘দেয়ার ইজ এ নিউ এশিয়ান টাইগার’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬০ থেকে ১৯৯০ পর্যন্ত সময়ে হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান- এই ৪টি দেশ ছিল এশিয়ান টাইগারের তালিকায়। কিন্তু এখন এই তালিকায় বাংলাদেশ নামে আর একটি দেশ স্থান করে নিয়েছে। প্রতিবেদনটি লেখেন জোনাথান গারবার। General Knowledge Bangladesh
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনীতির দেশ।
- হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন-এইচএসবিসির সর্বশেষ গ্লোবাল রিসার্চে বলা হয়েছে, আগামী ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নিরিখে বিশ্বের ২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ।
- ‘দি ওয়ার্ল্ড ইন ২০৩০ : আওয়ার লং টার্ম প্রজেকশনস ফর ৭৫ কান্ট্রিজ’ শিরোনামের এই রিপোর্টে দেখানো হয়েছে, ২০১৮ থেকে ২০৩০ সালের মধ্যে অবস্থানের দিক থেকে বাংলাদেশের অর্থনীতি ১৬ ধাপে উন্নীত হবে, যা অন্য যেকোনো দেশের তুলনায় অধিক।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের উন্নয়ন ম্যাজিক নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। & সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, একটি বাংলাদেশ যেভাবে প্রবৃদ্ধির সঙ্গে দারিদ্র্য দূরীকরণ এবং বৈষম্য কমানোকে সংযুক্ত করেছে, তা অত্যন্ত উল্লেখযোগ্য। General Knowledge Quizzes
- সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চের এক নতুন জরিপে বলা হয়েছে, ২০৩৩ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৫তম অর্থনীতিতে পরিণত হবে।
২০০৯ থেকে বর্তমান পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উল্লেখযোগ্য অর্জন General Knowledge Bangladesh
২০০৯ থেকে বর্তমান পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ পার করছে অভাবনীয় এক স্বর্ণালি অধ্যায়। বাংলাদেশ পরিণত হয়েছে শান্তি, প্রগতি আর সম্প্রীতির এক মিলনমেলায়। একের পর এক রচিত হচ্ছে উন্নয়নের সাফল্যগাঁথা। বাংলাদেশ আজ বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় উন্নয়ন স্বপ্নদ্রষ্টা। গত ১৩ বছরের হাজারো অর্জনের মাঝে কিছু উল্লেখযোগ্য অর্জন এখানে তুলে ধরা হচ্ছে। General Knowledge Bangladesh
- মহান জাতীয় সংসদ পরিণত হয়েছে রাষ্ট্রীয় সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে;
- গত ১৩ বছরে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল ৬.৬ শতাংশ, যা ২০১৬- ১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে ৭ শতাংশের উপরে ছিল এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ শতাংশ অতিক্রম করে। কোভিডকালীন সময়েও ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ঈর্ষণীয় ৬.৯৪ শতাংশ ছিল;
- ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে অর্জিত গড় প্রবৃদ্ধির হার ছিল ৬.৩ শতাংশ এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৬ শতাংশ;
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫), প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) এবং বদ্বীপ পরিকল্পনা-২১০০ প্রণয়নকরত বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ; জিডিপির আকার ৪ লক্ষ ৮২ হাজার ৩৩৭ কোটি টাকা থেকে ৩৯ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে;
- মাথাপিছু আয় ২০০৫-২০০৬ অর্থবছরে ৫৪৩ মার্কিন ডলার হতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার;
- মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে সীমিত আছে; General Knowledge Bangladesh
- দারিদ্র্যের হার ৪১.৫ শতাংশ হতে কমে ২০.৫ শতাংশ এবং অতি দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ১০.৫ শতাংশে;
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছুঁয়েছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার (২৩ আগস্ট ২০২১);
- বাজেটের আকার ২০০৫-২০০৬ অর্থবছরের তুলনায় ১১ গুণের মতো বৃদ্ধি পেয়েছে;
- সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ ২ হাজার ৫০৫ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ১ লক্ষ কোটি টাকা হয়েছে;
- বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৪,৯০০ মেগাওয়াট থেকে ২৫,৫৬৬ মেগাওয়াটে বৃদ্ধি পেয়েছে। ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ কর্মসূচির আওতায় আজ বাংলাদেশের শতভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে; General Knowledge Bangladesh
- মিয়ানমার ও ভারতের সমুদ্রসীমা নিয়ে আইনি বিরোধের চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে বঙ্গোপসাগরে বাংলাদেশের এলাকাভুক্ত সমুদ্রের অংশ, এক্সক্লসিভ অর্থনৈতিক অঞ্চল ও মহীসোপানসহ মোট ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার এলাকার ওপর স্বত্বাধিকার লাভ করে। সমুদ্রের নীল জলরাশি ও তার সম্পদ আহরণে এ উন্মুক্ত অধিকারের সুযোগ কাজে লাগাতে প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১-এ সুনীল অর্থনীতির কৌশল গ্রহণ করা হয়েছে;
- নিম্ন-আয়ের দেশ থেকে গ্র্যাজুয়েশন; স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত ধাপ অতিক্রম;
- রূপকল্প ২০২১-এ কৃষি উৎপাদন বৃদ্ধি করে খাদ্য ঘাটতি দূর করা এবং দেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল, তা সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এরই মধ্যে অর্জন করা সম্ভব হয়েছে; General Knowledge Bangladesh
- ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তব রূপ লাভ করেছে; ৪,৫৫০টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার; গভীর সমুদ্রের তলদেশে অপটিক্যাল ফাইবার নির্মাণ, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন, মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু, উপজেলা শহরে ব্যাংকের এটিএম বুথ নির্মাণসহ সহজলভ্য ইন্টারনেট সেবা এখন মানুষের দোরগোড়ায়;
- বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে ইন্টারনেট সেবা প্রদান সহজ হয়েছে। দেশে বর্তমানে প্রায় ১৭ কোটি মোবাইল ফোন ব্যবহার হয়;
- জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন ঘোষণা (এমডিজি) সফলভাবে অর্জন; & এসডিজি বাস্তবায়ন অগ্রগতির স্বীকৃতিস্বরূপ এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড লাভ;
- মাতৃমৃত্যুর হার ২০০৫ সালের ৩৪৮ থেকে কমে এখন ১৬৫, পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার ২০০৫ সালের ৬৮ থেকে কমে ২০১৯ সালে ২৮ এবং প্রসবকালে দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতি ২০০৪ সালের ১৫.৬ শতাংশ থেকে বেড়ে ২০১৯ সালে ৫৯ শতাংশ হয়েছে; & বর্তমানে দেশে উল্লেখযোগ্য সংখ্যক ফাস্ট-ট্র্যাক প্রকল্প চলমান রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল ও ঢাকা বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর অদূরে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে অচিরেই চালু হবে; পায়রা সমুদ্রবন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ আরও কয়েকটি বড় প্রকল্প সমাপ্ত হলে দেশের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ হবে; General Knowledge Bangladesh
- ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল বিনিময় করে বাংলাদেশ পায় ভারতের ১১১টি ছিটমহল। এ চুক্তির ফলে ৬৮ বছরের রাষ্ট্রহীন ছিটমহলের ৫১ হাজারেরও বেশি মানুষ বাংলাদেশের নাগরিক হওয়ার সুযোগ পায়;
- দেশ-বিদেশের অতিথিবর্গের সরব উপস্থিতিতে সফলভাবে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন;
- সন্ত্রাস দমনে সরকার সাফল্য অর্জন করেছে। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ উদ্যোগের ফলে দেশে নাশকতার হার অনেক কমে এসেছে; ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে পূর্ণোদ্যমে;
- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অসমাপ্ত বিচারকাজ সম্পন্ন ও আদালতের রায় কার্যকর করা, মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারকাজ সম্পন্ন; বঙ্গবন্ধু প্রবর্তিত বৈদেশিক নীতি → সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় → মূলমন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুসরণ করেন। [তথ্য : জাতীয় বাজেট-২০২২-২০২৩] General Knowledge Bangladesh
জাতীয় বাজেট ২০২২-২৩
করোনা-পরবর্তী অর্থনৈতিক অবস্থা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সামনে রেখে ৯ জুন ২০২২ জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । এটি স্বাধীন বাংলাদেশের ৫১তম, আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেট, আওয়ামী লীগ সরকারের টানা ১৪তম, বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো- General Knowledge Bangladesh
- বাজেট → ৫১তম (অন্তর্বর্তীকালীন বাজেট বাদে)
- শিরোনাম → কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন
- বাজেট কার্যকর → ১ জুলাই ২০২২
- মোট বাজেট → ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ১৫.২ শতাংশ
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) → ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা
- মোট জিডিপি → ৪৪,৪৯,৯৫৯ কোটি টাকা
- জিডিপির প্রবৃদ্ধি ৭.৫%
- মূল্যস্ফীতি → ৫.৬%
- করমুক্ত আয়সীমায় → ৩ লাখ টাকা
- প্রবাসীদের জন্য → ২.৫ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব শিক্ষাখাতে বরাদ্দ → ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা
- স্বাস্থ্য → কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত কার্যক্রমসহ কোভিড- পরবর্তী সময়ে স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে General Knowledge Bangladesh
- কৃষি → কৃষিক্ষেত্রে (কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ) সার্বিক উন্নয়নে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয় → রাজস্ব আয় প্রাক্কলন ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা, এনবিআরবহির্ভূত কর ১৮ হাজার কোটি টাকা, করছাড় প্রাপ্তি ৪৩ হাজার কোটি টাকা ও বৈদেশিক অনুদান ৩ হাজার ২৭১ কোটি টাকা
- বাজেটে ঘাটতি → বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৮১ কোটি টাকা সর্বজনীন পেনশন ব্যবস্থা → ২০২২-২৩ অর্থবছরে সরকারিভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হবে General Knowledge Bangladesh
- বৈদেশিক ঋণ বৈদেশিক ঋণ ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা & সামাজিক সুরক্ষা → সামাজিক সুরক্ষা বলয়ে ১২ লাখ ৫৪ হাজার নারী ও শিশু ভাতার আওতাভুক্ত হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে মোট বরাদ্দ ১ লক্ষ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা যা বাজেটের ১৬.৭৫ শতাংশ এবং জিডিপির ২.৫৫ শতাংশ।
- পাচার হয়ে যাওয়া অর্থ দেশ থেকে বিভিন্নভাবে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ও বৈধতা দিতে বাজেটে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। কর দিয়ে এসব অর্থ বৈধ করা হলে আয়কর কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ এর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না। এ সুবিধা ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
- অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত মোকাবিলায় গঠিত তহবিল → ৫,০০০ কোটি টাকা
- সরকার আগামী ২০৩০ সাল নাগাদ কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতায় ৬.৭৩ শতাংশ এবং আন্তর্জাতিক অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রাপ্তিসাপেক্ষে আরও ১৫.১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
- বাংলাদেশের জীববৈচিত্র্য সুরক্ষা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও মানোন্নয়নের লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক সমীক্ষার মাধ্যমে এ পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।
- বাংলাদেশকে জলবায়ুর ঝুঁকি থেকে টেকসই ও জলবায়ু সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা (Mujib Climate Prosperity Plan)’ বাস্তবায়ন করতে যাচ্ছে, যা মূলত জলবায়ু অর্থায়নের জন্য একটি কৌশলগত বিনিয়োগ কাঠামো। উক্ত পরিকল্পনা অনুযায়ী জলবায়ু স্থিতিস্থাপকতা অর্জনের জন্য ২০৩০ সাল নাগাদ ৮০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
- ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ভুল অনুমাননির্ভর’ আখ্যা দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ।
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ General Knowledge Quizzes
অবস্থান : ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ; ৮৮°০১’ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা; আয়তন (বর্গকিলোমিটার) → ১,৪৭,৫৭০; GMT → +৬ ঘণ্টা ।
সাধারণ জনমিতিক পরিসংখ্যান : জনসংখ্যা ২০০১ (শুমারি) → ১৩০.০ মিলিয়ন; ২০২১ (প্রাক্কলিত, ১ জানুয়ারি) মিলিয়ন; জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার (শতকরা), ২০২০ ১.৩৭%; পুরুষ-মহিলা অনুপাত (২020) → ১০০.২:১০০; জনসংখ্যার ঘনত্ব/বর্গকিলোমিটার (২০২০) ১,১৪০ জন
মৌলিক জনমিতিক পরিসংখ্যান ২০২০ : স্থূল জন্মহার (প্রতি ১০০০ জনে → ১৮.১ জন; স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০ জনে) → ৫.১ জন; শিশুমৃত্যুহার [এক বছরের কমবয়সি (প্রতি হাজার জীবিত জন্মে)] → ২১ জন; মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতার হার → ২.০৪ জন; গর্ভনিরোধক ব্যবহারের হার → ৬৩.৯%; প্রত্যাশিত গড় আয়ুষ্কাল → ৭২.৮ বছর; পুরুষ ৭১.২ বছর ও মহিলা ৭৪.৫ বছর ।
স্বাস্থ্য ও সামাজিক সেবা : ডাক্তার ও জনসংখ্যা অনুপাত (২০১৮) → ১:১৭২৪ জন; সুপেয় পানি গ্রহণকারী (%) ২০২০ ⇒ ৯৮.৩%; স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী (%) 2020 → ৮১.৫%; সাক্ষরতার হার (৭ বছর +) (%) → ৭৫.২%; পুরুষ ৭৭.৪% ও মহিলা ৭২.৯% ।
শ্রমশক্তি ও কর্মসংস্থান লেবার ফোর্স সার্ভে ২০১৬-১৭ : মোট শ্রমশক্তি (১৫ বছর +) → ৬.৩৫ কোটি; পুরুষ ৪.৩৫ কোটি ও মহিলা ২.০০ কোটি; খাত অনুযায়ী শ্রমশক্তিতে নিয়োজিত -> কৃষি খাতে ৪০.৬%; শিল্প 20.৪% ও সেবা ৩৯.০% ।
General Knowledge Bangladesh এর আজকের আলোচনায় আমরা উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনেছি। বাংলাদেশ বিষয়াবলীর পূর্ববর্তি ও পরবর্তি আর্টিকেল পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।
One comment
Pingback: প্রাচীন বাংলার ইতিহাস: প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস 2023 - Sopner BCS