যে কোনো পরিক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলি (General Knowledge about Bangladesh) থেকে সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বপ্নের বিসিএস ডট কম এ আমরা ধারাবাহিক ভাবে প্রথম ও দ্বিতীয় খন্ড শেষ করে আজ চতুর্থ পর্ব আলোচনা করব। আজকের আলোচনায় বাংলাদেশের কৃষি সম্পর্কে জানব।
কৃষি ইনস্টিটিউট; General Knowledge about Bangladesh
ঘ. কৃষি ইনস্টিটিউট : ১৯৩৮ সালে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা বর্তমান শেরে বাংলা নগরে কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ১৯৬১ সালে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে একে তার অধীনে নেওয়া হয়। ২০০১ সালে এটিকে কৃষি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়।
২. পাকিস্তান আমল; General Knowledge about Bangladesh
ক. ইক্ষু গবেষণা কেন্দ্র : ১৯৫১ সালে পাবনা জেলার ঈশ্বরদীতে প্রতিষ্ঠা করা হয় ।
খ. চা গবেষণা কেন্দ্র : ১৯৫৭ সালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এটি প্রতিষ্ঠা করা হয়।
গ. পাট গবেষণা কেন্দ্র : ১৯৫৭ সালে বর্তমান শেরেবাংলা নগরে এটি গড়ে তোলা হয়।
ঘ. IRRI : ১৯৬০ সালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রতিষ্ঠা করা হয়।
৫. বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (BADC) : ১৯৬১ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
চ. কৃষি বিশ্ববিদ্যালয় : ১৯৬১ সালে ময়মনসিংহে এদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট : ১৯৬২ সালে রাজশাহীতে গড়ে তোলা হয় ।
জ. BRRI : ১৯৭০ সালে জয়দেবপুরে প্রতিষ্ঠা করা হয় ।
৩. বাংলাদেশ আমল ; General Knowledge about Bangladesh
ক. সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়
১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় → ময়মনসিংহ
২. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় → ঢাকা
৩. বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় → জয়দেবপুর
৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় → সিলেট
৫. ৫. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় → খুলনা
BINA (Bangladesh Institute of Nuclear Agriculture) : ১৯৭২ সালে ঢাকার আনবিক গবেষণা কেন্দ্রে কৃষি পারমাণবিক গবেষণা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (INA) প্রতিষ্ঠা করার নির্দেশ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের গোড়ার দিকে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (BINA)’ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে এটি স্থানান্তর করা হয়। BINA ধানসহ নানা ধরনের উন্নত কৃষি ফসলের জাত উদ্ভাবনে গবেষণা করে।
গ. তুলা উন্নয়ন বোর্ড : ১৯৭২ সালে দেশে তুলার চাষ সম্প্রসারণ করার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে তুলা উন্নয়ন বোর্ড গঠিত হয়।
ঘ. জুট রিসার্চ ইনস্টিটিউট : ১৯৭২ সালে ‘জুট অ্যাক্ট’-এর মাধ্যমে প্রাক্তন জুট এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরিকে ‘জুট রিসার্চ ইনস্টিটিউট’ নামে পুনর্গঠন করা হয়।
ঙ. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) : ১৯৭৩ সালে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল । এটি কৃষিতে গবেষণা সমন্বয়ের শীর্ষ প্রতিষ্ঠান। এটি গঠনের দায়িত্ব প্রদান করেন স্বনামখ্যাত কৃষিবিদ ড. কাজী বদরুদ্দোজাকে ।
চ. বাংলাদেশ কৃষি ব্যাংক : ১৯৭৩ সালে President’s order No 27 of 1973 এর মাধ্যমে কৃষি ব্যাংক নামে একটি বিশেষায়িত সরকারি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।
ছ. বঙ্গবন্ধু পুরস্কার : ১৯৭৩ সালে President’s order No 29 of 1973 এর মাধ্যমে কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষিসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কৃষি খাতে নতুন নতুন জ্ঞান অর্জন, কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনে উৎসাহিত করার জন্য ‘বঙ্গবন্ধু পুরস্কার’ প্রবর্তন করা হয়।
জ. প্রকৃচি : ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্র-জনতার সমাবেশে বঙ্গবন্ধু প্রকৌশলী, কৃষিবিদ ও ডাক্তারদের জন্য ক্যাডার সার্ভিস ও বেতন-ভাতার ক্ষেত্রে সমমর্যাদা দেন এবং তা কার্যকর করেন। তার এই অবদান স্মরণীয় করে রাখতে ২০১১ সাল থেকে কৃষিবিদরা ১৩ ফেব্রুয়ারি দিনটিকে ‘কৃষিবিদ দিবস’ হিসেবে পালন করে আসছেন।
ঝ. বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট (BARI) : ১৯৭৬ সালে জয়দেবপুরে BARI প্রতিষ্ঠা করা হয়। এটি BARI ধান ছাড়াও অন্যান্য উন্নত কৃষি ফসল উদ্ভাবনে গবেষণা করে ।
নীল বিপ্লব : খাদ্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি) বাংলাদেশে পুকুরে মাছ চাষকে ‘নীল বিপ্লব’ বলে অভিহিত করেছে। কারণ বাংলাদেশের উৎপাদিত মাছের ৫৬% এখন আসছে পুকুর থেকে।
ফসল বোনা ও কাটা; General Knowledge about Bangladesh
বোরো ধান : অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে রোপণ করা হয় এবং বৈশাখ মাসে কাটা হয় ।
আউশ ধান : বৈশাখ মাসে বোনা হয় এবং শ্রাবণ মাসে কাটা হয় । আমন ধান : বৈশাখ মাসে বোনা হয় এবং আষাঢ়-শ্রাবণ মাসে রোপণ করা হয় । কার্তিক ও অগ্রহায়ণ মাসে কাটা হয় । রবিশস্য : কার্তিক মাসে বোনা হয় এবং ফাল্গুন মাসে তোলা হয় ।
উফশী (উচ্চফলনশীল); General Knowledge about Bangladesh
১৯৬৮ সালে IRRI বাংলাদেশে উফশী জাতের ধান উৎপাদন শুরু করে। তখন থেকে লোকমুখে এ ধানের নাম হয় ইরি ধান। তবে বাংলাদেশে ধান ৩ প্রকার । যথা : ১. আউশ; ২. আমন; ৩. বোরো;
ক. সবচেয়ে বেশি উৎপাদন হয় বোরো, দ্বিতীয় আমন এবং তৃতীয় আউশ ।
সবুজ বিপ্লব; General Knowledge about Bangladesh
ম্যালথাসবাদ মোতাবেক এক সময় পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি ছিল জ্যামিতিক হারে এবং খাদ্যশস্য উৎপাদন ছিল গাণিতিক হারে। এভাবে চলতে থাকলে পৃথিবী অনিবার্য খাদ্যের অভাব দেখা দেবে। এ বাস্তবতায় ১৯৬০ সালে FAO “World Food Congress” আয়োজন করে। সম্মেলনের প্রতিপাদ্য রাখা হয় ‘Freedom from Hunger’ বা ‘ক্ষুধা থেকে মুক্তি’। এই সম্মেলনে FAO বিশ্বের বড় বড় কৃষিবিজ্ঞানীদের আমন্ত্রণ জানায় । FAO বিজ্ঞানীদের দ্রুত উচ্চফলনশীল খাদ্যশস্যের জাত উদ্ভাবনে আহ্বান জানায়। FAO-এর আহ্বানে সাড়া দিয়ে মার্কিন কৃষিবিজ্ঞানী ‘নরম্যান বোরলাগ’ খাটো কাণ্ডবিশিষ্ট নতুন জাত উদ্ভাবন করেন। এ আবিষ্কারের জন্য তাকে ১৯৭০ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ১৯৭০ এর দশকে এ নতুন জাত ব্যবহার করে খাদ্যশস্যের যে ব্যাপক উৎপাদন বেড়ে যায় তাকে সবুজ বিপ্লব বলে। নরম্যান বোরলাগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর; General Knowledge about Bangladesh
- কৃষিকাজের জন্য সবচেয়ে উপযোগী মাটি- দোআঁশ মাটি
- কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? – মৌলভীবাজার
- ‘হাঁড়িভাঙা’ নাম কোন ফলের? → আম
- বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন? → ড. মাকসুদুল আলম
- ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কীসের নাম? → উন্নত জাতের গমের নাম
- ‘বর্ণালী’ এবং ‘শুভ্র’ কী? উন্নত জাতের ভুট্টা
- বাংলাদেশে চা বোর্ড কোথায় অবস্থিত? → চট্টগ্রাম
- ইরাটম কী? → উন্নত জাতের ধান
- বাংলাদেশে মসলা গবেষণা কেন্দ্রের অবস্থান → বগুড়া
- বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কী? → তিস্তা সেচ প্রকল্প পাটের জিনবিন্যাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? → মাকসুদুল আলম
- বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর
- সোনালি আশেঁর দেশ বাংলাদেশ
- বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় → সিলেটের মালনী ছড়ায়
- বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত? → সিলেট
- বাংলাদেশের ‘হোয়াইট গোল্ড’ কোনটি? → চিংড়ি
- ‘সোনালি আঁশ বলা হয় কোনটিকে? → পাট
- ‘মধুবালা’ নামটি কী জন্য বিখ্যাত? → হলদে জাতের তরমুজ
- বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর → গাজীপুর
- বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে? → ২০১৯
- BADC-এর কাজ কী? → কৃষি উন্নয়ন
- পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিকের পরিমাণ ০.০১ মিগ্রা/লি
- টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত? → বরাক
- বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র কোথায় অবস্থিত? → কাপ্তাই
- বাংলাদেশের ‘কৃষি দিবস’ → পহেলা অগ্রহায়ণ
- কাটারিভোগ চাল উৎপাদনের বিখ্যাত জায়গা → দিনাজপুর
- নদী ছাড়া ‘মহানন্দা’ কী? → আম
- টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? → মণিপুর
- ‘নারিকা-১’ কী? → ধান
- কোন বছর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরু করে? → ১৯৬৫
- ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? → চাঁদপুরে
- ইলিশের বাড়ি কোন জেলাকে বলা হয়? → চাঁদপুর
- বাংলাদেশের হোয়াইট গোল্ড কী? → চিংড়ি
- বাংলাদেশের নিম্নলিখিত (হবিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মুন্সীগঞ্জ) জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি? → কিশোরগঞ্জ
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী
- রোপা আমন কাটা হয় → অগ্রহায়ণ-পৌষে
- দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত ‘লাহিড়ীমোহন হাট’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? → পাবনা
- বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কী? → কৃষি
- বাংলাদেশে মৎস্য প্রজাতি গবেষণাগার → ময়মনসিংহে
- সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে → UNESCO
- The 2nd Geographical Indication (GI) product of Bangladesh is → Hilsha
- ‘জাটকা’ বলতে কত সে.মি. কম দৈর্ঘ্যের ইলিশ বোঝায়? → ৯” বা ২৩ সে.মি.
- কোন প্রাণীকে ‘ব্ল্যাক বেঙ্গল’ বলা হয়? → ছাগল
- বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? → পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
- কোন গাছের কাঠ দিয়ে দিয়াশলাই কাঠি তৈরি হয়? → গেওয়া
- কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত শতাংশ বনভূমি প্রয়োজন? → ২৫ শতাংশ
- বনাঞ্চল থেকে সংগৃহীত কাঠ ও লাকড়ি দেশের মোট জ্বালানির কত ভাগ পূরণ করে? → শতকরা ৬০ ভাগ
- পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়? → ধুন্দল
- দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? → পার্বত্য বনাঞ্চল
- মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ → শাল
- বাংলাদেশে দীর্ঘতম গাছ → বৈলাম
- বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে? → ভাওয়াল
- ‘বাওয়ালি’ কারা? → সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
- সুন্দরবনের বাঘ গণনায় কোন পদ্ধতি ব্যবহৃত হয়? → পাগ-মার্ক
- সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম ওয়ার্ল্ড হেরিটেজ? → ৭৯৮তম
- বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন → ২৪০০ বর্গমাইল
- সুন্দরবন কোন নদী তীরে অবস্থিত?- শিবসা
- ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় → ৬ ডিসেম্বর ১৯৯৭
- সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত? → ৬০ ভাগ
- সুন্দরবন কী ধরনের বন? → ম্যানগ্রোভ
- বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? → সুন্দরবন
- পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? → সুন্দরবন
- সুন্দরবনের সুন্দরী গাছের নামানুসারে বনের নাম হয়েছে সুন্দরবন। এ বনের অপর নাম → বাদাবন
- বাংলাদেশের সুন্দরবন কোন রকমের বন? → চিরহরিৎ
- ‘ম্যানগ্রোভ’ কী? → উপকূলীয় বন
- সুন্দরবনে কোন বন্য প্রাণীটি পাওয়া যায় না? → হাতি
- কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না? → গামার
- সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে? → ৬০%-এর একটু বেশি
- সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? → সুনামগঞ্জ
- দেশের প্রথম সাফারি পার্ক কোথায়? → কক্সবাজার জেলার ডুলাহাজরায়
- বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় অবস্থিত? → সীতাকুণ্ড
- ‘ভাওয়াল জাতীয় উদ্যান’ কত সালে প্রতিষ্ঠিত? → ১৯৮২
- ‘বাংলাদেশের রুটির ঝুড়ি’ বলা হয় কোন জেলাকে? → ঠাকুরগাঁও